অস্কারের মনোনয়নে এগিয়ে ‘জোকার’

আগামী ৯ ফেব্রুয়ারি হলিউড তথা বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে অস্কারের মনোনীতদের তালিকা। এবার ‘জোকার’ ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে সবচেয়ে এগিয়ে। এছাড়া ১০টি করে মনোনয়ন পেয়েছে- ‘দ্য আইরিশম্যান’, ‘নাইনটিন সেভেনটিন’ ও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ‘জো জো র?্যাবিট’, ‘লিটল ওমেন’, ‘ম্যারিজ স্টোরি’ ও ‘প্যারাসাইট’ ৬টি করে মনোনয়ন পেয়ে লড়ছে।

৯২তম অস্কারের সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে- দ্য আইরিশম্যান, জোজো র?্যাবিট, ম্যারে?জ স্টোরি, জোকার, লিটল ওমেন, ফোর্ড ভার্সেস ফেরারি, নাইন্টিন সেভেন্টিন, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ও প্যারাসাইট। সেরা পরিচালক বিভাগে মনোনীতদের মধ্যে রয়েছেন- টড ফিলিপ্স (জোকার), কোয়ান্টিনো টারান্টিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড), মার্টিন স্করসেসি (দ্য আইরিশম্যান), স্যাম মেন্ডেস (নাইন্টিন সেভেন্টিন) ও বং জুন-হো (প্যারাসাইট)। সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন- জোয়াকিন ফিনিক্স (জোকার), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি), জোনাথন প্রাইস (দ্য টু পোপস) ও অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গোরি)। সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন- সিয়োর্স রোনান (লিটল ওমেন), শার্লিজ থেরন (বম্বশেল), রেনেই জেলওয়েগার (জুডি), সিনথিয়া আরভিও (হ্যারিয়ট) ও স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি)। সেরা সহ-অভিনেত্রীর মনোনয়নে পেয়েছেন- ক্যাথি বেটস, লরা ডার্ন, স্কারলেট ইয়োহানসান, ফ্লোরেন্স পিউ ও মার্গো রবি। সেরা সহ-অভিনেতা হিসেবে- টম হ্যাঙ্কস, অ্যান্থনি হপকিন্স, আল পাচিনো, জোয়ি পেসি, ব্র্যাড পিট মনোনীত। সেরা বিদেশি সিনেমার মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে- করপাস ক্রিস্টি (পোল্যান্ড), হানিল্যান্ড (নর্থ ম্যাসিডোনিয়া), লে মিজারেবল (ফ্রান্স), পেন অ্যান্ড গোরি (স্পেন) ও প্যারাসাইট (সাউথ কোরিয়া) সিনেমাটি।

বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ , ১ মাঘ ১৪২৬, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১

অস্কারের মনোনয়নে এগিয়ে ‘জোকার’

বিনোদন ডেস্ক

image

আগামী ৯ ফেব্রুয়ারি হলিউড তথা বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে অস্কারের মনোনীতদের তালিকা। এবার ‘জোকার’ ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে সবচেয়ে এগিয়ে। এছাড়া ১০টি করে মনোনয়ন পেয়েছে- ‘দ্য আইরিশম্যান’, ‘নাইনটিন সেভেনটিন’ ও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ‘জো জো র?্যাবিট’, ‘লিটল ওমেন’, ‘ম্যারিজ স্টোরি’ ও ‘প্যারাসাইট’ ৬টি করে মনোনয়ন পেয়ে লড়ছে।

৯২তম অস্কারের সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে- দ্য আইরিশম্যান, জোজো র?্যাবিট, ম্যারে?জ স্টোরি, জোকার, লিটল ওমেন, ফোর্ড ভার্সেস ফেরারি, নাইন্টিন সেভেন্টিন, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ও প্যারাসাইট। সেরা পরিচালক বিভাগে মনোনীতদের মধ্যে রয়েছেন- টড ফিলিপ্স (জোকার), কোয়ান্টিনো টারান্টিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড), মার্টিন স্করসেসি (দ্য আইরিশম্যান), স্যাম মেন্ডেস (নাইন্টিন সেভেন্টিন) ও বং জুন-হো (প্যারাসাইট)। সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন- জোয়াকিন ফিনিক্স (জোকার), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি), জোনাথন প্রাইস (দ্য টু পোপস) ও অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গোরি)। সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন- সিয়োর্স রোনান (লিটল ওমেন), শার্লিজ থেরন (বম্বশেল), রেনেই জেলওয়েগার (জুডি), সিনথিয়া আরভিও (হ্যারিয়ট) ও স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি)। সেরা সহ-অভিনেত্রীর মনোনয়নে পেয়েছেন- ক্যাথি বেটস, লরা ডার্ন, স্কারলেট ইয়োহানসান, ফ্লোরেন্স পিউ ও মার্গো রবি। সেরা সহ-অভিনেতা হিসেবে- টম হ্যাঙ্কস, অ্যান্থনি হপকিন্স, আল পাচিনো, জোয়ি পেসি, ব্র্যাড পিট মনোনীত। সেরা বিদেশি সিনেমার মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে- করপাস ক্রিস্টি (পোল্যান্ড), হানিল্যান্ড (নর্থ ম্যাসিডোনিয়া), লে মিজারেবল (ফ্রান্স), পেন অ্যান্ড গোরি (স্পেন) ও প্যারাসাইট (সাউথ কোরিয়া) সিনেমাটি।