আজ নাভারনে শহীদ ডা. আজিজুর রহমানের ম্যুরাল উদ্বোধন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যশোরের নাভারনে পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ ডা. আজিজুর রহমানের স্মৃতিতে নির্মিত ম্যুরাল আজ উদ্বোধন করা হবে। সকাল সাড়ে দশটায় যশোর নাভারন রেলবাজারে নিজ বাড়ি প্রাঙ্গণে স্থাপিত এই ম্যুরাল উদ্বোধন করবেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। ম্যুরাল উদ্বোধনের পর শহীদ ডা. আজিজুর রহমান এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন।

শহীদ ডা. আজিজুর রহমান ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেন। এছাড়া ষাটের দশকে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলন, উনসত্তরের গণআন্দোলন এবং একাত্তরের ২৬ মার্চ এলাকায় মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণায় সক্রীয়ভাবে অংশগ্রহণ করেন। একাত্তরের ১৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে।

শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ , ১১ মাঘ ১৪২৬, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

আজ নাভারনে শহীদ ডা. আজিজুর রহমানের ম্যুরাল উদ্বোধন

নিজস্ব বার্তা পরিবেশক |

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যশোরের নাভারনে পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ ডা. আজিজুর রহমানের স্মৃতিতে নির্মিত ম্যুরাল আজ উদ্বোধন করা হবে। সকাল সাড়ে দশটায় যশোর নাভারন রেলবাজারে নিজ বাড়ি প্রাঙ্গণে স্থাপিত এই ম্যুরাল উদ্বোধন করবেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। ম্যুরাল উদ্বোধনের পর শহীদ ডা. আজিজুর রহমান এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন।

শহীদ ডা. আজিজুর রহমান ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেন। এছাড়া ষাটের দশকে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলন, উনসত্তরের গণআন্দোলন এবং একাত্তরের ২৬ মার্চ এলাকায় মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণায় সক্রীয়ভাবে অংশগ্রহণ করেন। একাত্তরের ১৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে।