সুবর্ণচরে মামলার সাক্ষীকে রাষ্ট্রপক্ষের বৈরী ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনে সুবর্ণচরের মধ্যবাগগায় ধানের শীষে ভোট দেয়ায় গণধর্ষণ মামলায় আরও দুই সাক্ষীকে বৈরি ঘোষণা করলেন রাষ্ট্রপক্ষ। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ছালে আহমদ সোহেল খান জানান, রোববার দেশজুড়ে চাঞ্চল্যকর অন্যতম সুবর্ণচরের মধ্য চরবাগগায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার ঘটনায় ওই রাতেই আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নির্দেশে ও নেতৃত্বে একদল সন্ত্রাসী সি.এন.জি চালক সিরাজ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী, ৪ সন্তানের জননী পারুল আক্তারকে ধর্ষণ করে এবং ধর্ষণ পরবর্তীকালে হত্যার উদ্দেশে মারপিট করে মারা গেছে মনে করে বিব¯্র অবস্থায় পুকুর পাড়ে ফেলে যায়। এ মামলায় রোববার মামলার ৯নং স্বাক্ষী আবুল কালাম ও ১০ নং স্বাক্ষী সাদ্দাম হোসেনের স্বাক্ষী দেয়ার জন্য নির্ধারিত তারিখ ছিল। বেলা ১১টায় নালিশি ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) শামছুউদ্দিন খালেদের আদালতে বেলা ১১টায় স্বাক্ষ্য শুরু হলে এ দু সাক্ষী পুলিশের কাছে দেয়া ১৬১ ধারায় দেয়া জবানবন্দি থেকে সরে এসে আসামীদের শিখানো সাক্ষী দিতে শুরু করলে সরকার পক্ষ দুই স্বাক্ষীকে বৈরী ঘোষণা করেন। কোর্টের বাহিরে এসে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাক্ষী সাংবাদিকদের জানায়, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ কাঠগড়ায় থাকা আসামীরা জঘন্য তাদের বিরুদ্ধে স্বাক্ষী দিলে তাদের সমর্থকরা ঘরবাড়ি, জ্বালিয়ে এলাকা ছাড়ার হুমকি দেয়ায় তারা সঠিক স্বাক্ষী দিতে ভয় পাচ্ছে।

আরও খবর
বাসাইলের বালিয়া গ্রামে ৪৯ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি
বেকারি শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ
মাছ-পুঁজি সংকটে কমছে শুঁটকি
পাবনায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ধর্ষক গ্রেফতার
সীতাকুণ্ড সড়কে ১৭ দিনে নিহত ১৩
পটুয়াখালী শহরের জলাবদ্ধতা দূরীকরণে ৩ কিমি. নালা
প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ৬ গ্রেফতার ২
যে চা-বাগানে প্রা. স্কুল নেই, সেখানে স্কুল হবে : বনমন্ত্রী
নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার
যানজটের প্রধান কারণ রাস্তায় নির্মাণসামগ্রী
ফরিদপুরে বাস কাউন্টারের শৌচাগারে নারী নিগ্রহ শ্রমিকের দণ্ড
বগুড়ায় টায়ার গুদাম ছাই
খুলনায় সোনালী ব্যাংক কর্তার জামিন নামঞ্জুর

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ , ৩০ পৌষ ১৪২৬, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১

সুবর্ণচরে মামলার সাক্ষীকে রাষ্ট্রপক্ষের বৈরী ঘোষণা

প্রতিনিধি, নোয়াখালী

জাতীয় সংসদ নির্বাচনে সুবর্ণচরের মধ্যবাগগায় ধানের শীষে ভোট দেয়ায় গণধর্ষণ মামলায় আরও দুই সাক্ষীকে বৈরি ঘোষণা করলেন রাষ্ট্রপক্ষ। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ছালে আহমদ সোহেল খান জানান, রোববার দেশজুড়ে চাঞ্চল্যকর অন্যতম সুবর্ণচরের মধ্য চরবাগগায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার ঘটনায় ওই রাতেই আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নির্দেশে ও নেতৃত্বে একদল সন্ত্রাসী সি.এন.জি চালক সিরাজ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী, ৪ সন্তানের জননী পারুল আক্তারকে ধর্ষণ করে এবং ধর্ষণ পরবর্তীকালে হত্যার উদ্দেশে মারপিট করে মারা গেছে মনে করে বিব¯্র অবস্থায় পুকুর পাড়ে ফেলে যায়। এ মামলায় রোববার মামলার ৯নং স্বাক্ষী আবুল কালাম ও ১০ নং স্বাক্ষী সাদ্দাম হোসেনের স্বাক্ষী দেয়ার জন্য নির্ধারিত তারিখ ছিল। বেলা ১১টায় নালিশি ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) শামছুউদ্দিন খালেদের আদালতে বেলা ১১টায় স্বাক্ষ্য শুরু হলে এ দু সাক্ষী পুলিশের কাছে দেয়া ১৬১ ধারায় দেয়া জবানবন্দি থেকে সরে এসে আসামীদের শিখানো সাক্ষী দিতে শুরু করলে সরকার পক্ষ দুই স্বাক্ষীকে বৈরী ঘোষণা করেন। কোর্টের বাহিরে এসে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাক্ষী সাংবাদিকদের জানায়, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ কাঠগড়ায় থাকা আসামীরা জঘন্য তাদের বিরুদ্ধে স্বাক্ষী দিলে তাদের সমর্থকরা ঘরবাড়ি, জ্বালিয়ে এলাকা ছাড়ার হুমকি দেয়ায় তারা সঠিক স্বাক্ষী দিতে ভয় পাচ্ছে।