অতিরিক্ত ওজনবাহী ট্রাকে ডুবে গেছে ফেরির পন্টুন

গতকাল সকাল ৮ টায় বরিশাল-মীরগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরিঘাটের মুলাদী প্রান্তে পন্টুন ও গ্যাংওয়ে ডুবে গেছে। বিদ্যুতের অতিরিক্ত খুঁটি বোঝাই করা একটি ট্রাক নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটির পেছনের অংশ পন্টুন ও গ্যাংওয়েসহ ডুবে গেলেও এর চালক ও হেল্পার অক্ষত রয়েছেন। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের ফেরি বিভাগের দয়িত্বশীল কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি উত্তোলন করে ওই ফেরিঘাট সচল করার চেষ্টা চলছে।

গতকাল সকালে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকটি আড়িয়াল খাঁ নদ পাড়ি দিতে ফেরিতে বাবুগঞ্জ প্রান্ত থেকে মুলাদী প্রান্তে যায়। ফেরি থেকে ওপরে ওঠার সময় ট্রাকের ওজনে পন্টুনটি ডুবে যায়। এতে ট্রাকটি অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। ১৬টি খুঁটি পরিবহনে সক্ষম ওই ট্রাকে ছিল ৪২টি খুঁটি। এ দুর্ঘটনার পর থেকে বরিশাল-মীরগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফেরির সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, খুঁটি বোঝাই ট্রাকটি ফেরী থেকে ওঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে এসে পন্টুনে আটকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে ভেতরে পানি ঢুকে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশসহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেল্পার নিরাপদে বের হয়ে পালিয়ে গেছে। ফেরি থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিন বন্ধ না হলে এ দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন রফিকুল ইসলাম।

বরিশাল সওজের ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, ট্রাকটি অতিরিক্ত মাল বোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুতের খুঁটি অপসারন করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধার করা হবে। দ্রুত সময়ের মধ্যে সরাসরি যানবাহন চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে নির্মাণসহ অপর একটি পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে।

image

বরিশাল : মীরগঞ্জ ফেরিঘাটে এভাবেই ফেরির গ্যাংওয়েসহ ডুবে আছে একটি ট্রাক -সংবাদ

আরও খবর
সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে
নারী শিক্ষার প্রসারে বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু হ্রাস পাবে
আজ আখেরি মোনাজাত
ধনীদের অন্যায্য কর ছাড়
যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম পররাষ্ট্রমন্ত্রী
বগুড়া-১ আসনের এমপি আবদুল মান্নান আর নেই
প্রতারণার ফাঁদ দেখছে ঐক্যফ্রন্ট
রওশনের ওপর ক্ষুব্ধ রংপুরের জাপা নেতাকর্মীরা
‘শ্রাবণ ট্র্যাজেডি’র মঞ্চায়ন আজ
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ
বলিউড অভিনেত্রী শাবানা আজমি সড়ক দুর্ঘটনায় আহত
শিল্পকলায় জমজমাট বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব
গ্রেফতার হয়নি অধিকাংশ আসামি
আমতলীতে সন্তানকে পানিতে ফেলে হত্যা করে বাবার দায় স্বীকার

রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ , ৫ মাঘ ১৪২৬, ২১ জমাদিউল আউয়াল ১৪৪১

অতিরিক্ত ওজনবাহী ট্রাকে ডুবে গেছে ফেরির পন্টুন

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

image

বরিশাল : মীরগঞ্জ ফেরিঘাটে এভাবেই ফেরির গ্যাংওয়েসহ ডুবে আছে একটি ট্রাক -সংবাদ

গতকাল সকাল ৮ টায় বরিশাল-মীরগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরিঘাটের মুলাদী প্রান্তে পন্টুন ও গ্যাংওয়ে ডুবে গেছে। বিদ্যুতের অতিরিক্ত খুঁটি বোঝাই করা একটি ট্রাক নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটির পেছনের অংশ পন্টুন ও গ্যাংওয়েসহ ডুবে গেলেও এর চালক ও হেল্পার অক্ষত রয়েছেন। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের ফেরি বিভাগের দয়িত্বশীল কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি উত্তোলন করে ওই ফেরিঘাট সচল করার চেষ্টা চলছে।

গতকাল সকালে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকটি আড়িয়াল খাঁ নদ পাড়ি দিতে ফেরিতে বাবুগঞ্জ প্রান্ত থেকে মুলাদী প্রান্তে যায়। ফেরি থেকে ওপরে ওঠার সময় ট্রাকের ওজনে পন্টুনটি ডুবে যায়। এতে ট্রাকটি অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। ১৬টি খুঁটি পরিবহনে সক্ষম ওই ট্রাকে ছিল ৪২টি খুঁটি। এ দুর্ঘটনার পর থেকে বরিশাল-মীরগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফেরির সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, খুঁটি বোঝাই ট্রাকটি ফেরী থেকে ওঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে এসে পন্টুনে আটকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে ভেতরে পানি ঢুকে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশসহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেল্পার নিরাপদে বের হয়ে পালিয়ে গেছে। ফেরি থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিন বন্ধ না হলে এ দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন রফিকুল ইসলাম।

বরিশাল সওজের ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, ট্রাকটি অতিরিক্ত মাল বোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুতের খুঁটি অপসারন করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধার করা হবে। দ্রুত সময়ের মধ্যে সরাসরি যানবাহন চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে নির্মাণসহ অপর একটি পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে।