পুলিশের পোশাকে গাড়ি ছিনতাই গ্রেফতার ১

নারায়ণগঞ্জে পুলিশের পোশাক পড়ে গাড়ি ছিনতাইকালে খেলনা পিস্তল ও বেতার যন্ত্রসহ (ওয়ারলেস) আটক হয়েছেন এক যুবক। মো. শামীম নামে ওই যুবকের পড়নে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম সদৃশ পোশাক। গত বিকেলে সদর উপজেলার ফতুল্লা ভূইগড় এলাকা থেকে তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। আটক শামীম কুড়িগ্রামের উলিপুর থানার খেয়াঘাট এলাকার বাসিন্দা মোহসিন আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, পুলিশ পরিচয় দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি প্রাইভেটকার থামায় চার যুবক। পরে গাড়ির কাগজপত্র দেখে থানায় নিয়ে যাওয়ার কথা বলে যাওয়ার পথে ভূইগড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। পরে কাভার্ডভ্যান চালক ও প্রাইভেটকার চালকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে চার যুবকের তিনজন পালিয়ে যায়। এ সময় শামীম নামের ওই যুবককে মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে যুবককে আটক করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে তার সহযোগী তিনজন পুলিশ আসার আগেই পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ০৬ জানুয়ারী ২০২০ , ২৩ পৌষ ১৪২৬, ৯ জমাদিউল আউয়াল ১৪৪১

পুলিশের পোশাকে গাড়ি ছিনতাই গ্রেফতার ১

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পুলিশের পোশাক পড়ে গাড়ি ছিনতাইকালে খেলনা পিস্তল ও বেতার যন্ত্রসহ (ওয়ারলেস) আটক হয়েছেন এক যুবক। মো. শামীম নামে ওই যুবকের পড়নে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম সদৃশ পোশাক। গত বিকেলে সদর উপজেলার ফতুল্লা ভূইগড় এলাকা থেকে তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। আটক শামীম কুড়িগ্রামের উলিপুর থানার খেয়াঘাট এলাকার বাসিন্দা মোহসিন আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, পুলিশ পরিচয় দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি প্রাইভেটকার থামায় চার যুবক। পরে গাড়ির কাগজপত্র দেখে থানায় নিয়ে যাওয়ার কথা বলে যাওয়ার পথে ভূইগড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। পরে কাভার্ডভ্যান চালক ও প্রাইভেটকার চালকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে চার যুবকের তিনজন পালিয়ে যায়। এ সময় শামীম নামের ওই যুবককে মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে যুবককে আটক করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে তার সহযোগী তিনজন পুলিশ আসার আগেই পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।