বেপরোয়া বাসের ধাক্কায় বাবার সামনে মেয়ের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে বেপরোয়া বাস চাপায় মারজানা (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে তেজগাঁও থানার সামনে এ ঘটনা ঘটে। এতে নিহত শিশুটির বাবা মীজানুর রহমানও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সরকারি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ওসি শামিমুর রশীদ তালুকদার বলেন,নিহত মারজানার বাবা গাজীপুর এলাকার একটি মাদ্রাসার প্রিন্সিপাল। গাজীপুরেই পরিবার নিয়ে থাকেন তিনি। গতকাল মারজানাকে নিয়ে মোটরসাইকেলে করে রাজধানীতে কোনো এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তেজগাঁও থানার সামনে এলে দেওয়ান পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মারজানাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মারজানার লাশ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। আর তার বাবা মীজানুর রহমানকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে।

শনিবার, ১১ জানুয়ারী ২০২০ , ২৭ পৌষ ১৪২৬, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১

রাজধানীতে

বেপরোয়া বাসের ধাক্কায় বাবার সামনে মেয়ের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর তেজগাঁওয়ে বেপরোয়া বাস চাপায় মারজানা (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে তেজগাঁও থানার সামনে এ ঘটনা ঘটে। এতে নিহত শিশুটির বাবা মীজানুর রহমানও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সরকারি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ওসি শামিমুর রশীদ তালুকদার বলেন,নিহত মারজানার বাবা গাজীপুর এলাকার একটি মাদ্রাসার প্রিন্সিপাল। গাজীপুরেই পরিবার নিয়ে থাকেন তিনি। গতকাল মারজানাকে নিয়ে মোটরসাইকেলে করে রাজধানীতে কোনো এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তেজগাঁও থানার সামনে এলে দেওয়ান পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মারজানাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মারজানার লাশ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। আর তার বাবা মীজানুর রহমানকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে।