কসবায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার কাঞ্চনমুড়ি এলাকায় একটি বাথরুমের সেফটি ট্যাংকি থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম সাইদুর রহমান (১৯)। সে ওই এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও সিএনজি অটোরিক্সার চালক ছিল। গত ২৯ ডিসেম্বর রাতে বাড়ি থেকে বের হবার পর সে নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুজির পর সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়। সকালে স্থানীয়রা কাঞ্চনমুড়ি ড্রেজার মাঠের পাশে সেফটি ট্যাংকের ভেতরে মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
অর্থাভাবে বন্ধ হতে পারে বিলের পানি নিষ্কাশন
ইউপি চেয়ারম্যানের মামলায় আরেক চেয়ারম্যান জেলে
নোয়াখালীতে কারেন্ট জাল ধ্বংস অর্থদণ্ড
চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার ১
পাবনায় হোসিয়ারী শ্রমিককে হত্যা
মির্জাপুরে ১১ জুয়ারি গ্রেফতার
নোয়াখালীতে অস্ত্রসহ ২ জলদস্যু আটক
প্রশাসনের নির্দেশ অমান্য করে সর. জলাশয় থেকে মাছ লুট
মিছিল মিটিংয়ে সরগরম দুপচাঁচিয়ার জনপদ
শেরপুরে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার স্ত্রী আটক
কলাপাড়ায় প্রাণিসম্পদ হাসপাতালের ভ্যাকসিনে মারা গেছে খামারির ৬শ’ হাঁস
দোহার সড়কে স্কুল ছাত্র হত
মরদেহের খোঁজে পুকুরে পানি সেচ দিচ্ছে পুলিশ
লক্ষ্মীপুরে এক বছরে ৪১ ধর্ষণ!
কাজের চেয়ে প্রকল্প বাড়ানোর দিকে ঝোঁক কর্মকর্তাদের!

শনিবার, ১১ জানুয়ারী ২০২০ , ২৭ পৌষ ১৪২৬, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১

কসবায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার কাঞ্চনমুড়ি এলাকায় একটি বাথরুমের সেফটি ট্যাংকি থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম সাইদুর রহমান (১৯)। সে ওই এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও সিএনজি অটোরিক্সার চালক ছিল। গত ২৯ ডিসেম্বর রাতে বাড়ি থেকে বের হবার পর সে নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুজির পর সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়। সকালে স্থানীয়রা কাঞ্চনমুড়ি ড্রেজার মাঠের পাশে সেফটি ট্যাংকের ভেতরে মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।