গৌরীপুরে ছোট ভাইকে হত্যার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই আবুল কাসেম (৫০) কে কুপিয়ে গুরুত্বর আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শুক্রবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্বমনাটি গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। নিহত আবুল কাসেমের স্ত্রী মমতা বেগম জানান, তার ভাসুর চানফর আলীর সঙ্গে বলবিলা বিল নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তার স্বামী আবুল কাসেম ওই বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। শুক্রবার এশার নামাজের পর পরিকল্পিতভাবে চানফর আলী ও তার ছেলে-মেয়ে, স্বজনরা একসঙ্গে হামলা চালায়। পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। কুপিয়ে শরীর ক্ষতিবিক্ষত করে ফেলেছে। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরেই তার স্বামী আবুল কাসেম মারা যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, ভাইয়ে ভাইয়ে পারিবারিক বিরোধের জের ধরে পিটিয়ে আবুল কাসেমকে হত্যা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। নিহত আবুল কাসেমের বিরুদ্ধে গৌরীপুর থানায় আরও ২টি মামলা ছিল।

সোমবার, ০৬ জানুয়ারী ২০২০ , ২৩ পৌষ ১৪২৬, ৯ জমাদিউল আউয়াল ১৪৪১

গৌরীপুরে ছোট ভাইকে হত্যার অভিযোগ

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই আবুল কাসেম (৫০) কে কুপিয়ে গুরুত্বর আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শুক্রবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্বমনাটি গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। নিহত আবুল কাসেমের স্ত্রী মমতা বেগম জানান, তার ভাসুর চানফর আলীর সঙ্গে বলবিলা বিল নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তার স্বামী আবুল কাসেম ওই বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। শুক্রবার এশার নামাজের পর পরিকল্পিতভাবে চানফর আলী ও তার ছেলে-মেয়ে, স্বজনরা একসঙ্গে হামলা চালায়। পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। কুপিয়ে শরীর ক্ষতিবিক্ষত করে ফেলেছে। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরেই তার স্বামী আবুল কাসেম মারা যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, ভাইয়ে ভাইয়ে পারিবারিক বিরোধের জের ধরে পিটিয়ে আবুল কাসেমকে হত্যা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। নিহত আবুল কাসেমের বিরুদ্ধে গৌরীপুর থানায় আরও ২টি মামলা ছিল।