কলমাকান্দায় তক্ষকসহ ধৃত ৩

নেত্রকোনার কলমাকান্দায় একটি তক্ষকসহ পাচারকারী চক্রের তিনজনকে আটক করেছে- থানা পুলিশ। আটকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কলাবড়ী গ্রামের প্রেমাচাদ বারইের পুত্র পরিতোষ বারই (৪৮) ও একই গ্রামের মৃত রামলাল রায়ের পুত্র সূর্যকান্ত রায় (৬৭) এবং একই উপজেলার কনইয়ের ভিটা গ্রামের মৃত হরকান্ত বারইের পুত্র শহোদেব বারই (৩৩)। এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃতদের নামে পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি নন-এফআইআর মামলা দায়ের করেছেন। ওইদিন বিকেলে জব্দকৃত তক্ষকসহ আটকৃতদের নেত্রকোনা জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য উপজেলার সীমান্তবর্তী এলাকায় তক্ষক ও পিলার পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র জড়িত রয়েছে বলে জানা গেছে।

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

কলমাকান্দায় তক্ষকসহ ধৃত ৩

প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দায় একটি তক্ষকসহ পাচারকারী চক্রের তিনজনকে আটক করেছে- থানা পুলিশ। আটকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কলাবড়ী গ্রামের প্রেমাচাদ বারইের পুত্র পরিতোষ বারই (৪৮) ও একই গ্রামের মৃত রামলাল রায়ের পুত্র সূর্যকান্ত রায় (৬৭) এবং একই উপজেলার কনইয়ের ভিটা গ্রামের মৃত হরকান্ত বারইের পুত্র শহোদেব বারই (৩৩)। এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃতদের নামে পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি নন-এফআইআর মামলা দায়ের করেছেন। ওইদিন বিকেলে জব্দকৃত তক্ষকসহ আটকৃতদের নেত্রকোনা জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য উপজেলার সীমান্তবর্তী এলাকায় তক্ষক ও পিলার পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র জড়িত রয়েছে বলে জানা গেছে।