প্রদর্শক সমিতির আহ্বানে তিন সমিতি ঐক্যবদ্ধ

বিনোদন প্রতিবেদকবাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির আহ্বানে প্রযোজক-পরিচালকসহ তিন সমিতির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে তারা ঐক্যবদ্ধ হয়ে চলচ্চিত্রের সংকট কাটিয়ে উঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের বহুমুখী সংকটে খুড়িয়ে চলায় প্রযোজকের আস্থা এবং দর্শক ফিরিয়ে আনাই ছিল ঐক্যবদ্ধ হওয়ার মূল কারণ। এতে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘প্রদর্শক সমিতির আহ্বানে আমরা নতুন শক্তি পেয়েছি। আশা করছি আমাদের তিন সমিতির ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে মূল সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নিতে পারব।’ প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম সভাপতির সঙ্গে একমত পোষণ করে একটি কার্যকরী কমিটি গঠনের ওপর জোর দেন। এ সময় প্রযোজক সমিতির নেতারা প্রদর্শক সমিতিকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জলের সঞ্চালনায় সভায় পরিচালক সমিতির নেতৃবৃন্দের মধ্যে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান বক্তব্য দেন। প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন, রুবেল, প্রিন্সিপাল খুরশিদ আলম (মাটি) বক্তব্য দেন। মিয়া আলাউদ্দিন বলেন, ‘সব সংগঠনকে উপলব্ধি করতে হবে চলচ্চিত্র ‘আমাদের’। বিচ্ছিন্নভাবে কোন অধিকার আদায় করা যায় না। যে কারণে আমরা এলোমেলো। এ অবস্থার উত্তরণে দ্রুত একটি কমিটি গঠনের জন্য আহ্বান জানাচ্ছি।’ প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ‘সংকট উত্তরণের পথটাও আমাদের বের করতে হবে, তবে অবশ্যই সেটা ঐক্যবদ্ধ হয়ে।’ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ৯ সদস্যের একটি কমিটির কথা প্রস্তাব করলে উপস্থিত সবাই তা গ্রহণ করেন। মহাসচিব বদিউল আলম খোকন বলেন, খুব ভালো লাগছে যে সংকট উত্তরণে আমরা বসতে পেরেছি।

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

প্রদর্শক সমিতির আহ্বানে তিন সমিতি ঐক্যবদ্ধ

বিনোদন প্রতিবেদক |

image

বিনোদন প্রতিবেদকবাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির আহ্বানে প্রযোজক-পরিচালকসহ তিন সমিতির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে তারা ঐক্যবদ্ধ হয়ে চলচ্চিত্রের সংকট কাটিয়ে উঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের বহুমুখী সংকটে খুড়িয়ে চলায় প্রযোজকের আস্থা এবং দর্শক ফিরিয়ে আনাই ছিল ঐক্যবদ্ধ হওয়ার মূল কারণ। এতে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘প্রদর্শক সমিতির আহ্বানে আমরা নতুন শক্তি পেয়েছি। আশা করছি আমাদের তিন সমিতির ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে মূল সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নিতে পারব।’ প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম সভাপতির সঙ্গে একমত পোষণ করে একটি কার্যকরী কমিটি গঠনের ওপর জোর দেন। এ সময় প্রযোজক সমিতির নেতারা প্রদর্শক সমিতিকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জলের সঞ্চালনায় সভায় পরিচালক সমিতির নেতৃবৃন্দের মধ্যে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান বক্তব্য দেন। প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন, রুবেল, প্রিন্সিপাল খুরশিদ আলম (মাটি) বক্তব্য দেন। মিয়া আলাউদ্দিন বলেন, ‘সব সংগঠনকে উপলব্ধি করতে হবে চলচ্চিত্র ‘আমাদের’। বিচ্ছিন্নভাবে কোন অধিকার আদায় করা যায় না। যে কারণে আমরা এলোমেলো। এ অবস্থার উত্তরণে দ্রুত একটি কমিটি গঠনের জন্য আহ্বান জানাচ্ছি।’ প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ‘সংকট উত্তরণের পথটাও আমাদের বের করতে হবে, তবে অবশ্যই সেটা ঐক্যবদ্ধ হয়ে।’ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ৯ সদস্যের একটি কমিটির কথা প্রস্তাব করলে উপস্থিত সবাই তা গ্রহণ করেন। মহাসচিব বদিউল আলম খোকন বলেন, খুব ভালো লাগছে যে সংকট উত্তরণে আমরা বসতে পেরেছি।