আসামি জুবায়ের হবিগঞ্জে গ্রেফতার

রাজধানীর সবুজবাগ এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জুবায়ের (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব ৩। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলার রাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সবুজবাগ বাসাবো এলাকায় জুবায়ের সাবলেটে একটি পরিবারের সঙ্গে বসবাস করত। গত ১৬ জানুয়ারি জুবায়ের সাবলেটে বসবাসকারী পরিবারের ৭ বছরের শিশুকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি প্রথম অবস্থায় ঘটনাটি কাউকে প্রকাশ না করলেও পরবর্তীতে তার মায়ের জিজ্ঞাসাবাদে ঘটনাটি খুলে বলে। তৎক্ষনাৎ শিশুটির মা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করলে ধর্ষণের আলামত পাওয়া যায়।

শিশুটির বাবা বাদী হয়ে জুবায়ের এর বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করেন এবং র‌্যাব-৩ এর কাছে অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা সংবাদের এর মাধ্যমে আসামি জুবায়ের এর অবস্থান নিশ্চিত হয়ে গত ২৩ জানুয়ারি রাতে হবিগঞ্জ জেলার রাজনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আত্মগোপনে থাকা আসামি মো. জুবায়ের আহম্মেদ তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে।

শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ , ১১ মাঘ ১৪২৬, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

রাজধানীতে শিশু ধর্র্ষণ

আসামি জুবায়ের হবিগঞ্জে গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর সবুজবাগ এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জুবায়ের (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব ৩। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলার রাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সবুজবাগ বাসাবো এলাকায় জুবায়ের সাবলেটে একটি পরিবারের সঙ্গে বসবাস করত। গত ১৬ জানুয়ারি জুবায়ের সাবলেটে বসবাসকারী পরিবারের ৭ বছরের শিশুকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি প্রথম অবস্থায় ঘটনাটি কাউকে প্রকাশ না করলেও পরবর্তীতে তার মায়ের জিজ্ঞাসাবাদে ঘটনাটি খুলে বলে। তৎক্ষনাৎ শিশুটির মা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করলে ধর্ষণের আলামত পাওয়া যায়।

শিশুটির বাবা বাদী হয়ে জুবায়ের এর বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করেন এবং র‌্যাব-৩ এর কাছে অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা সংবাদের এর মাধ্যমে আসামি জুবায়ের এর অবস্থান নিশ্চিত হয়ে গত ২৩ জানুয়ারি রাতে হবিগঞ্জ জেলার রাজনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আত্মগোপনে থাকা আসামি মো. জুবায়ের আহম্মেদ তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে।