সান্তাহারে রেল দুর্ঘটনায় হত ২

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুরের রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোকলেছার রহমান (৩৬) ও পাঁচবিবি লেভেল ক্রসিংয়ের দক্ষিণ পার্শ্বে ট্রেনে কাটা পড়ে তবিরুল ইসলাম জয় (২৮) নামের দুইজনের মৃত্যু হয়েছে। নিহত মোকলেছার বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা ও তবিরুল দিনাজপুর নবাবগঞ্জের লাউগাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এসব পৃথক ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন মাতাপুর লেভেল ক্রসিংয়ে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত কলাবাহী ভটভটির সঙ্গে ট্রেনের ধাক্কায় কলা ব্যবসায়ী মোকলেছার মারা যায় এবং সোমবার বিকেল ৫টায় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসে কাটা পরে তবিরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগে জানা যায়, মাতাপুর লেভেল ক্রসিংয়ে আগে কোন গেট ব্যারিয়ার ছিল না।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ , ৯ মাঘ ১৪২৬, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

সান্তাহারে রেল দুর্ঘটনায় হত ২

প্রতিনিধি, বগুড়া

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুরের রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোকলেছার রহমান (৩৬) ও পাঁচবিবি লেভেল ক্রসিংয়ের দক্ষিণ পার্শ্বে ট্রেনে কাটা পড়ে তবিরুল ইসলাম জয় (২৮) নামের দুইজনের মৃত্যু হয়েছে। নিহত মোকলেছার বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা ও তবিরুল দিনাজপুর নবাবগঞ্জের লাউগাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এসব পৃথক ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন মাতাপুর লেভেল ক্রসিংয়ে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত কলাবাহী ভটভটির সঙ্গে ট্রেনের ধাক্কায় কলা ব্যবসায়ী মোকলেছার মারা যায় এবং সোমবার বিকেল ৫টায় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসে কাটা পরে তবিরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগে জানা যায়, মাতাপুর লেভেল ক্রসিংয়ে আগে কোন গেট ব্যারিয়ার ছিল না।