রূপগঞ্জে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন লেহাজ উদ্দিন (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন নারীসহ আরও দুইজনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে বলেও অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পরশি এলাকায় এ ঘটনা ঘটে।

সবজি ব্যবসায়ী লেহাজ দ্দিনের ছেলে সোহেল রানা জানান, তার সঙ্গে একই এলাকার ফরিদ উদ্দিন, নিজাম উদ্দিন, আকাশ, হালিমা বেগমের পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সোহেল রানার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় সোহেল রানার বাবা সবজি ব্যবসায়ী লেহাজ উদ্দিন গালিগালাজ করতে নিষেধ করায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারিভাবে পেটাতে থাকে।

এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লেহাজ উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় সোহেল রানা ও তার বোন নিলা আক্তার বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। হামলাকারী নিলা আক্তারকে শ্লীলতাহানি ঘটায়। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানা তদন্ত ওসি জসিম উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর
ঘাটাইলে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
ভৈরবে পুলিশের বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ
অছাত্র-বিবাহিত-মাদকাসক্তদের হাতে জিম্মি শাবি ছাত্রলীগ!
চট্টগ্রামে ৭ মণ ওজনের কৈ কোরাল : দাম হাকছে ৩ লাখ
গ্রামের নাম মসলা গ্রাম
ফুলবাড়ীতে পাহারাদার হত
ঝিকরগাছায় গরু চুরি গণপিটুনিতে নিহত ১
মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত হত
নোয়াখালীতে ভূমি অধিগ্রহণ না করে সড়ক নির্মাণ : উত্তেজনা
চট্টগ্রামে ৯ দোকান ছাই
সাতক্ষীরায় ছাত্রের দেহ উদ্ধার আটক ১
গুরুদাসপুরে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
গোপালগঞ্জ আদালত চত্বরে ছিনতাই আটক ৩
দশমিনায় চরহাদীতে মেছোবাঘ অবমুক্ত
যথাসময়ে হিসাব খুলতে ব্যর্থ শতাধিক শিক্ষার্থীর বৃত্তির টাকা অনিশ্চিত
টাঙ্গাইলে হাউজিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাঁশখালীর নাপোড়া বাজারের ভূমি অবৈধ দখলে

শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ , ১১ মাঘ ১৪২৬, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

রূপগঞ্জে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন লেহাজ উদ্দিন (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন নারীসহ আরও দুইজনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে বলেও অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পরশি এলাকায় এ ঘটনা ঘটে।

সবজি ব্যবসায়ী লেহাজ দ্দিনের ছেলে সোহেল রানা জানান, তার সঙ্গে একই এলাকার ফরিদ উদ্দিন, নিজাম উদ্দিন, আকাশ, হালিমা বেগমের পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সোহেল রানার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় সোহেল রানার বাবা সবজি ব্যবসায়ী লেহাজ উদ্দিন গালিগালাজ করতে নিষেধ করায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারিভাবে পেটাতে থাকে।

এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লেহাজ উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় সোহেল রানা ও তার বোন নিলা আক্তার বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। হামলাকারী নিলা আক্তারকে শ্লীলতাহানি ঘটায়। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানা তদন্ত ওসি জসিম উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।