বিশ্ব ইজতেমা : দ্বিতীয় পর্ব

বৃহত্তর জুমার নামাজ আদায়

কাল আখেরি মোনাজাত ৩ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে গতকাল টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকেই আশপাশের জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লি ট্রেন, বাস, ট্রাকে করে ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেন। টঙ্গী, গাজীপুর ও তার আশপাশের জেলার মুসল্লিরা জুম্মার নামাজে শরিক হন। জুমার নামাজে ইমামতি করেন বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা মোশারফ। গতকাল বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বে শুক্রবার বয়ানে বিশিষ্ট আলেমরা বলেন, পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য আমাদের প্রত্যককে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে কঠিন মেহনত করতে হবে। ঈমান আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না।

ইজতেমার বয়ান :

ইজতেমা আয়োজক তাবলীগ জামাতের স্থানীয় সূত্র জানায়, তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দেশ-বিদেশের বিভিন্ন বুজুর্গ আলেমরা ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন। মূল বয়ান উর্দুতে হলেও বিশ্ব ইজতেমায় অংশ নেয়া বিভিন্ন ভায়াভাষি মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। মৃত্যুর পর জিজ্ঞাসা করা হবে যৌবন তুমি কি কাজে কাটিয়েছ? সঠিক উত্তর না দিতে পারলে নিশ্চই আমরা জাহান্নামী হব। যৌবনকে আলাহর দ্বীনি কাজে লাগাতে হবে। কারণ যৌবন হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। জীবনে এত সম্পদ কামাই করে কি কাজে ব্যয় করেছ? মৃত্যুর পর জিজ্ঞাসা করবে তার সৎ উত্তর দিতে না পারলেও আমরা জাহান্নামি হব। পাহাড় সমান অর্থ সম্পদ কামাই করে তা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। বর্তমানে মানুষ পাহাড়সম অর্থ-সম্পদ কামাই করে ভোগবিলাশ করছে। আল্লাহর রাস্তায় খরচ করা ভুলে গিয়েছে। জিন্দেগিতে কামাই করা পাহাড়সম অর্থ সম্পদ কোন নর-নারীর মৃত্যুর পর ফায়দায় আসবে না।

জুম্মার নামাজ আদায় :

বিশ্ব ইজতেমা ময়দানে জুম্মার নামাজে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

বিশ্ব ইজতেমায় তিন মসুল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার রাতে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম কাজী আলাউদ্দিন (৬৬)। তিনি সুনামগঞ্জের লক্ষ্মীপুর চাঁনপুর এলাকার হযরত আলীর ছেলে। অপরদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসার পথে পৃথক দুটি দুর্ঘটনায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নরসিংদী জেলার বেলাব থানার সুরুজ মিয়া (৬০) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকার গোলজার (৪০)।

ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বিরা জানায়, তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দেশ-বিদেশের বিভিন্ন বুজুর্গ আলেমরা ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। মূল বয়ান উর্দুতে হলেও বিশ্ব ইজতেমায় অংশ নেয়া বিভিন্ন ভায়াভাষি মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলা, ইংরেজি, আরবিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। বরাবরের মতো ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুম্মার নামাজ। জুম্মার নামেজে অংশ নিতে ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও অনেক মুসল্লি ইজতেমা মাঠে জুম্মার নামাজ আদায় করতে এসেছেন।

নিরাপত্তা বব্যস্থা :

গতকাল ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে মুসল্লিদের নিরাপত্তাদানে র‌্যাব, পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা দিতে সতর্ক দেখা গেছে। গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলা হয়েছে। গতকাল থেকেই পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা মুসল্লিদের নিরাপত্তাদানে নিয়োজিত থাকবে। এছাড়াও ওয়াচ টাওয়ারের মাধ্যমে র‌্যাবের সদস্যরা পুরো ময়দানে মুসল্লিদের নিরাপত্তা কার্যে নজরদারী করছে। এদিকে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত সংখ্যক সদস্য ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে বলে তিনি জানান।

ইজতেমা ময়দানে ফ্রি চিকিৎসা সেবা :

এদিকে ময়দানে সরকারি-বেসরকারি ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজার হাজার মুসল্লিকে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা নিতে দেখা গেছে। এর মধ্যে গাজীপুর সির্ভিল সার্জনের তত্ত্বাবধানে মেডিকেল সেন্টার, বাংলাদেশ হোমিওপ্যাথিক অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোড, টঙ্গী প্রেসক্লাবের মিডিয়া সেন্টার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন, র‌্যাব ফ্রি চিকিৎসা কেন্দ্র, গাজীপুর সিটি করপোরেশন ফ্রি মেডিকেল সেন্টার, হামমর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল, ইসলামী মিশন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলসহ বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পে মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এসব মেডিকেল ক্যাম্পে বয়স্ক মসল্লিদের লাইনে দাঁড়িয়ে চিকিৎসাপত্র নিয়ে ফ্রি ওষুধ নিতে দেখা গেছে।

image
আরও খবর
কমছে পিয়াজের দাম
বঙ্গবন্ধুর জীবনাদর্শে শিশুদের উজ্জীবিত করতে হবে স্পিকার
বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ ভারতীয় সহকারী হাইকমিশনার
নির্বাচন-পূজা বিষয়টি ইসির অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী
মুজিববর্ষ উদযাপনে পৃথিবীর মানুষ জানতে পেরেছে পররাষ্ট্রমন্ত্রী
স্মৃতির আয়নায় বিউটি বোর্ডিং
সাহিত্য ও সংস্কৃতির দুই বাংলার ১৬ গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হবে
নাটক নৃত্য ও ঐতিহ্যবাহী পালাগান আজ
বগুড়ায় জমজমাট পিঠা উৎসব
এশিয়ান টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
তারিখ পরিবর্তন না করলে ভোট বর্জন করবে হিন্দু মহাজোট
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
চিকিৎসা সেবার নামে চলছে চরম অনিয়ম
গণমাধ্যমে লিখেছিল ভেবেছি অতিরঞ্জিত নিহতের স্বামী
কক্সবাজার শহরের সড়কে পচা দুর্গন্ধ পানি

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

বিশ্ব ইজতেমা : দ্বিতীয় পর্ব

বৃহত্তর জুমার নামাজ আদায়

কাল আখেরি মোনাজাত ৩ মুসল্লির মৃত্যু

ওয়াজ উদ্দিন, টঙ্গী (গাজীপুর)

image

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে গতকাল টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকেই আশপাশের জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লি ট্রেন, বাস, ট্রাকে করে ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেন। টঙ্গী, গাজীপুর ও তার আশপাশের জেলার মুসল্লিরা জুম্মার নামাজে শরিক হন। জুমার নামাজে ইমামতি করেন বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা মোশারফ। গতকাল বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বে শুক্রবার বয়ানে বিশিষ্ট আলেমরা বলেন, পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য আমাদের প্রত্যককে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে কঠিন মেহনত করতে হবে। ঈমান আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না।

ইজতেমার বয়ান :

ইজতেমা আয়োজক তাবলীগ জামাতের স্থানীয় সূত্র জানায়, তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দেশ-বিদেশের বিভিন্ন বুজুর্গ আলেমরা ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন। মূল বয়ান উর্দুতে হলেও বিশ্ব ইজতেমায় অংশ নেয়া বিভিন্ন ভায়াভাষি মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। মৃত্যুর পর জিজ্ঞাসা করা হবে যৌবন তুমি কি কাজে কাটিয়েছ? সঠিক উত্তর না দিতে পারলে নিশ্চই আমরা জাহান্নামী হব। যৌবনকে আলাহর দ্বীনি কাজে লাগাতে হবে। কারণ যৌবন হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। জীবনে এত সম্পদ কামাই করে কি কাজে ব্যয় করেছ? মৃত্যুর পর জিজ্ঞাসা করবে তার সৎ উত্তর দিতে না পারলেও আমরা জাহান্নামি হব। পাহাড় সমান অর্থ সম্পদ কামাই করে তা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। বর্তমানে মানুষ পাহাড়সম অর্থ-সম্পদ কামাই করে ভোগবিলাশ করছে। আল্লাহর রাস্তায় খরচ করা ভুলে গিয়েছে। জিন্দেগিতে কামাই করা পাহাড়সম অর্থ সম্পদ কোন নর-নারীর মৃত্যুর পর ফায়দায় আসবে না।

জুম্মার নামাজ আদায় :

বিশ্ব ইজতেমা ময়দানে জুম্মার নামাজে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

বিশ্ব ইজতেমায় তিন মসুল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার রাতে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম কাজী আলাউদ্দিন (৬৬)। তিনি সুনামগঞ্জের লক্ষ্মীপুর চাঁনপুর এলাকার হযরত আলীর ছেলে। অপরদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসার পথে পৃথক দুটি দুর্ঘটনায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নরসিংদী জেলার বেলাব থানার সুরুজ মিয়া (৬০) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকার গোলজার (৪০)।

ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বিরা জানায়, তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দেশ-বিদেশের বিভিন্ন বুজুর্গ আলেমরা ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। মূল বয়ান উর্দুতে হলেও বিশ্ব ইজতেমায় অংশ নেয়া বিভিন্ন ভায়াভাষি মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলা, ইংরেজি, আরবিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। বরাবরের মতো ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুম্মার নামাজ। জুম্মার নামেজে অংশ নিতে ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও অনেক মুসল্লি ইজতেমা মাঠে জুম্মার নামাজ আদায় করতে এসেছেন।

নিরাপত্তা বব্যস্থা :

গতকাল ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে মুসল্লিদের নিরাপত্তাদানে র‌্যাব, পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা দিতে সতর্ক দেখা গেছে। গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলা হয়েছে। গতকাল থেকেই পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা মুসল্লিদের নিরাপত্তাদানে নিয়োজিত থাকবে। এছাড়াও ওয়াচ টাওয়ারের মাধ্যমে র‌্যাবের সদস্যরা পুরো ময়দানে মুসল্লিদের নিরাপত্তা কার্যে নজরদারী করছে। এদিকে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত সংখ্যক সদস্য ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে বলে তিনি জানান।

ইজতেমা ময়দানে ফ্রি চিকিৎসা সেবা :

এদিকে ময়দানে সরকারি-বেসরকারি ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজার হাজার মুসল্লিকে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা নিতে দেখা গেছে। এর মধ্যে গাজীপুর সির্ভিল সার্জনের তত্ত্বাবধানে মেডিকেল সেন্টার, বাংলাদেশ হোমিওপ্যাথিক অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোড, টঙ্গী প্রেসক্লাবের মিডিয়া সেন্টার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন, র‌্যাব ফ্রি চিকিৎসা কেন্দ্র, গাজীপুর সিটি করপোরেশন ফ্রি মেডিকেল সেন্টার, হামমর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল, ইসলামী মিশন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলসহ বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পে মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এসব মেডিকেল ক্যাম্পে বয়স্ক মসল্লিদের লাইনে দাঁড়িয়ে চিকিৎসাপত্র নিয়ে ফ্রি ওষুধ নিতে দেখা গেছে।