ইয়াবা ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার এক ইয়াবা ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

গত রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি নাছির ভান্ডারী (৬৪) আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি নাছির ভান্ডারী নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আলামিন নগর এলাকার মৃত হাশেম আলীর ছেলে। ২০১৮ সালের ৫ মে নিজ বাসা থেকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয় সে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়। নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী (এপিপি) জাসমিন আহমেদ বলেন, ২০১৮ সালের ৫ মে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তমিজউদ্দিন প্রধানের নেতৃত্বে এক অভিযানে নাছির ভাণ্ডারীর বাসা থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ছিল প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের হয়। এ মামলায় আসামি নাছির ভাণ্ডারী দোষী সাব্যস্ত হওয়ায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

আরও খবর
ধলেশ্বরীর বুকে জল নয় ধান
গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : ধৃত ৪
ভূমি বিরোধ নিরসন সীতাকুণ্ডে এলএনজি সঞ্চালন লাইন স্থাপন ফের শুরু
বামনায় সরকারি ধান ক্রয়ে কৃষক হয়রানির অভিযোগ
নান্দাইল কালিয়াপাড়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
চট্টগ্রামে ময়লার স্তূপে শিশু
টাঙ্গাইলে শিশু হত্যা
শাহরাস্তিতে ছেলের হাতে বাবা খুন মা হাসপাতালে
নান্দাইলে তথ্যপ্রযুক্তি আইনে সাবেক মেয়র গ্রেফতার
গোবিন্দগঞ্জে মেহুলী বুটিকে স্বাবলম্বী স্থানীয় নারীরা
মীরগঞ্জে ফের ফেরি পারাপার শুরু
ছাত্রবান্ধব বিপ্লবের পাশে দাঁড়ালেন আইনমন্ত্রী
চাটখিল ফায়ার সার্ভিসের জনবলসহ নানা সংকট
খুলনায় স্বর্ণ দোকানে চুরি : ২ জনের স্বীকারোক্তি
গোপালগঞ্জে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

ইয়াবা ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার এক ইয়াবা ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

গত রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি নাছির ভান্ডারী (৬৪) আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি নাছির ভান্ডারী নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আলামিন নগর এলাকার মৃত হাশেম আলীর ছেলে। ২০১৮ সালের ৫ মে নিজ বাসা থেকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয় সে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়। নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী (এপিপি) জাসমিন আহমেদ বলেন, ২০১৮ সালের ৫ মে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তমিজউদ্দিন প্রধানের নেতৃত্বে এক অভিযানে নাছির ভাণ্ডারীর বাসা থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ছিল প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের হয়। এ মামলায় আসামি নাছির ভাণ্ডারী দোষী সাব্যস্ত হওয়ায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।