কিশোরগঞ্জে চেয়ারম্যানের দু’দিনের রিমান্ড মঞ্জুর

কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি নিকলীর সিংপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হকের দু’দিনের রিমান্ড হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নিকলী থানার এসআই মিজানুর রহমান ৭ দিনের রিমান্ড চাইলে শুনানিশেষে গত বুধবার কিশোরগঞ্জের ৪নং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সেই সঙ্গে ৫ কার্যদিবসের মধ্যে আদালতে রিমান্ডের প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে বিচারক নির্দেশ দিয়েছেন। নিকলী-বাজিতপুর আসনের আওয়ামী লীগের এমপি আফজাল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে ভাবমূর্তি ক্ষুণœœ করার লক্ষ্যে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার অভিযোগ এনে চেয়ারম্যান আনোয়ারুল হক (৫৫), তার অনুসারী এ.আর রকি (৩০) ও নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের (৫০) বিরুদ্ধে নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ গত ৮ জানুয়ারি নিকলী থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা করেছিলেন। আর পরদিন ভোরে নিকলী থানার পুলিশ ঢাকার উত্তরা এলাকা থেকে চেয়ারম্যান আনোয়ারুল হককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান রোববার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে বুধবার শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে অপর দুই আসামির মধ্যে ইকবাল হোসেন হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ , ৩ মাঘ ১৪২৬, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪১

কিশোরগঞ্জে চেয়ারম্যানের দু’দিনের রিমান্ড মঞ্জুর

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি নিকলীর সিংপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হকের দু’দিনের রিমান্ড হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নিকলী থানার এসআই মিজানুর রহমান ৭ দিনের রিমান্ড চাইলে শুনানিশেষে গত বুধবার কিশোরগঞ্জের ৪নং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সেই সঙ্গে ৫ কার্যদিবসের মধ্যে আদালতে রিমান্ডের প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে বিচারক নির্দেশ দিয়েছেন। নিকলী-বাজিতপুর আসনের আওয়ামী লীগের এমপি আফজাল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে ভাবমূর্তি ক্ষুণœœ করার লক্ষ্যে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার অভিযোগ এনে চেয়ারম্যান আনোয়ারুল হক (৫৫), তার অনুসারী এ.আর রকি (৩০) ও নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের (৫০) বিরুদ্ধে নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ গত ৮ জানুয়ারি নিকলী থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা করেছিলেন। আর পরদিন ভোরে নিকলী থানার পুলিশ ঢাকার উত্তরা এলাকা থেকে চেয়ারম্যান আনোয়ারুল হককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান রোববার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে বুধবার শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে অপর দুই আসামির মধ্যে ইকবাল হোসেন হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বলে জানা গেছে।