ইউপি চেয়ারম্যানের মামলায় আরেক চেয়ারম্যান জেলে

কিশোরগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অপর চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। নিকলী-বাজিতপুর আসনের আওয়ামী লীগের এমপি আফজাল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার অভিযোগ এনে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক (৫৫), তার ছেলে এ.আর রকি (৩০) ও নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের (৫০) বিরুদ্ধে নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ গত বুধবার নিকলী থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা করেছেন। আর এ দিনই নিকলী থানার পুলিশ ঢাকার উত্তরা এলাকা থেকে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হককে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে কিশোরগঞ্জের ৪নং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিকলী থানার ওসি শামছুল আলম সিদ্দিকী এ প্রতিনিধিকে জানিয়েছেন, এই মামলার অপর দুই আসামি নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন ও গ্রেফতারকৃত চেয়ারম্যানের ছেলে এ.আর রকি পলাতক রয়েছেন। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

আরও খবর
অর্থাভাবে বন্ধ হতে পারে বিলের পানি নিষ্কাশন
নোয়াখালীতে কারেন্ট জাল ধ্বংস অর্থদণ্ড
কসবায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার ১
পাবনায় হোসিয়ারী শ্রমিককে হত্যা
মির্জাপুরে ১১ জুয়ারি গ্রেফতার
নোয়াখালীতে অস্ত্রসহ ২ জলদস্যু আটক
প্রশাসনের নির্দেশ অমান্য করে সর. জলাশয় থেকে মাছ লুট
মিছিল মিটিংয়ে সরগরম দুপচাঁচিয়ার জনপদ
শেরপুরে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার স্ত্রী আটক
কলাপাড়ায় প্রাণিসম্পদ হাসপাতালের ভ্যাকসিনে মারা গেছে খামারির ৬শ’ হাঁস
দোহার সড়কে স্কুল ছাত্র হত
মরদেহের খোঁজে পুকুরে পানি সেচ দিচ্ছে পুলিশ
লক্ষ্মীপুরে এক বছরে ৪১ ধর্ষণ!
কাজের চেয়ে প্রকল্প বাড়ানোর দিকে ঝোঁক কর্মকর্তাদের!

শনিবার, ১১ জানুয়ারী ২০২০ , ২৭ পৌষ ১৪২৬, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১

ইউপি চেয়ারম্যানের মামলায় আরেক চেয়ারম্যান জেলে

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অপর চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। নিকলী-বাজিতপুর আসনের আওয়ামী লীগের এমপি আফজাল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার অভিযোগ এনে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক (৫৫), তার ছেলে এ.আর রকি (৩০) ও নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের (৫০) বিরুদ্ধে নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ গত বুধবার নিকলী থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা করেছেন। আর এ দিনই নিকলী থানার পুলিশ ঢাকার উত্তরা এলাকা থেকে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হককে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে কিশোরগঞ্জের ৪নং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিকলী থানার ওসি শামছুল আলম সিদ্দিকী এ প্রতিনিধিকে জানিয়েছেন, এই মামলার অপর দুই আসামি নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন ও গ্রেফতারকৃত চেয়ারম্যানের ছেলে এ.আর রকি পলাতক রয়েছেন। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।