মহেশপুরে ইউপি সদস্যকে হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের ইউপি সদস্য স্বপন হোসেন (৩৮) কে কুপিয়ে হত্যা করেছে হামিদসহ তার ২ পুত্র। নিহত স্বপন মান্দারবাড়ীয়া গ্রামের আরশেদ আলীর পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ২ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে হামিদ ও তার ২ পুত্র শামীম ও শাকিব ইউপি সদস্য স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মিল্টন হোসেন ও তার মা এগিয়ে এলে তাদের কে কুপিয়ে আহত করে। আহত মিল্টন ও তার মাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিল্টনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত ইউপি সদস্য স্বপন আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি মোহাম্মদ মোরশেদ হোসেন খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য স্বপনের নিজ বাড়ির সামনে হামিদ ও তার ২ পুত্র শামীম ও শাকিব এলোপাতাড়ি কুপিয়ে স্বপনকে হত্যা করে। এ সময় তার ভাই ও মা গুরুতর আহত হয়। শুক্রবার সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

রবিবার, ১২ জানুয়ারী ২০২০ , ২৮ পৌষ ১৪২৬, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪১

মহেশপুরে ইউপি সদস্যকে হত্যা

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের ইউপি সদস্য স্বপন হোসেন (৩৮) কে কুপিয়ে হত্যা করেছে হামিদসহ তার ২ পুত্র। নিহত স্বপন মান্দারবাড়ীয়া গ্রামের আরশেদ আলীর পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ২ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে হামিদ ও তার ২ পুত্র শামীম ও শাকিব ইউপি সদস্য স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মিল্টন হোসেন ও তার মা এগিয়ে এলে তাদের কে কুপিয়ে আহত করে। আহত মিল্টন ও তার মাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিল্টনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত ইউপি সদস্য স্বপন আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি মোহাম্মদ মোরশেদ হোসেন খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য স্বপনের নিজ বাড়ির সামনে হামিদ ও তার ২ পুত্র শামীম ও শাকিব এলোপাতাড়ি কুপিয়ে স্বপনকে হত্যা করে। এ সময় তার ভাই ও মা গুরুতর আহত হয়। শুক্রবার সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।