ধর্ষণের প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত..

নারায়ণগঞ্জ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। গত বুধবার সকাল সাড়ে ১১টায় চাষাড়া শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা সভাপতি বণিক শুভ, সাধারণ সম্পাদক সানি, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, অর্থ সম্পাদক মুন্নি আক্তার, ছাত্র ইউনিয়নের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভা ঘোষ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, চারদিকে কেবল ধর্ষণের খবর। ধর্ষণ চলবেই আর আমরা দেখে যাব। আমরা কিছু মানুষ দাঁড়িয়ে কথা বলব আর কিছু মানুষ সে কথা শুনবো! সমাজে পরিবর্তন আনতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন, মানসিকতার পরিবর্তনের জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। যা গুটি কয়েকজনের পক্ষে সম্ভব না। প্রত্যেকটা মানুষকে সে জায়গায় আসতে হবে এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’ তারা বলেন, ‘বাংলাদেশে কোন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। যার ফলে ধর্ষকরা নারীদের ওপর নির্যাতন, নিপীড়নে উৎসাহ পায় এবং প্রতিনিয়ত ধর্ষণের মতো ঘটনা ঘটায়। নুসরাতের জন্য আমরা আন্দোলন করেছিলাম কিন্তু আজ নুসরাতের ধর্ষক জামিনে বেরিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। নারীদের প্রতি সহিংসতা নারীদেরই রোখতে হবে। তাদেরই এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’ প্রসঙ্গত, গত রোববার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

রাজশাহী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ধর্ষণ ও রাজশাহীর গোদাগাড়ীতে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন শুরু হয়। মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে দিনের পর দিন ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন ধর্ষিত হতে পারে, গোদাগাড়ীতে কাউন্সিলরের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার তীব্র নিন্দা নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিক্ষার্থীরা আরও বলেন, ধর্ষণের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। রাস্তা-ঘাটে হোক আর যেখানেই হোক সবসময় নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। কাল আমাদের সহপাঠি কিংবা আমাদেরই কারও বোন ধর্ষণের শিকার হবে না কিভাবে নিশ্চিত হওয়া যায় কিভাবে?

মানবন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান আনিস, রাজশাহী কলেজ শুভ সংঘের সভাপতি আনোয়ার হোসেন, ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাব্বির হোসেন, রোটরি ক্লাবের সভাপতি জাহিদ হাসান, প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজা আক্তার হাসি, রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী মরিয়ম নেসা লিমা। এদিকে, ঢাবি ছাত্রী ও রাজশাহীতে সংঘটিত ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নিয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসিক দত্ত। এতে কলেজ ও হোস্টেল শাখা ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

উল্লেখ্য সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের বাড়িতে নবম শ্রেণীর এক ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছেন। ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে তার মা তিন ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। রাতেই পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

ঝালকাঠি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহ-সভাপতি শ্যামল সরকার, আক্কাস সিকদার, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি কে এম সবুজ, শুভসংঘের সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক তাসিন মৃধা অনিক। কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কালের কণ্ঠ শুভসংঘ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতনবিরোধী কমিটি করারও দাবি জানানো হয় মানববন্ধনে।

শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ , ২৬ পৌষ ১৪২৬, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪১

ধর্ষণের প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ

ন্যাশনাল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত..

নারায়ণগঞ্জ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। গত বুধবার সকাল সাড়ে ১১টায় চাষাড়া শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা সভাপতি বণিক শুভ, সাধারণ সম্পাদক সানি, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, অর্থ সম্পাদক মুন্নি আক্তার, ছাত্র ইউনিয়নের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভা ঘোষ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, চারদিকে কেবল ধর্ষণের খবর। ধর্ষণ চলবেই আর আমরা দেখে যাব। আমরা কিছু মানুষ দাঁড়িয়ে কথা বলব আর কিছু মানুষ সে কথা শুনবো! সমাজে পরিবর্তন আনতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন, মানসিকতার পরিবর্তনের জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। যা গুটি কয়েকজনের পক্ষে সম্ভব না। প্রত্যেকটা মানুষকে সে জায়গায় আসতে হবে এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’ তারা বলেন, ‘বাংলাদেশে কোন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। যার ফলে ধর্ষকরা নারীদের ওপর নির্যাতন, নিপীড়নে উৎসাহ পায় এবং প্রতিনিয়ত ধর্ষণের মতো ঘটনা ঘটায়। নুসরাতের জন্য আমরা আন্দোলন করেছিলাম কিন্তু আজ নুসরাতের ধর্ষক জামিনে বেরিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। নারীদের প্রতি সহিংসতা নারীদেরই রোখতে হবে। তাদেরই এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’ প্রসঙ্গত, গত রোববার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

রাজশাহী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ধর্ষণ ও রাজশাহীর গোদাগাড়ীতে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন শুরু হয়। মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে দিনের পর দিন ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন ধর্ষিত হতে পারে, গোদাগাড়ীতে কাউন্সিলরের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার তীব্র নিন্দা নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিক্ষার্থীরা আরও বলেন, ধর্ষণের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। রাস্তা-ঘাটে হোক আর যেখানেই হোক সবসময় নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। কাল আমাদের সহপাঠি কিংবা আমাদেরই কারও বোন ধর্ষণের শিকার হবে না কিভাবে নিশ্চিত হওয়া যায় কিভাবে?

মানবন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান আনিস, রাজশাহী কলেজ শুভ সংঘের সভাপতি আনোয়ার হোসেন, ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাব্বির হোসেন, রোটরি ক্লাবের সভাপতি জাহিদ হাসান, প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজা আক্তার হাসি, রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী মরিয়ম নেসা লিমা। এদিকে, ঢাবি ছাত্রী ও রাজশাহীতে সংঘটিত ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নিয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসিক দত্ত। এতে কলেজ ও হোস্টেল শাখা ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

উল্লেখ্য সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের বাড়িতে নবম শ্রেণীর এক ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছেন। ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে তার মা তিন ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। রাতেই পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

ঝালকাঠি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহ-সভাপতি শ্যামল সরকার, আক্কাস সিকদার, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি কে এম সবুজ, শুভসংঘের সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক তাসিন মৃধা অনিক। কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কালের কণ্ঠ শুভসংঘ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতনবিরোধী কমিটি করারও দাবি জানানো হয় মানববন্ধনে।