স্টিফেন হকিংয়ের ৭৮তম জন্মদিন উপলক্ষে বিজ্ঞান আলোচনা

গত ৮ জানুয়ারি ছিল বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ৭৮ তম জন্মদিন। এই উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আয়োজনে ঢাকায় আয়োজিত হল “হকিং, আইনস্টাইন ও মেরেলিন মনরো” শীর্ষক বিজ্ঞান আলোচনা। এতে আলোচক হসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান।

আলোচনায় তিনি স্টিফেন হকিংয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে অবদানের পাশাপাশি তার নিজেস্ব জীবনবোধের কথা তুলে ধরেন। তিনি হকিংয়ের স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের জীবন নিয়ে আলোচনা করেন। সেই সাথে হকিংয়ের গবেষনার পিছনে যেই অণুঘটকগুলো কাজ করেছিল সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেন।

মেরিলিন মনরোর সঙ্গে হকিংয়ের সম্পর্ক বলতে গিয়ে মুনির হাসান বলেন, “মেরিলিন মনরোর সঙ্গে হকিংয়ের সম্পর্ক যখন তার বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হয়। হকিং মেরিলিন মোনরোর শো দেখে তার বিনোদনের খোরাক যোগাতেন”। হকিংয়ের জীবনে বিনোদনের প্রধান উৎস ছিন মেরিলিন মনরোর। হকিংয়ের জীবনের নানা ঘটনা বলতে গিয়ে তিনি বলেন, হকিংকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার জীবনের লক্ষ্য কি? উত্তরে হকিং বলেছিলেন “ঈশ্বরের মন বুঝতে পারা”।

আলোচনায় বিভিন্ন পেশার ও স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় ৬০ জন শ্রোতা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারান সম্পাদক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী।

উল্লেখ্য, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি নিয়মিত ভাবে দেশি-বিদেশি বিজ্ঞানীদের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করে থাকে। সেইসঙ্গে বাংলাদেশে বিজ্ঞানকে সর্বস্তরে জনপ্রিয় করতে কাজ করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। বিজ্ঞানভিত্তিক মনন গড়ে তুলতে সারাবছরই আয়োজন করা হয় এরকম নানান আয়োজন। তারই অংশ হিসেবে আয়োজিত হল, বিজ্ঞান আলোচনা “হকিং, আইনস্টাইন ও মেরেলিনমনরো”। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ১২ জানুয়ারী ২০২০ , ২৮ পৌষ ১৪২৬, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪১

স্টিফেন হকিংয়ের ৭৮তম জন্মদিন উপলক্ষে বিজ্ঞান আলোচনা

image

গত ৮ জানুয়ারি ছিল বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ৭৮ তম জন্মদিন। এই উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আয়োজনে ঢাকায় আয়োজিত হল “হকিং, আইনস্টাইন ও মেরেলিন মনরো” শীর্ষক বিজ্ঞান আলোচনা। এতে আলোচক হসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান।

আলোচনায় তিনি স্টিফেন হকিংয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে অবদানের পাশাপাশি তার নিজেস্ব জীবনবোধের কথা তুলে ধরেন। তিনি হকিংয়ের স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের জীবন নিয়ে আলোচনা করেন। সেই সাথে হকিংয়ের গবেষনার পিছনে যেই অণুঘটকগুলো কাজ করেছিল সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেন।

মেরিলিন মনরোর সঙ্গে হকিংয়ের সম্পর্ক বলতে গিয়ে মুনির হাসান বলেন, “মেরিলিন মনরোর সঙ্গে হকিংয়ের সম্পর্ক যখন তার বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হয়। হকিং মেরিলিন মোনরোর শো দেখে তার বিনোদনের খোরাক যোগাতেন”। হকিংয়ের জীবনে বিনোদনের প্রধান উৎস ছিন মেরিলিন মনরোর। হকিংয়ের জীবনের নানা ঘটনা বলতে গিয়ে তিনি বলেন, হকিংকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার জীবনের লক্ষ্য কি? উত্তরে হকিং বলেছিলেন “ঈশ্বরের মন বুঝতে পারা”।

আলোচনায় বিভিন্ন পেশার ও স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় ৬০ জন শ্রোতা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারান সম্পাদক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী।

উল্লেখ্য, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি নিয়মিত ভাবে দেশি-বিদেশি বিজ্ঞানীদের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করে থাকে। সেইসঙ্গে বাংলাদেশে বিজ্ঞানকে সর্বস্তরে জনপ্রিয় করতে কাজ করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। বিজ্ঞানভিত্তিক মনন গড়ে তুলতে সারাবছরই আয়োজন করা হয় এরকম নানান আয়োজন। তারই অংশ হিসেবে আয়োজিত হল, বিজ্ঞান আলোচনা “হকিং, আইনস্টাইন ও মেরেলিনমনরো”। সংবাদ বিজ্ঞপ্তি।