দশমিনায় ইউএনও পদ শূন্য : ভোগান্তি

পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় অফিসিয়াল কার্যক্রমে যেমন স্থবিরতা বিরাজ করছে তেমনি ভোগান্তিতে রয়েছে উপজেলার ৭টি ইউনিয়নের জনসাধারণ।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বদলি হওয়ার ফলে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মু.রফিকুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি দশমিনায় একদিন অফিস করেন। কাগজপত্রে ইউএনওর স্বাক্ষর প্রয়োজন হলে ইউএনও অফিসের লোকজন গলাচিপা গিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে আসেন। এছাড়া বছরের শুরুতে ঠিকাদারি কাজসহ বিভিন্ন বিল উত্তোলনে অনেকেই চরম ভোগান্তিতে রয়েছে। এসব বিলে ইউএনওর স্বাক্ষর বাধ্যতামূলক। ঠিকাদারি কাজসহ বিভিন্ন প্রকল্পের বিল উত্তোলন করতে না পারলে এসব অর্থ পুনরায় ফেরত গেলে চরম ভোগান্তিতে পড়বে ঠিকাদাররা।

উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, এখন বছরের শুরু ঠিকাদারিসহ বিভিন্ন বিলের চেকে গলাচিপায় গিয়ে ইউএনওর স্বাক্ষর আনতে হচ্ছে। এতে করে কাজের সময়ও নষ্ট হচ্ছে। জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসকে বরিশালের মুলাদীতে ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। তিনিও নতুন কর্মস্থলে যোগদান করেছেন। কিন্তু দশমিনা উপজেলায় এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি।

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

দশমিনায় ইউএনও পদ শূন্য : ভোগান্তি

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় অফিসিয়াল কার্যক্রমে যেমন স্থবিরতা বিরাজ করছে তেমনি ভোগান্তিতে রয়েছে উপজেলার ৭টি ইউনিয়নের জনসাধারণ।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বদলি হওয়ার ফলে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মু.রফিকুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি দশমিনায় একদিন অফিস করেন। কাগজপত্রে ইউএনওর স্বাক্ষর প্রয়োজন হলে ইউএনও অফিসের লোকজন গলাচিপা গিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে আসেন। এছাড়া বছরের শুরুতে ঠিকাদারি কাজসহ বিভিন্ন বিল উত্তোলনে অনেকেই চরম ভোগান্তিতে রয়েছে। এসব বিলে ইউএনওর স্বাক্ষর বাধ্যতামূলক। ঠিকাদারি কাজসহ বিভিন্ন প্রকল্পের বিল উত্তোলন করতে না পারলে এসব অর্থ পুনরায় ফেরত গেলে চরম ভোগান্তিতে পড়বে ঠিকাদাররা।

উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, এখন বছরের শুরু ঠিকাদারিসহ বিভিন্ন বিলের চেকে গলাচিপায় গিয়ে ইউএনওর স্বাক্ষর আনতে হচ্ছে। এতে করে কাজের সময়ও নষ্ট হচ্ছে। জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসকে বরিশালের মুলাদীতে ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। তিনিও নতুন কর্মস্থলে যোগদান করেছেন। কিন্তু দশমিনা উপজেলায় এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি।