ভারত সফররত

হাছান মাহমুদ দেখা করেছেন মোদির সঙ্গে

ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, হাছান মাহমুদ বুধবার সন্ধ্যায় মোদির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান। মোদি বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি তিনি লক্ষ্য করছেন, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।

এর আগে বুধবার দুপুরে তথ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি পরিদর্শন শেষে শুক্রবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ , ৩ মাঘ ১৪২৬, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪১

ভারত সফররত

হাছান মাহমুদ দেখা করেছেন মোদির সঙ্গে

নিজস্ব বার্তা পরিবেশক |

image

দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, হাছান মাহমুদ বুধবার সন্ধ্যায় মোদির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান। মোদি বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি তিনি লক্ষ্য করছেন, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।

এর আগে বুধবার দুপুরে তথ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি পরিদর্শন শেষে শুক্রবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।