নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফিরোজ আলম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বাড়ির পাশে একটি বাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজ আলম ওই গ্রামের চেরাগ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফিরোজ আলম শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে রাগ হয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। তিনি আর বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে ফিরোজ আলম আত্মহত্যা করতে পারে। তার মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও খবর
বাসাইলের বালিয়া গ্রামে ৪৯ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি
সুবর্ণচরে মামলার সাক্ষীকে রাষ্ট্রপক্ষের বৈরী ঘোষণা
বেকারি শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ
মাছ-পুঁজি সংকটে কমছে শুঁটকি
পাবনায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ধর্ষক গ্রেফতার
সীতাকুণ্ড সড়কে ১৭ দিনে নিহত ১৩
পটুয়াখালী শহরের জলাবদ্ধতা দূরীকরণে ৩ কিমি. নালা
প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ৬ গ্রেফতার ২
যে চা-বাগানে প্রা. স্কুল নেই, সেখানে স্কুল হবে : বনমন্ত্রী
যানজটের প্রধান কারণ রাস্তায় নির্মাণসামগ্রী
ফরিদপুরে বাস কাউন্টারের শৌচাগারে নারী নিগ্রহ শ্রমিকের দণ্ড
বগুড়ায় টায়ার গুদাম ছাই
খুলনায় সোনালী ব্যাংক কর্তার জামিন নামঞ্জুর

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ , ৩০ পৌষ ১৪২৬, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১

নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি,ঝালকাঠি

ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফিরোজ আলম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বাড়ির পাশে একটি বাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজ আলম ওই গ্রামের চেরাগ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফিরোজ আলম শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে রাগ হয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। তিনি আর বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে ফিরোজ আলম আত্মহত্যা করতে পারে। তার মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।