কুমিল্লায় নারীসহ ১১ ডাকাত গ্রেফতার

কুমিল্লায় এক নারীসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস, মোটরসাইকেল এবং লুণ্ঠিত নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি নামক এলাকায় পুলিশ এ অভিযান চালায়। সোমবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় রবিবার সন্ধ্যায় রংপুর জেলার বদরগঞ্জ থানার নাটারাম গ্রামের শাহ আলমের ছেলে শাহীন আলম (৩০) চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় মোটর সাইকেলযোগে ডাকাত দলের ৩ সদস্য ওই ব্যক্তির উপর হামলা চালায় ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সাথে থাকা মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ওই ব্যক্তির চিৎকারে প্রথমে স্থানীয়রা ও পরে সড়কে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে ৩ ডাকাতকে আটক করে। পরে খবর পেয়ে মাইক্রোবাস যোগে আরও ৮ ডাকাত ওই ৩ ডাকাতকে ছিনিয়ে নিতে পুলিশের উপর আক্রমন চালানোর চেষ্টা করে। এ সময় চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম ব্যারিকেড সৃষ্টি করে ডাকাত দলের ১জন মহিলাসহ ৮ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে- জেলার সদর দক্ষিণ উপজেলার জহির হোসেন (২৪), জহিরুল ইসলাম (২৫), কামরুল হাসান সবুজ (২৬), ফেরদৌস হোসেন (২৮), কামাল হোসেন (৪৫), মনোয়ারা বেগম (৪৫), নেয়ামত উল্লাহ (২৫), জুয়েল ওরফে আকাশ (২০), চৌদ্দগ্রাম উপজেলার ফাহিম আহম্মদ (২২), বুলেট (২৮), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুমন হাসান (২৮)।

বুধবার, ২২ জানুয়ারী ২০২০ , ৮ মাঘ ১৪২৬, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

কুমিল্লায় নারীসহ ১১ ডাকাত গ্রেফতার

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় এক নারীসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস, মোটরসাইকেল এবং লুণ্ঠিত নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি নামক এলাকায় পুলিশ এ অভিযান চালায়। সোমবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় রবিবার সন্ধ্যায় রংপুর জেলার বদরগঞ্জ থানার নাটারাম গ্রামের শাহ আলমের ছেলে শাহীন আলম (৩০) চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় মোটর সাইকেলযোগে ডাকাত দলের ৩ সদস্য ওই ব্যক্তির উপর হামলা চালায় ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সাথে থাকা মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ওই ব্যক্তির চিৎকারে প্রথমে স্থানীয়রা ও পরে সড়কে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে ৩ ডাকাতকে আটক করে। পরে খবর পেয়ে মাইক্রোবাস যোগে আরও ৮ ডাকাত ওই ৩ ডাকাতকে ছিনিয়ে নিতে পুলিশের উপর আক্রমন চালানোর চেষ্টা করে। এ সময় চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম ব্যারিকেড সৃষ্টি করে ডাকাত দলের ১জন মহিলাসহ ৮ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে- জেলার সদর দক্ষিণ উপজেলার জহির হোসেন (২৪), জহিরুল ইসলাম (২৫), কামরুল হাসান সবুজ (২৬), ফেরদৌস হোসেন (২৮), কামাল হোসেন (৪৫), মনোয়ারা বেগম (৪৫), নেয়ামত উল্লাহ (২৫), জুয়েল ওরফে আকাশ (২০), চৌদ্দগ্রাম উপজেলার ফাহিম আহম্মদ (২২), বুলেট (২৮), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুমন হাসান (২৮)।