বগুড়ায় অস্ত্রসহ গ্রেফতার ৪

বগুড়া গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও দুইশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় ডিবি ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শহরের পুরান বগুড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র মো. আরিফ হোসেন ওরফে আরিফ (২০), বালাকৈগারি এলাকার মো. দুলাল মিয়া পুত্র মো. হারুনর রশিদ ওরফে আরিফুল (২৩), চকলোকমান কলোনী এলাকার মো. নজরুল ইসলামের পুত্র মো. ওমর ফারুক (২৯) ও মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র মো. মনিরুজ্জামান ওরফে মনজুর রহমান (৪৫)। বগুড়া ডিবির ওসি এম আসলাম জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ডিবি টিম শহরের আল আমিন সুপার মার্কেটের পাশের্^ রিপনের পান দোকানের সামনে হতে ১টি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো. ল-৪৯৭৫) এর চালক আরিফ হোসেন ওরফে আরিফ (২০) এর দেহ তল্লাশি করে ১টি সচল দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২০ , ২৪ পৌষ ১৪২৬, ১০ জমাদিউল আউয়াল ১৪৪১

বগুড়ায় অস্ত্রসহ গ্রেফতার ৪

বগুড়া গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও দুইশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় ডিবি ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শহরের পুরান বগুড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র মো. আরিফ হোসেন ওরফে আরিফ (২০), বালাকৈগারি এলাকার মো. দুলাল মিয়া পুত্র মো. হারুনর রশিদ ওরফে আরিফুল (২৩), চকলোকমান কলোনী এলাকার মো. নজরুল ইসলামের পুত্র মো. ওমর ফারুক (২৯) ও মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র মো. মনিরুজ্জামান ওরফে মনজুর রহমান (৪৫)। বগুড়া ডিবির ওসি এম আসলাম জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ডিবি টিম শহরের আল আমিন সুপার মার্কেটের পাশের্^ রিপনের পান দোকানের সামনে হতে ১টি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো. ল-৪৯৭৫) এর চালক আরিফ হোসেন ওরফে আরিফ (২০) এর দেহ তল্লাশি করে ১টি সচল দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।