টঙ্গীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

গত শনিবার সকালে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার একটি বাড়ি থেকে নুরুন নাহার (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত গৃহকর্মী নুরুন নাহার গত আগস্ট মাস থেকে আরিচপুর এলাকার মোশারফ হোসেনে বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। কিন্তু গত শুক্রবার রাত ১১টায় পরিবারের সদস্যরা ঘুমাতে গেলে নুরুন নাহার তার নিজ ঘরে ঘুমাতে যান। সকালে সে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক মোশারফ হোসেন ৯৯৯-এ কল করে পুলিশ ডাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখে নুরুন নাহারের দেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মো. আব্দুলাহ জানান, নুরুন নাহারের লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এই মুহূর্তে কিছু বলা যাবে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সোমবার, ০৬ জানুয়ারী ২০২০ , ২৩ পৌষ ১৪২৬, ৯ জমাদিউল আউয়াল ১৪৪১

টঙ্গীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)

গত শনিবার সকালে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার একটি বাড়ি থেকে নুরুন নাহার (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত গৃহকর্মী নুরুন নাহার গত আগস্ট মাস থেকে আরিচপুর এলাকার মোশারফ হোসেনে বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। কিন্তু গত শুক্রবার রাত ১১টায় পরিবারের সদস্যরা ঘুমাতে গেলে নুরুন নাহার তার নিজ ঘরে ঘুমাতে যান। সকালে সে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক মোশারফ হোসেন ৯৯৯-এ কল করে পুলিশ ডাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখে নুরুন নাহারের দেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মো. আব্দুলাহ জানান, নুরুন নাহারের লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এই মুহূর্তে কিছু বলা যাবে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।