পাবনায় হোসিয়ারী শ্রমিককে হত্যা

পাবনায় এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বিকেলে চরের মধ্যে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত শ্রমিক অনিক (১৬) পাবনা সদর উপজেলার চরশিবরামপুর গ্রামের ইছহাক আলীর ছেলে। সে শহরের ঝুটপট্টি এলাকার রেজাউলের হোসিয়ারী কারখায় শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোসিয়ারী শ্রমিক অনিক ঝুটপট্টির রেজাউলের কারখানায় কাজ করছিল। এ সময় বিকেলে কে বা কারা ফোনে ডেকে নিয়ে যায়। পরে চর শিবরামপুরের বন্যানিয়ন্ত্রনের বাঁধের বাইরে একটি পতিত জমিতে তার মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের সময় লোকজন তাকে সনাক্ত করেন বলেও জানান পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশ।

এ ঘটনার পর পরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একজন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জিজ্ঞাসাবারে জন্যে সন্দেহভাজন একজনকে আটক করে।

আরও খবর
অর্থাভাবে বন্ধ হতে পারে বিলের পানি নিষ্কাশন
ইউপি চেয়ারম্যানের মামলায় আরেক চেয়ারম্যান জেলে
নোয়াখালীতে কারেন্ট জাল ধ্বংস অর্থদণ্ড
কসবায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার ১
মির্জাপুরে ১১ জুয়ারি গ্রেফতার
নোয়াখালীতে অস্ত্রসহ ২ জলদস্যু আটক
প্রশাসনের নির্দেশ অমান্য করে সর. জলাশয় থেকে মাছ লুট
মিছিল মিটিংয়ে সরগরম দুপচাঁচিয়ার জনপদ
শেরপুরে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার স্ত্রী আটক
কলাপাড়ায় প্রাণিসম্পদ হাসপাতালের ভ্যাকসিনে মারা গেছে খামারির ৬শ’ হাঁস
দোহার সড়কে স্কুল ছাত্র হত
মরদেহের খোঁজে পুকুরে পানি সেচ দিচ্ছে পুলিশ
লক্ষ্মীপুরে এক বছরে ৪১ ধর্ষণ!
কাজের চেয়ে প্রকল্প বাড়ানোর দিকে ঝোঁক কর্মকর্তাদের!

শনিবার, ১১ জানুয়ারী ২০২০ , ২৭ পৌষ ১৪২৬, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১

পাবনায় হোসিয়ারী শ্রমিককে হত্যা

নিজস্ব বার্তা পরিবেশক,পাবনা

পাবনায় এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বিকেলে চরের মধ্যে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত শ্রমিক অনিক (১৬) পাবনা সদর উপজেলার চরশিবরামপুর গ্রামের ইছহাক আলীর ছেলে। সে শহরের ঝুটপট্টি এলাকার রেজাউলের হোসিয়ারী কারখায় শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোসিয়ারী শ্রমিক অনিক ঝুটপট্টির রেজাউলের কারখানায় কাজ করছিল। এ সময় বিকেলে কে বা কারা ফোনে ডেকে নিয়ে যায়। পরে চর শিবরামপুরের বন্যানিয়ন্ত্রনের বাঁধের বাইরে একটি পতিত জমিতে তার মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের সময় লোকজন তাকে সনাক্ত করেন বলেও জানান পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশ।

এ ঘটনার পর পরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একজন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জিজ্ঞাসাবারে জন্যে সন্দেহভাজন একজনকে আটক করে।