বঙ্গবন্ধুর জীবনাদর্শে শিশুদের উজ্জীবিত করতে হবে স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মুজিব শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে শিশুদের জানাতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘লিপিকা আর্ট একাডেমি’-র উদ্যোগে আয়োজিত ‘বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ২০২০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। স্পিকার প্রদর্শনীর শুভ উদ্বোধন ও বিজয়ী শিশু শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বঙ্গবন্ধুর জীবনাদর্শে শিশুদের উজ্জীবিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

যুগোপযোগী ও মনোমুগ্ধকর এমন একটি চিত্রকর্ম প্রদর্শনী আয়োজনের জন্য লিপিকা আর্ট একাডেমিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এমন সৃজনশীল উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন সবাইকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। উল্লেখ্য, প্রদর্শনীতে ৮৩জন শিশু-কিশোর শিল্পীদের অঙ্কিত ১২৫টি চিত্রকর্ম ৭ দিনব্যাপী প্রদর্শিত হচ্ছে।

লিপিকা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক নুসরাত জাহান লিপিকার সভাপতিত্বে অনুষ্ঠানে নাট্য অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী শম্পা রেজা ও চারুকলা অনুষদের অনারারী বিভাগ (প্রিন্ট মেকিং)-এর অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি হাবিবর রহমান, লিপিকা আর্ট একাডেমির শিক্ষার্থী, সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও খবর
বৃহত্তর জুমার নামাজ আদায়
কমছে পিয়াজের দাম
বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ ভারতীয় সহকারী হাইকমিশনার
নির্বাচন-পূজা বিষয়টি ইসির অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী
মুজিববর্ষ উদযাপনে পৃথিবীর মানুষ জানতে পেরেছে পররাষ্ট্রমন্ত্রী
স্মৃতির আয়নায় বিউটি বোর্ডিং
সাহিত্য ও সংস্কৃতির দুই বাংলার ১৬ গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হবে
নাটক নৃত্য ও ঐতিহ্যবাহী পালাগান আজ
বগুড়ায় জমজমাট পিঠা উৎসব
এশিয়ান টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
তারিখ পরিবর্তন না করলে ভোট বর্জন করবে হিন্দু মহাজোট
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
চিকিৎসা সেবার নামে চলছে চরম অনিয়ম
গণমাধ্যমে লিখেছিল ভেবেছি অতিরঞ্জিত নিহতের স্বামী
কক্সবাজার শহরের সড়কে পচা দুর্গন্ধ পানি

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

বঙ্গবন্ধুর জীবনাদর্শে শিশুদের উজ্জীবিত করতে হবে স্পিকার

নিজস্ব বার্তা পরিবেশক |

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মুজিব শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে শিশুদের জানাতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘লিপিকা আর্ট একাডেমি’-র উদ্যোগে আয়োজিত ‘বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ২০২০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। স্পিকার প্রদর্শনীর শুভ উদ্বোধন ও বিজয়ী শিশু শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বঙ্গবন্ধুর জীবনাদর্শে শিশুদের উজ্জীবিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

যুগোপযোগী ও মনোমুগ্ধকর এমন একটি চিত্রকর্ম প্রদর্শনী আয়োজনের জন্য লিপিকা আর্ট একাডেমিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এমন সৃজনশীল উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন সবাইকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। উল্লেখ্য, প্রদর্শনীতে ৮৩জন শিশু-কিশোর শিল্পীদের অঙ্কিত ১২৫টি চিত্রকর্ম ৭ দিনব্যাপী প্রদর্শিত হচ্ছে।

লিপিকা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক নুসরাত জাহান লিপিকার সভাপতিত্বে অনুষ্ঠানে নাট্য অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী শম্পা রেজা ও চারুকলা অনুষদের অনারারী বিভাগ (প্রিন্ট মেকিং)-এর অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি হাবিবর রহমান, লিপিকা আর্ট একাডেমির শিক্ষার্থী, সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।