৩ জেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিন : ব্যাপক ক্ষয়ক্ষতি

গত সোম ও মঙ্গলবার দেশের চট্টগ্রাম, লক্ষ্মীপুরের কমলনগর এবং চাঁদপুরের হাইমচরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছে ৩ জাহাজ শ্রমিক। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জাহাজ শ্রমিক আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় সদরঘাট থানার বাংলাবাজার আসাম বেঙ্গল ঘাট এলাকায় লাবনী লাইটারেজ জাহাজে এ দুর্ঘটনা ঘটে। সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদ জানান, লাবনী পাওয়ার ট্রি নামে একটি কাঠবোর্ড প্রতিষ্ঠানে কাজ করছিল কিছু শ্রমিক। তারা গ্যাসের বড় বোতল থেকে পাইপলাইন নিয়ে একটি কক্ষে কাজ করছিল। দুপুরে খাবার খেতে যাওয়ার সময় তারা ওই কক্ষটি বন্ধ করে চলে যায়। খাবার খেয়ে আসার পর কক্ষটি খোলার সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হলে ওই দুই শ্রমিক গুরুতর আহত হলে চমেক হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে একজনের মুখ ও চুল আরএকজনের কোমরের অংশে পুড়ে গেছে। এদিকে চসেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে। ৩৬ নম্বর বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে মোজাম্মেলের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

কমলনগর

লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনলাগার ঘটনায় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরের ভেতরে থাকা নগদ অর্থ ও মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চরকালকিনি ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান লিটন জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার বাদশা মিয়ার বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে মুহূর্তে মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাদশা মিয়ার বরাত দিয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কমলনগর ফায়ার সার্ভিস ইউনিটের কমান্ডার মো. নুর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

চাঁদপুর

চাঁদপুরের হাইমচর উপজেলার চর ভৈররী ইউনিয়নের আমতলি এলাকায় আগুনে পুড়ে একটি স্কুলের ৫টি কক্ষ ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার জানান, ভোরে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে বিদ্যালয়ের কক্ষে আগুন দেয়। আগুনে বিদ্যালয়ের ৫টি কক্ষসহ পাশের আরও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়। খবর পেয়ে হাইমচর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানান, স্কুল কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ৬নং চর ভৈররী ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ , ৯ মাঘ ১৪২৬, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

৩ জেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিন : ব্যাপক ক্ষয়ক্ষতি

সংবাদ ন্যশনাল ডেস্ক

গত সোম ও মঙ্গলবার দেশের চট্টগ্রাম, লক্ষ্মীপুরের কমলনগর এবং চাঁদপুরের হাইমচরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছে ৩ জাহাজ শ্রমিক। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জাহাজ শ্রমিক আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় সদরঘাট থানার বাংলাবাজার আসাম বেঙ্গল ঘাট এলাকায় লাবনী লাইটারেজ জাহাজে এ দুর্ঘটনা ঘটে। সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদ জানান, লাবনী পাওয়ার ট্রি নামে একটি কাঠবোর্ড প্রতিষ্ঠানে কাজ করছিল কিছু শ্রমিক। তারা গ্যাসের বড় বোতল থেকে পাইপলাইন নিয়ে একটি কক্ষে কাজ করছিল। দুপুরে খাবার খেতে যাওয়ার সময় তারা ওই কক্ষটি বন্ধ করে চলে যায়। খাবার খেয়ে আসার পর কক্ষটি খোলার সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হলে ওই দুই শ্রমিক গুরুতর আহত হলে চমেক হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে একজনের মুখ ও চুল আরএকজনের কোমরের অংশে পুড়ে গেছে। এদিকে চসেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে। ৩৬ নম্বর বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে মোজাম্মেলের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

কমলনগর

লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনলাগার ঘটনায় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরের ভেতরে থাকা নগদ অর্থ ও মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চরকালকিনি ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান লিটন জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার বাদশা মিয়ার বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে মুহূর্তে মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাদশা মিয়ার বরাত দিয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কমলনগর ফায়ার সার্ভিস ইউনিটের কমান্ডার মো. নুর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

চাঁদপুর

চাঁদপুরের হাইমচর উপজেলার চর ভৈররী ইউনিয়নের আমতলি এলাকায় আগুনে পুড়ে একটি স্কুলের ৫টি কক্ষ ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার জানান, ভোরে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে বিদ্যালয়ের কক্ষে আগুন দেয়। আগুনে বিদ্যালয়ের ৫টি কক্ষসহ পাশের আরও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়। খবর পেয়ে হাইমচর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানান, স্কুল কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ৬নং চর ভৈররী ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার।