জাদুঘরে ভারত ও শ্রীলঙ্কার শিশু চলচ্চিত্র প্রদর্শনী

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- সেøাগানকে ধারণ করে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ ৭ম দিন। ১১ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ১৮তম এ উৎসবে বিভিন্ন দেশ থেকে ৯৫জন প্রতিনিধি অংশ নিয়েছেন। বিভিন্ন মিলনায়তন ও প্রেক্ষাগৃহে ভিন্ন ভিন্ন সময়ে শুরু হয় প্রতিদিনের প্রদর্শনী। ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রর্দশিত হচ্ছে এবারের উৎসবে।

২২০টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১০৩টি এবং বাংলাদেশের চলচ্চিত্র ২৬টি। চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে-জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ, মধুমিতা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি এবং সীমান্ত স্কোয়ার হলে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়ত ছাড়া বাকি স্থানগুলোতে প্রদর্শনীর বিনিময়ে চরচ্চিত্রগুলো দেখানো হচ্ছে। তবে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্রগুলো দেখতে পারবেন।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন :

৩.৩০ বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০মিনিটে প্রদর্শিত হবে-ভারতের শিশুতোষ চলচ্চিত্র ‘পান্ডাম আমাদা’ ও ‘র‌্যাডিয়াস’,শ্রীলঙ্কার ‘গ্যাদি’।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন :

২.৩০, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে- ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও হারজেগোবেনিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্যা স্ট্যাম্প’, ইরানের ‘ বিলাভড’, জর্দান, লেবানন, কাতার ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত ‘টিনি সোলস’, বাংলাদেশের ‘আর্মেনিয়ান চার্চে একদিন’, ‘লাইফ ইন এ বেঞ্চ’, ‘তোশক’, ‘লকডআপ’, ’হিরোইনস ওয়ান নাইট’, ‘তৃষাতুর’, ও ‘ক্রসফায়ার’।

জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-বাংলাদেশের ‘গোয়েন্দাগিরি’, ‘নডরাই’ ও ‘নিগ্রহকাল’, ফিলিপাইনের ’অ্যাডওয়ার্ড’, ইটালির ‘বাংলা’।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন :

সকাল ১০.৩০ মিনিট, দুপুর ১টা, বিকেল ৩টা ও ৫টায় প্রদর্শিত হবে-তুরস্কের ‘ওমর অ্যান্ড আস’, তুরস্ক ও আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত ‘গার্ডিয়ান অব অ্যাঞ্জেলস’, লাটভিয়া, লিথিউনিয়া ও চেক প্রজাতন্ত্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বিল্লি’।

জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তন :

সকাল ১০.৩০মিনিট, দুপুর ১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৫.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরানের ‘স্ট্যাম্মার’, ‘গ্রিসের ‘দ্যা ওয়েটার’, মঙ্গোলিয়ার ‘ দ্যা গ্রেস’, ভারতের ‘শাহজাহান রিজেন্সি’।

অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন :

সকাল ৯.৩০ মিনিট, বেলা ১১টা, দুপুর ২টা ও বিকেল ৪ট প্রদর্শিত হবে-শ্রীলঙ্কার ‘সুনামি’ ও ‘গ্যাদি’, ভারতের ‘ট্রিস আন্ডার দ্যা সান’, পোল্যান্ডের ‘পাপুজ্জা’।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি :

দুপুর ২.৩০ মিনিট ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে ভারতের ‘শাহজাহান রিজেন্সি’, সকাল ১০.৫০ মিনিট ও সন্ধ্যা ৫.৩০ মিনিটে ইরানের ‘তাল্লা’, দুপুর ১২.৫০ মিনিটে রাশিয়ার ‘ডিপ রিভার্স’।

সীমান্ত স্কোয়ার :

দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে-‘ভিঞ্চি দা’। সকাল ১০.৩০মিনিট ও বিকেল ৩.৩০মিনিটে প্রদর্শিত হবে-’সেকশন ৩৭৫’। দুটি চলচ্চিত্রই ভারতের।

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ , ৩ মাঘ ১৪২৬, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪১

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

জাদুঘরে ভারত ও শ্রীলঙ্কার শিশু চলচ্চিত্র প্রদর্শনী

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- সেøাগানকে ধারণ করে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ ৭ম দিন। ১১ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ১৮তম এ উৎসবে বিভিন্ন দেশ থেকে ৯৫জন প্রতিনিধি অংশ নিয়েছেন। বিভিন্ন মিলনায়তন ও প্রেক্ষাগৃহে ভিন্ন ভিন্ন সময়ে শুরু হয় প্রতিদিনের প্রদর্শনী। ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রর্দশিত হচ্ছে এবারের উৎসবে।

২২০টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১০৩টি এবং বাংলাদেশের চলচ্চিত্র ২৬টি। চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে-জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ, মধুমিতা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি এবং সীমান্ত স্কোয়ার হলে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়ত ছাড়া বাকি স্থানগুলোতে প্রদর্শনীর বিনিময়ে চরচ্চিত্রগুলো দেখানো হচ্ছে। তবে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্রগুলো দেখতে পারবেন।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন :

৩.৩০ বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০মিনিটে প্রদর্শিত হবে-ভারতের শিশুতোষ চলচ্চিত্র ‘পান্ডাম আমাদা’ ও ‘র‌্যাডিয়াস’,শ্রীলঙ্কার ‘গ্যাদি’।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন :

২.৩০, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে- ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও হারজেগোবেনিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্যা স্ট্যাম্প’, ইরানের ‘ বিলাভড’, জর্দান, লেবানন, কাতার ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত ‘টিনি সোলস’, বাংলাদেশের ‘আর্মেনিয়ান চার্চে একদিন’, ‘লাইফ ইন এ বেঞ্চ’, ‘তোশক’, ‘লকডআপ’, ’হিরোইনস ওয়ান নাইট’, ‘তৃষাতুর’, ও ‘ক্রসফায়ার’।

জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-বাংলাদেশের ‘গোয়েন্দাগিরি’, ‘নডরাই’ ও ‘নিগ্রহকাল’, ফিলিপাইনের ’অ্যাডওয়ার্ড’, ইটালির ‘বাংলা’।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন :

সকাল ১০.৩০ মিনিট, দুপুর ১টা, বিকেল ৩টা ও ৫টায় প্রদর্শিত হবে-তুরস্কের ‘ওমর অ্যান্ড আস’, তুরস্ক ও আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত ‘গার্ডিয়ান অব অ্যাঞ্জেলস’, লাটভিয়া, লিথিউনিয়া ও চেক প্রজাতন্ত্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বিল্লি’।

জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তন :

সকাল ১০.৩০মিনিট, দুপুর ১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৫.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরানের ‘স্ট্যাম্মার’, ‘গ্রিসের ‘দ্যা ওয়েটার’, মঙ্গোলিয়ার ‘ দ্যা গ্রেস’, ভারতের ‘শাহজাহান রিজেন্সি’।

অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন :

সকাল ৯.৩০ মিনিট, বেলা ১১টা, দুপুর ২টা ও বিকেল ৪ট প্রদর্শিত হবে-শ্রীলঙ্কার ‘সুনামি’ ও ‘গ্যাদি’, ভারতের ‘ট্রিস আন্ডার দ্যা সান’, পোল্যান্ডের ‘পাপুজ্জা’।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি :

দুপুর ২.৩০ মিনিট ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে ভারতের ‘শাহজাহান রিজেন্সি’, সকাল ১০.৫০ মিনিট ও সন্ধ্যা ৫.৩০ মিনিটে ইরানের ‘তাল্লা’, দুপুর ১২.৫০ মিনিটে রাশিয়ার ‘ডিপ রিভার্স’।

সীমান্ত স্কোয়ার :

দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে-‘ভিঞ্চি দা’। সকাল ১০.৩০মিনিট ও বিকেল ৩.৩০মিনিটে প্রদর্শিত হবে-’সেকশন ৩৭৫’। দুটি চলচ্চিত্রই ভারতের।