গণমাধ্যমে বঙ্গবন্ধু

রংপুর জেলা আওয়ামী লীগ সম্মেলনের ব্যাপক প্রস্তুতি

রংপুর, ৪ মার্চ : বর্তমান মাসের শেষ সপ্তাহে রংপুর জেলা আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠানের জন্য সমগ্র জেলাব্যাপী ব্যাপক আয়োজন আরম্ভ হইয়াছে। এই উপলক্ষে প্রস্তুতি গ্রহণের জন্য অভ্যর্থনা কমিটির সম্পাদক জনাব মতিউর রহমান রংপুর টাউন হলে আগামী ৯ই মার্চ জেলার সমস্ত কমিটির একটি বৈঠক আহ্বান করিয়াছেন।

জেলা আওয়ামী লীগ সম্মেলনে জনাব শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জনাব খয়রাত হোসেন প্রমুখ উপস্থিত থাকবেন।

দৈনিক সংবাদ : ৬ মার্চ ১৯৫৭

পূর্ব পাকিস্তান ব্যবস্থা পরিষদে বৃহস্পতিবারে সর্বমোট ১৯টি সরকারি বিল পাস

শাসন বিভাগ হইতে বিচার বিভাগকে পৃথককরণ

ডিভিশন চাহিয়া বিপুল ভোটাধিক্যে বিরোধী দল পরাজিত

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি গৃহীত

পূর্ব পাকিস্তান ব্যবস্থা পরিষদে গতকল্য (বৃহস্পতিবার) পাঁচ ঘণ্টা সময়ের মধ্যে উনিশটি বিল গৃহীত হইয়াছে। পূর্ব পাকিস্তান ক্ষুদ্রায়তন ও কুটির শিল্প বিলের তফসিলের ওপর ডিভিশন দাবি করিয়া বিরোধী দল চরমভাবে পরাজিত হইয়াছেন। বর্তমান অধিবেশনের এই প্রথম ডিভিশনে সরকার পক্ষ ১৪১ এবং বিরোধী দল ৮৩ ভোট পাইয়াছেন।

গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে স্বায়ত্তশাসন সংক্রান্ত পাঁচটি বিল ফৌজদারী কার্যবিধি (পূর্ব পাক সংশোধনী) এবং ক্ষুদ্রায়তন ও কুটির শিল্প বিল অন্যতম। শেষোক্ত বিলটির উপর সর্বাধিক সময় আলোচনা হয়।

স্বায়ত্তশাসন সংক্রান্ত পাঁচটি বিল অনুযায়ী জেলাবোর্ড, মিউনিসিপ্যালিটি ও ইউনিয়ন বোর্ডের নির্বাচন প্রাপ্তবয়স্কদের ভোটে অনুষ্ঠিত হইবে। কোন প্রকার মাননোন্নয়ন প্রথা থাকিবে না। প্রেসিডেন্টদের সরাসরি নির্বাচিত হইতে হইবে।

ফৌজদারী কার্যবিধি (সংশোধনী) বিলের ফলে বিচার বিভাগ শাসন বিভাগ হইতে বিচ্ছিন্ন হইয়াছে। একটি সংশোধনীর ফলে পশু হত্যা নিবারণী বিল অনুযায়ী সাত বৎসর বয়সের কম হইলে কোন গবাদিপশু হত্যা করা চলিবে না। মূল বিলে বয়ঃসীমা দশ করা হইয়াছিল।

গতকল্য বিরোধীদলীয় অধিকাংশ সদস্য রাত্রি সাড়ে ৯টার পর বিলের আলোচনায় অংশগ্রহণ করিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। অধিবেশনের শেষের দিকে মাত্র তিন-চারজন বিরোধী সদস্য আসনে বসিয়া ছিলেন। বাকি সমস্ত সদস্য পরিষদ কক্ষ ত্যাগ করিয়া চলিয়া যান। তাহাদের মাত্র রাত্রি সাড়ে ৯টার পর অধিবেশন করার দাবিকে অনেকে ‘কর্তব্যের প্রতি উদাসিন্য’ বলিয়া অভিহিত করেন।

অপরাহ্ণে সাড়ে পাঁচ ঘটিকায় স্পিকার জনাব আবদুল হাকিমের সভাপতিত্বে অধিবেশন বসে।

জনাব স্পিকার কতিপয় বিরোধীদলীয় সদস্যদের দাবি ও অনুরোধে বেসরকারি কার্যের জন্য বর্তমান অধিবেশনে একটি দিন ধার্য করার আশ্বাস দান করেন।

পরিষদের কার্যের মধ্যে উপবিষ্ট অবস্থায় অবস্থানের বিরুদ্ধে যুক্তফ্রন্টের জনাব আবদুল হামিদ প্রথমে আপত্তি উত্থাপন করেন। আরো কয়েকজন সদস্যের সঙ্গে পরিষদের নেতা জনাব আতাউর রহমান খানও সমর্থন করেন। কিন্তু স্পিকার উহা নিয়মমাফিক নয় বলিয়া অগ্রাহ্য বলিয়া ঘোষণা করেন।

ক্ষুদ্রায়তন ও কুটির শিল্প বিল নিয়ে অধিবেশনে সর্বাধিক আলোচনা হয়। উক্ত সংশোধনীতে কর্পোরেশনের শেয়ার ইউনিট একশত টাকার স্থলে দশ টাকা এবং শেয়ার ক্রেতাদের অবাধে শেয়ার ক্রয়ের সুবিধা না দিয়া উহার সীমা নির্দিষ্ট করিয়া দেওয়ার দাবি করা হইয়াছিল। উক্ত বিল অনুযায়ী সরকার প্রদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রসার ও উন্নয়নের উদ্দেশ্যে একটি কপোরেশন গঠন করিবেন। এই কর্পোরেশন কুটির শিল্পীদের সাহায্য করিবে।

বিলটির তফসিল পাস করার সময় বিরোধী দল হইতে ডিভিশন দাবি করা হয়। এই ডিভিশনে ৫৯ ভোটের ব্যবধানে বিরোধী দল চরমভাবে পরাজিত হয়। বিল পাশের পর শ্রী পি সি লাহিড়ী বিলটির জন্য সরকারকে অভিনন্দন জানান। কিন্তু অনুরোধ করেন যে ভবিষ্যতে সরকার যেন গরিব জনসাধারণের সুবিধার জন্য অন্ততপক্ষে অধিকাংশ শেয়ার দশ টাকা মূল্যেও করার চেষ্টা করেন।

শিল্প মন্ত্রী শেখ মুজিবর রহমান বলেন, সরকার প্রয়োজন মনে করিলে বিলটি ভবিষ্যতে জনস্বার্থের জন্য নতুন করিয়া ঢালাই করিবেন। কারণ এই বিল জনকল্যাণের জন্যই প্রণিত।

দৈনিক সংবাদ : ১৫ মার্চ ১৯৫৭

শেখ মুজিবের মন্ত্রীর পদ

চীন সফরের পর ত্যাগ করার পক্ষে কাউন্সিলের রায়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাদেশিক মন্ত্রী শেখ মুজিবুর রহমানকে কাউন্সিল আগামী চীন দেশ সফর সমাপ্ত হওয়া পর্যন্ত উভয় পদেই কার্য চালাইয়া যাইতে বলিয়াছে।

তবে তাহার মন্ত্রিত্বের পদত্যাগপত্র গ্রহণ করার কথা সিদ্ধান্ত হইয়াছে। চীন দেশ হইতে দেশে ফিরিবার পরই তিনি প্রাদেশিক মন্ত্রিত্ব ত্যাগ করবেন বলিয়া স্থির হইয়াছে। তিনি ১৯ জুন পার্লামেন্টারি ডেলিগেশনের নেতা হিসাবে চীন সফরে যাইতেছেন।

দৈনিক সংবাদ : ১৬ জুন ১৯৫৭

রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ , ৫ মাঘ ১৪২৬, ২১ জমাদিউল আউয়াল ১৪৪১

গণমাধ্যমে বঙ্গবন্ধু

রংপুর জেলা আওয়ামী লীগ সম্মেলনের ব্যাপক প্রস্তুতি

রংপুর, ৪ মার্চ : বর্তমান মাসের শেষ সপ্তাহে রংপুর জেলা আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠানের জন্য সমগ্র জেলাব্যাপী ব্যাপক আয়োজন আরম্ভ হইয়াছে। এই উপলক্ষে প্রস্তুতি গ্রহণের জন্য অভ্যর্থনা কমিটির সম্পাদক জনাব মতিউর রহমান রংপুর টাউন হলে আগামী ৯ই মার্চ জেলার সমস্ত কমিটির একটি বৈঠক আহ্বান করিয়াছেন।

জেলা আওয়ামী লীগ সম্মেলনে জনাব শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জনাব খয়রাত হোসেন প্রমুখ উপস্থিত থাকবেন।

দৈনিক সংবাদ : ৬ মার্চ ১৯৫৭

পূর্ব পাকিস্তান ব্যবস্থা পরিষদে বৃহস্পতিবারে সর্বমোট ১৯টি সরকারি বিল পাস

শাসন বিভাগ হইতে বিচার বিভাগকে পৃথককরণ

ডিভিশন চাহিয়া বিপুল ভোটাধিক্যে বিরোধী দল পরাজিত

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি গৃহীত

পূর্ব পাকিস্তান ব্যবস্থা পরিষদে গতকল্য (বৃহস্পতিবার) পাঁচ ঘণ্টা সময়ের মধ্যে উনিশটি বিল গৃহীত হইয়াছে। পূর্ব পাকিস্তান ক্ষুদ্রায়তন ও কুটির শিল্প বিলের তফসিলের ওপর ডিভিশন দাবি করিয়া বিরোধী দল চরমভাবে পরাজিত হইয়াছেন। বর্তমান অধিবেশনের এই প্রথম ডিভিশনে সরকার পক্ষ ১৪১ এবং বিরোধী দল ৮৩ ভোট পাইয়াছেন।

গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে স্বায়ত্তশাসন সংক্রান্ত পাঁচটি বিল ফৌজদারী কার্যবিধি (পূর্ব পাক সংশোধনী) এবং ক্ষুদ্রায়তন ও কুটির শিল্প বিল অন্যতম। শেষোক্ত বিলটির উপর সর্বাধিক সময় আলোচনা হয়।

স্বায়ত্তশাসন সংক্রান্ত পাঁচটি বিল অনুযায়ী জেলাবোর্ড, মিউনিসিপ্যালিটি ও ইউনিয়ন বোর্ডের নির্বাচন প্রাপ্তবয়স্কদের ভোটে অনুষ্ঠিত হইবে। কোন প্রকার মাননোন্নয়ন প্রথা থাকিবে না। প্রেসিডেন্টদের সরাসরি নির্বাচিত হইতে হইবে।

ফৌজদারী কার্যবিধি (সংশোধনী) বিলের ফলে বিচার বিভাগ শাসন বিভাগ হইতে বিচ্ছিন্ন হইয়াছে। একটি সংশোধনীর ফলে পশু হত্যা নিবারণী বিল অনুযায়ী সাত বৎসর বয়সের কম হইলে কোন গবাদিপশু হত্যা করা চলিবে না। মূল বিলে বয়ঃসীমা দশ করা হইয়াছিল।

গতকল্য বিরোধীদলীয় অধিকাংশ সদস্য রাত্রি সাড়ে ৯টার পর বিলের আলোচনায় অংশগ্রহণ করিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। অধিবেশনের শেষের দিকে মাত্র তিন-চারজন বিরোধী সদস্য আসনে বসিয়া ছিলেন। বাকি সমস্ত সদস্য পরিষদ কক্ষ ত্যাগ করিয়া চলিয়া যান। তাহাদের মাত্র রাত্রি সাড়ে ৯টার পর অধিবেশন করার দাবিকে অনেকে ‘কর্তব্যের প্রতি উদাসিন্য’ বলিয়া অভিহিত করেন।

অপরাহ্ণে সাড়ে পাঁচ ঘটিকায় স্পিকার জনাব আবদুল হাকিমের সভাপতিত্বে অধিবেশন বসে।

জনাব স্পিকার কতিপয় বিরোধীদলীয় সদস্যদের দাবি ও অনুরোধে বেসরকারি কার্যের জন্য বর্তমান অধিবেশনে একটি দিন ধার্য করার আশ্বাস দান করেন।

পরিষদের কার্যের মধ্যে উপবিষ্ট অবস্থায় অবস্থানের বিরুদ্ধে যুক্তফ্রন্টের জনাব আবদুল হামিদ প্রথমে আপত্তি উত্থাপন করেন। আরো কয়েকজন সদস্যের সঙ্গে পরিষদের নেতা জনাব আতাউর রহমান খানও সমর্থন করেন। কিন্তু স্পিকার উহা নিয়মমাফিক নয় বলিয়া অগ্রাহ্য বলিয়া ঘোষণা করেন।

ক্ষুদ্রায়তন ও কুটির শিল্প বিল নিয়ে অধিবেশনে সর্বাধিক আলোচনা হয়। উক্ত সংশোধনীতে কর্পোরেশনের শেয়ার ইউনিট একশত টাকার স্থলে দশ টাকা এবং শেয়ার ক্রেতাদের অবাধে শেয়ার ক্রয়ের সুবিধা না দিয়া উহার সীমা নির্দিষ্ট করিয়া দেওয়ার দাবি করা হইয়াছিল। উক্ত বিল অনুযায়ী সরকার প্রদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রসার ও উন্নয়নের উদ্দেশ্যে একটি কপোরেশন গঠন করিবেন। এই কর্পোরেশন কুটির শিল্পীদের সাহায্য করিবে।

বিলটির তফসিল পাস করার সময় বিরোধী দল হইতে ডিভিশন দাবি করা হয়। এই ডিভিশনে ৫৯ ভোটের ব্যবধানে বিরোধী দল চরমভাবে পরাজিত হয়। বিল পাশের পর শ্রী পি সি লাহিড়ী বিলটির জন্য সরকারকে অভিনন্দন জানান। কিন্তু অনুরোধ করেন যে ভবিষ্যতে সরকার যেন গরিব জনসাধারণের সুবিধার জন্য অন্ততপক্ষে অধিকাংশ শেয়ার দশ টাকা মূল্যেও করার চেষ্টা করেন।

শিল্প মন্ত্রী শেখ মুজিবর রহমান বলেন, সরকার প্রয়োজন মনে করিলে বিলটি ভবিষ্যতে জনস্বার্থের জন্য নতুন করিয়া ঢালাই করিবেন। কারণ এই বিল জনকল্যাণের জন্যই প্রণিত।

দৈনিক সংবাদ : ১৫ মার্চ ১৯৫৭

শেখ মুজিবের মন্ত্রীর পদ

চীন সফরের পর ত্যাগ করার পক্ষে কাউন্সিলের রায়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাদেশিক মন্ত্রী শেখ মুজিবুর রহমানকে কাউন্সিল আগামী চীন দেশ সফর সমাপ্ত হওয়া পর্যন্ত উভয় পদেই কার্য চালাইয়া যাইতে বলিয়াছে।

তবে তাহার মন্ত্রিত্বের পদত্যাগপত্র গ্রহণ করার কথা সিদ্ধান্ত হইয়াছে। চীন দেশ হইতে দেশে ফিরিবার পরই তিনি প্রাদেশিক মন্ত্রিত্ব ত্যাগ করবেন বলিয়া স্থির হইয়াছে। তিনি ১৯ জুন পার্লামেন্টারি ডেলিগেশনের নেতা হিসাবে চীন সফরে যাইতেছেন।

দৈনিক সংবাদ : ১৬ জুন ১৯৫৭