দেবে ভেঙে গেছে সেতু যে কোন মুহূর্তে দুর্ঘটনা!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সংযোগস্থল খেয়াঘাট এলাকায় একটি ভাঙ্গা ব্রিজের কারণে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন ওই দুই ইউনিয়নের যাতায়াতকারীরা। ভাঙ্গা ও ধেবে যাওয়া ব্রিজ দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। সেতুটির দুই পাশেই রয়েছে স্কুল কলেজ মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তাই ব্রিজটি দ্রুত পুননির্মাণের দাবি স্থানীয়দের।

ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জানা যায়, নোয়াখালী জেলা পরিষদ মাত্র ১১ বছর আগে ওই ব্রিজটি নির্মাণ করে। ব্রিজটি নির্মাণের কয়েক বছর পর থেকেই আস্তে আস্তে নিচের দিকে ধেবে যেতে থাকে। এলাকাবাসীর আবেদন নিবেদনের পরও তখন ব্রিজটি সংস্কার করা হয়নি। ফলে সম্প্রতি ব্রিজটির মাঝের অংশ ধসে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরপরও জরুরি প্রয়োজনে ব্রিজটির ওপর দিয়ে যানবাহন চলাচল করছে ঝুকি নিয়ে।এতে ব্রিজটি পার হতে দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয়দের। প্রতিদিন এই ব্রিজ দিয়ে ইজিবাইক,বেবিটেক্সি,সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাই দ্রুত ব্রিজটি পুননির্মাণের দাবি করেছে স্থানীয়রা। তবে নকশা বহির্ভূত ও নির্মাণ ত্রুটির কারণে ব্রিজটি ধসে পড়েছে বলে জানায় এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ ব্রিজটি পুননির্মাণ করে জনসাধারণের দুর্ভোগ কমানোর দাবি জানিয়ে বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, এ ব্রিজটি বলতে গেলে বাইপাস সড়ক হিসেবে অনেকে ব্যবহার করেন।পুন নির্মাণ করা হলে এখান দিয়ে বেগমগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের মানুষ সোনাইমুড়ী পর্যন্ত যেতে পারবে। তাই ব্রিজটি দ্রুত নির্মাণ করা অতীব জরুরি। আমি জনপ্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করছি। ব্রিজটি পুননির্মাণের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা বলেন, ব্রিজটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ বলে আমরা জেনেছি। জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত ব্রিজটি পুননির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

image

বেগমগঞ্জ (নোয়াখালী) : বেগমগঞ্জ ও মীরওয়ারিশপুর ইউপি সংযোগস্থলে দেবে ভেঙ্গে যাওয়া সেতু -সংবাদ

আরও খবর
বর্জ্য ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ পৌরসভা পেল ১০ কোটি
দুপচাঁচিয়ায় বেতন-ভাতার দাবিতে পৌর কর্মীদের ধর্মঘট
মির্জাপুরে পরিত্যক্ত বাঁশতৈল স্বাস্থ্য কেন্দ্র ৫ বছরেও পুনর্নির্মাণ হয়নি
নানা কারণে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর হার
বিল সেচ : ৩০ ঘের ভেঙে ভেসে গেছে মাছ, প্লাবিত অর্ধশত বাড়ি
সরিষাবাড়ীতে রাস্তার পার্শ্বে নবজাতক
‘পুঁথিগত বিদ্যায় জীবনের মোড় ঘুরবে না’
নান্দাইলে শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
বগুড়ায় অস্ত্রসহ গ্রেফতার ৪
আশুলিয়ায় স্ত্রী হত্যা স্বামী পালাতক
সরস্বতী পূজা ঘিরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা
চট্টগ্রামে দুই কারখানাকে জরিমানা

মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২০ , ২৪ পৌষ ১৪২৬, ১০ জমাদিউল আউয়াল ১৪৪১

দেবে ভেঙে গেছে সেতু যে কোন মুহূর্তে দুর্ঘটনা!

মোস্তফা মহসিন, বেগমগঞ্জ (নোয়াখালী)

image

বেগমগঞ্জ (নোয়াখালী) : বেগমগঞ্জ ও মীরওয়ারিশপুর ইউপি সংযোগস্থলে দেবে ভেঙ্গে যাওয়া সেতু -সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সংযোগস্থল খেয়াঘাট এলাকায় একটি ভাঙ্গা ব্রিজের কারণে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন ওই দুই ইউনিয়নের যাতায়াতকারীরা। ভাঙ্গা ও ধেবে যাওয়া ব্রিজ দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। সেতুটির দুই পাশেই রয়েছে স্কুল কলেজ মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তাই ব্রিজটি দ্রুত পুননির্মাণের দাবি স্থানীয়দের।

ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জানা যায়, নোয়াখালী জেলা পরিষদ মাত্র ১১ বছর আগে ওই ব্রিজটি নির্মাণ করে। ব্রিজটি নির্মাণের কয়েক বছর পর থেকেই আস্তে আস্তে নিচের দিকে ধেবে যেতে থাকে। এলাকাবাসীর আবেদন নিবেদনের পরও তখন ব্রিজটি সংস্কার করা হয়নি। ফলে সম্প্রতি ব্রিজটির মাঝের অংশ ধসে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরপরও জরুরি প্রয়োজনে ব্রিজটির ওপর দিয়ে যানবাহন চলাচল করছে ঝুকি নিয়ে।এতে ব্রিজটি পার হতে দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয়দের। প্রতিদিন এই ব্রিজ দিয়ে ইজিবাইক,বেবিটেক্সি,সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাই দ্রুত ব্রিজটি পুননির্মাণের দাবি করেছে স্থানীয়রা। তবে নকশা বহির্ভূত ও নির্মাণ ত্রুটির কারণে ব্রিজটি ধসে পড়েছে বলে জানায় এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ ব্রিজটি পুননির্মাণ করে জনসাধারণের দুর্ভোগ কমানোর দাবি জানিয়ে বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, এ ব্রিজটি বলতে গেলে বাইপাস সড়ক হিসেবে অনেকে ব্যবহার করেন।পুন নির্মাণ করা হলে এখান দিয়ে বেগমগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের মানুষ সোনাইমুড়ী পর্যন্ত যেতে পারবে। তাই ব্রিজটি দ্রুত নির্মাণ করা অতীব জরুরি। আমি জনপ্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করছি। ব্রিজটি পুননির্মাণের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা বলেন, ব্রিজটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ বলে আমরা জেনেছি। জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত ব্রিজটি পুননির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।