ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ

‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড’ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। ঢাবির বাংলা বিভাগের উদ্যোগে গতকাল বেলা ১২টা থেকে অপরাজেয় বাংলার সামনে এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি, যা বাস্তবায়ন করেছে বাংলা বিভাগের শিক্ষার্থীরা। তারা জানান, আরও দুই-তিনদিন তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণস্বাক্ষর সংগ্রহ করবেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পরও শিক্ষার্থী ধর্ষণের ঘটনা থামেনি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। তারা বলেন, ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর না করার ফলে ধর্ষণ তো কমছেই না, বরং মারাত্মক আকারে বাড়ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। ধর্ষণের পর ধর্ষক আটক হলেও আইনের ফাঁকফোকর থাকার কারণে পরবর্তীতে জেল থেকে বেরিয়ে যাচ্ছে। যদি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতো তাহলে কেউ ধর্ষণ করার সাহস পেত না। শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে আইন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান।

এদিকে, ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই কর্মসূচি পালন করেন।

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

ঢাবিতে

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ

প্রতিনিধি, ঢাবি

‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড’ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। ঢাবির বাংলা বিভাগের উদ্যোগে গতকাল বেলা ১২টা থেকে অপরাজেয় বাংলার সামনে এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি, যা বাস্তবায়ন করেছে বাংলা বিভাগের শিক্ষার্থীরা। তারা জানান, আরও দুই-তিনদিন তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণস্বাক্ষর সংগ্রহ করবেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পরও শিক্ষার্থী ধর্ষণের ঘটনা থামেনি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। তারা বলেন, ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর না করার ফলে ধর্ষণ তো কমছেই না, বরং মারাত্মক আকারে বাড়ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। ধর্ষণের পর ধর্ষক আটক হলেও আইনের ফাঁকফোকর থাকার কারণে পরবর্তীতে জেল থেকে বেরিয়ে যাচ্ছে। যদি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতো তাহলে কেউ ধর্ষণ করার সাহস পেত না। শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে আইন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান।

এদিকে, ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই কর্মসূচি পালন করেন।