ঘাটাইলে কমলা চাষে অভাবিত সাফল্য

ঘাটাইলে কমলা চাষে অভাবিত সাফল্য অর্জিত হয়েছে। ইতোপূর্বে এ অঞ্চলে কমলা চাষের প্রচলন ছিল না। উপজেলার পূর্বাঞ্চলে রসুলপুর গ্রামে শামছুল আলম নামে একজন কৃষক কমলা লেবুর চাষ শুরু করেছেন। তিনি দেড় একর জমিতে চায়না জাতের কমলা চাষ করে সাফল্য অর্জন করেছেন। তিন বছর পূর্বে ২০১৭ সালে কৃষি অধিদফতরের সাইট্রাস শীর্ষক একটি প্রকল্প থেকে তিনি এই জাতের কমলা লেবুর চারা সংগ্রহ করেন। প্রথমে তিনি অল্প কয়েকটি চারা রোপন করেন। বর্তমানে অই জমিতে চারার সংখ্যা দাঁড়িয়েছে তিনশত। এর অর্ধেক গাছে কমলা লেবুর ফলন শুরু হয়েছে। বর্তমানে প্রতি গাছে গড়ে প্রায় এক শ’ করে কমলা ধরেছে। কমলা বিক্রি করে এ বছর শামছুল আলমের প্রায় এক লক্ষাধিক টাকা আয় হয়েছে।

বিশেষ জাতের এই কমলা লেবুর চাষি শামসুল আলম ঘাটাইল সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষক। তিনি জানিয়েছেন, এই কমলা লেবু চাষে কোন প্রকার রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহার করা হয়নি। ফলটি সম্পূর্ণ বিষমুক্ত। এতে শুধু জৈবসার ও প্রাকৃতিক পদ্ধতি প্রয়োগ করে ক্ষতিকর কীটপতঙ্গ থেকে গাছ ও ফল দুটোই রক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থার ফলে গাছ হয়েছে সজীব এবং ফল হয়েছে সুস্বাদু। চায়না কমলা লেবু আকারে অনেক বড়। ফলে সাধারণ মানুষের কাছে ফলটি হয়ে উঠেছে অত্যন্ত লোভনীয়। এতে এলাকায় কৃষকদের মাঝে এই বিশেষ জাতের কমলা লেবু চাষের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

ঘাটাইল উপজেলা কৃষি অফিসার ড. উম্মে হাবিবা বলেন, চায়না জাতের কমলাটি ঘাটাইল উপজেলার পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় ভবিষ্যতে এই জাতটির সম্প্রসারনের সুযোগ রয়েছে। এ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমি কৃষক শামছুল আলমের কমলার বাগান পরিদর্শন করেছি। অন্য কোন কৃষক এ ধরনের প্রকল্প হাতে নিলে সরকারের তরফ থেকে তাদের সহযোগিতা করার ব্যবস্থা করবেন।

image
আরও খবর
শেখ হাসিনা সেতুতে দুই বছরেই ঢালাই উঠে গর্ত ! দুর্ঘটনার আশঙ্কা
ফুলবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও গ্রেফতার ১
১৪ বছর পর মামলার রায়
নোয়াখালীতে নকল বৈদ্যুতিক তার বিক্রি : দণ্ডিত ৪
টঙ্গীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় নব-নির্মিত ভবন ভাঙচুর
নিজ জেলায় অবহেলিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’র স্মৃতি স্থাপনাগুলো
বিকাশে প্রতারণা ২৪ হাজার হারিয়ে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা
সখীপুরে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন
ফাতরার বনাঞ্চলে বিলুপ্তপ্রায় জন্তু দেখতে পর্যটকদের ভিড়
মধুপুরে আকাশি গ্রন্থাগার বিজ্ঞান ক্লাবের বৃত্তি প্রদান
ভালুকায় যুবককে থানায় আটকে জমি দখল

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

ঘাটাইলে কমলা চাষে অভাবিত সাফল্য

গোলাম মোস্তফা, ঘাটাইল (টাঙ্গাইল)

image

ঘাটাইলে কমলা চাষে অভাবিত সাফল্য অর্জিত হয়েছে। ইতোপূর্বে এ অঞ্চলে কমলা চাষের প্রচলন ছিল না। উপজেলার পূর্বাঞ্চলে রসুলপুর গ্রামে শামছুল আলম নামে একজন কৃষক কমলা লেবুর চাষ শুরু করেছেন। তিনি দেড় একর জমিতে চায়না জাতের কমলা চাষ করে সাফল্য অর্জন করেছেন। তিন বছর পূর্বে ২০১৭ সালে কৃষি অধিদফতরের সাইট্রাস শীর্ষক একটি প্রকল্প থেকে তিনি এই জাতের কমলা লেবুর চারা সংগ্রহ করেন। প্রথমে তিনি অল্প কয়েকটি চারা রোপন করেন। বর্তমানে অই জমিতে চারার সংখ্যা দাঁড়িয়েছে তিনশত। এর অর্ধেক গাছে কমলা লেবুর ফলন শুরু হয়েছে। বর্তমানে প্রতি গাছে গড়ে প্রায় এক শ’ করে কমলা ধরেছে। কমলা বিক্রি করে এ বছর শামছুল আলমের প্রায় এক লক্ষাধিক টাকা আয় হয়েছে।

বিশেষ জাতের এই কমলা লেবুর চাষি শামসুল আলম ঘাটাইল সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষক। তিনি জানিয়েছেন, এই কমলা লেবু চাষে কোন প্রকার রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহার করা হয়নি। ফলটি সম্পূর্ণ বিষমুক্ত। এতে শুধু জৈবসার ও প্রাকৃতিক পদ্ধতি প্রয়োগ করে ক্ষতিকর কীটপতঙ্গ থেকে গাছ ও ফল দুটোই রক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থার ফলে গাছ হয়েছে সজীব এবং ফল হয়েছে সুস্বাদু। চায়না কমলা লেবু আকারে অনেক বড়। ফলে সাধারণ মানুষের কাছে ফলটি হয়ে উঠেছে অত্যন্ত লোভনীয়। এতে এলাকায় কৃষকদের মাঝে এই বিশেষ জাতের কমলা লেবু চাষের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

ঘাটাইল উপজেলা কৃষি অফিসার ড. উম্মে হাবিবা বলেন, চায়না জাতের কমলাটি ঘাটাইল উপজেলার পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় ভবিষ্যতে এই জাতটির সম্প্রসারনের সুযোগ রয়েছে। এ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমি কৃষক শামছুল আলমের কমলার বাগান পরিদর্শন করেছি। অন্য কোন কৃষক এ ধরনের প্রকল্প হাতে নিলে সরকারের তরফ থেকে তাদের সহযোগিতা করার ব্যবস্থা করবেন।