ধ্রুব গুহর জন্মদিন

শুদ্ধ বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য লড়াই করে চলেছেন ধ্রুব গুহ। সংগীতের আবহে জন্ম না হলেও তরুন বয়স থেকেই বাংলা গানের একজন নিয়মিত শ্রোতা তিনি। এর সুবাদে এলাকার কোনো অনুষ্ঠান হলেই তাকে গাইতে হতো গান। গান দিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি নিজ এলাকায় জনপ্রিয় হয়ে উঠেন। তারপর পথ চলেছেন সাফল্যের পথে। সংগীতকে ভালোবেসেই প্রতিষ্ঠা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’। আজ ১৪ জানুয়ারি এই গায়কের জন্মদিন।

জন্মদিনে চেষ্টা করেন পুরো পরিবারের সঙ্গেই যেন সময়টা কেটে যায়। এর বাইরেও কলিগ, শুভাকাক্সক্ষী আর প্রাণের ডিএমএস পরিবারের সঙ্গে সময় কাটতে ভোলেন না তিনি।

ধ্রুব বলেন, ‘জন্মদিনে প্রথমেই স্মরণ করছি ঈশ্বরকে। তারপর আমার পরম শ্রদ্ধেয় বাবা-মাকে। কারণ, তাদের জন্যই এই সুন্দর পৃথিবীতে আমি আজকের ধ্রুব। তাদের প্রতি যেন আমার দায়িত্ব-কর্তব্য সব সময় পালন করতে পারি। এই আশীর্বাদই চাই সবার কাছে। অর আমি যেন এ দেশের গানপিয়াসী মানুষের জন্য আরো ভালো ভালো গান অনায়াসে করে যেতে পারি, এটাই আমার চাওয়া।

‘শুধু তোমার জন্য’, এবং ‘যে পাখি ঘর বোঝে না’ এই দুই গান দিয়েই সংগীতাঙ্গনে পরিচিতি পান সংগীতশিল্পী ধ্রুব গুহ। এর পর ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি গানে সেই ধারাবাহিক কণ্ঠে এবং দৃষ্টিনন্দন ভিডিওর মাধ্যমে শ্রোতা-দর্শকদের মনের ঘরেই বিচরণ করে চলছেন এই কণ্ঠশিল্পী। শিগগিরই আরও একটি নতুন গান যুক্ত হচ্ছে তার সংগীত ক্যারিয়ারে। গানের শিরোনাম ‘দাগা’।

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ , ৩০ পৌষ ১৪২৬, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১

ধ্রুব গুহর জন্মদিন

বিনোদন প্রতিবেদক |

image

শুদ্ধ বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য লড়াই করে চলেছেন ধ্রুব গুহ। সংগীতের আবহে জন্ম না হলেও তরুন বয়স থেকেই বাংলা গানের একজন নিয়মিত শ্রোতা তিনি। এর সুবাদে এলাকার কোনো অনুষ্ঠান হলেই তাকে গাইতে হতো গান। গান দিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি নিজ এলাকায় জনপ্রিয় হয়ে উঠেন। তারপর পথ চলেছেন সাফল্যের পথে। সংগীতকে ভালোবেসেই প্রতিষ্ঠা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’। আজ ১৪ জানুয়ারি এই গায়কের জন্মদিন।

জন্মদিনে চেষ্টা করেন পুরো পরিবারের সঙ্গেই যেন সময়টা কেটে যায়। এর বাইরেও কলিগ, শুভাকাক্সক্ষী আর প্রাণের ডিএমএস পরিবারের সঙ্গে সময় কাটতে ভোলেন না তিনি।

ধ্রুব বলেন, ‘জন্মদিনে প্রথমেই স্মরণ করছি ঈশ্বরকে। তারপর আমার পরম শ্রদ্ধেয় বাবা-মাকে। কারণ, তাদের জন্যই এই সুন্দর পৃথিবীতে আমি আজকের ধ্রুব। তাদের প্রতি যেন আমার দায়িত্ব-কর্তব্য সব সময় পালন করতে পারি। এই আশীর্বাদই চাই সবার কাছে। অর আমি যেন এ দেশের গানপিয়াসী মানুষের জন্য আরো ভালো ভালো গান অনায়াসে করে যেতে পারি, এটাই আমার চাওয়া।

‘শুধু তোমার জন্য’, এবং ‘যে পাখি ঘর বোঝে না’ এই দুই গান দিয়েই সংগীতাঙ্গনে পরিচিতি পান সংগীতশিল্পী ধ্রুব গুহ। এর পর ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি গানে সেই ধারাবাহিক কণ্ঠে এবং দৃষ্টিনন্দন ভিডিওর মাধ্যমে শ্রোতা-দর্শকদের মনের ঘরেই বিচরণ করে চলছেন এই কণ্ঠশিল্পী। শিগগিরই আরও একটি নতুন গান যুক্ত হচ্ছে তার সংগীত ক্যারিয়ারে। গানের শিরোনাম ‘দাগা’।