ভালুকায় যুবককে থানায় আটকে জমি দখল

ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সীডস্টোর বাজারের কামরুল হাসান নামে এক যুবককে থানায় আটক রেখে পৈত্রিক জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবক বাদী হয়ে ১৮ জানুয়ারি শনিবার ময়মনসিংহ পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ সীডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সার ব্যবসায়ী মরহুম রমজান ডিলারের ক্রয় সূত্রে সাবেক দাগ ২৩ ও হাল দাগ ২০৮,২০৯ এ ১৮ শতাংশ জমি হাল নাগাদ খাজনা খারিজসহ তার দুই ছেলের ভোগ দখলে রয়েছে। ওই জমি নিয়ে একই গ্রামের মৃত আমজত ফকিরের ছেলে হাফেজ মহিউদ্দীন গংদের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছিল। গত ১৪ জানুয়ারি রাতে হাফেজ মহিউদ্দীনের ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসীরা কামরুলদের ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তারা কামরুল ও তার মা সখিনা খাতুন (৫৫) কে মারপিট করে আহত করে। এর দু’দিন পর পুনরায় ১৬ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে হাফেজ মহিউদ্দীনের ভাড়াটিয়া শতাধিক সশস্ত্র- লোক জবর দখলের উদ্দেশে ওই জমিতে ট্রাকভরে মাটি ফেলতে শুরু করলে টের পেয়ে কামরুল হাসানরা বাধা প্রদান করে। এক পর্যায়ে কামরুল ও তার মাকে বেধরক মারপিট করে আহত করে সন্ত্রাসীরা। এ সময় জবরদখলকারীরা কামরুল হাসানের একটি মোটরসাইকেল ঢাকা মেট্রো-ল-২৭-৩৬১১ নিয়ে যায়। উপায়ান্ত না পেয়ে কামরুল হাসান ত্রিপল নাইনে (৯৯৯) এ ফোন করে সাহায্য চাইলে পরবর্তীতে ভালুকা থানার এস আই মোফাজ্জল হোসেন ঘটনাস্থল হতে কামরুল ও তার আহত মা সখিনা খাতুনকে থানায় নিয়ে আসে। কামরুলকে থানায় আটক রেখে সখিনা খাতুনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। কামরুল জানায় সে পুলিশের কাছে সাহায্য চাওয়ার পর উল্টো তাকে রাত দুপুরে থানায় এনে লকাপে আটক রেখে পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। তার মা বর্তমানে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানা পুলিশের বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ওই যুবককে থানায় বসিয়ে রাখা হয়।

আরও খবর
শেখ হাসিনা সেতুতে দুই বছরেই ঢালাই উঠে গর্ত ! দুর্ঘটনার আশঙ্কা
ফুলবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও গ্রেফতার ১
১৪ বছর পর মামলার রায়
নোয়াখালীতে নকল বৈদ্যুতিক তার বিক্রি : দণ্ডিত ৪
টঙ্গীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় নব-নির্মিত ভবন ভাঙচুর
নিজ জেলায় অবহেলিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’র স্মৃতি স্থাপনাগুলো
বিকাশে প্রতারণা ২৪ হাজার হারিয়ে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা
সখীপুরে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন
ফাতরার বনাঞ্চলে বিলুপ্তপ্রায় জন্তু দেখতে পর্যটকদের ভিড়
মধুপুরে আকাশি গ্রন্থাগার বিজ্ঞান ক্লাবের বৃত্তি প্রদান
ঘাটাইলে কমলা চাষে অভাবিত সাফল্য

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

ভালুকায় যুবককে থানায় আটকে জমি দখল

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সীডস্টোর বাজারের কামরুল হাসান নামে এক যুবককে থানায় আটক রেখে পৈত্রিক জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবক বাদী হয়ে ১৮ জানুয়ারি শনিবার ময়মনসিংহ পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ সীডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সার ব্যবসায়ী মরহুম রমজান ডিলারের ক্রয় সূত্রে সাবেক দাগ ২৩ ও হাল দাগ ২০৮,২০৯ এ ১৮ শতাংশ জমি হাল নাগাদ খাজনা খারিজসহ তার দুই ছেলের ভোগ দখলে রয়েছে। ওই জমি নিয়ে একই গ্রামের মৃত আমজত ফকিরের ছেলে হাফেজ মহিউদ্দীন গংদের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছিল। গত ১৪ জানুয়ারি রাতে হাফেজ মহিউদ্দীনের ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসীরা কামরুলদের ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তারা কামরুল ও তার মা সখিনা খাতুন (৫৫) কে মারপিট করে আহত করে। এর দু’দিন পর পুনরায় ১৬ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে হাফেজ মহিউদ্দীনের ভাড়াটিয়া শতাধিক সশস্ত্র- লোক জবর দখলের উদ্দেশে ওই জমিতে ট্রাকভরে মাটি ফেলতে শুরু করলে টের পেয়ে কামরুল হাসানরা বাধা প্রদান করে। এক পর্যায়ে কামরুল ও তার মাকে বেধরক মারপিট করে আহত করে সন্ত্রাসীরা। এ সময় জবরদখলকারীরা কামরুল হাসানের একটি মোটরসাইকেল ঢাকা মেট্রো-ল-২৭-৩৬১১ নিয়ে যায়। উপায়ান্ত না পেয়ে কামরুল হাসান ত্রিপল নাইনে (৯৯৯) এ ফোন করে সাহায্য চাইলে পরবর্তীতে ভালুকা থানার এস আই মোফাজ্জল হোসেন ঘটনাস্থল হতে কামরুল ও তার আহত মা সখিনা খাতুনকে থানায় নিয়ে আসে। কামরুলকে থানায় আটক রেখে সখিনা খাতুনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। কামরুল জানায় সে পুলিশের কাছে সাহায্য চাওয়ার পর উল্টো তাকে রাত দুপুরে থানায় এনে লকাপে আটক রেখে পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। তার মা বর্তমানে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানা পুলিশের বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ওই যুবককে থানায় বসিয়ে রাখা হয়।