সদরপুরে অটোরিকশার স্টিয়ারিং কিশোরদের হাতে! নিত্য দুর্ঘটনা

সদরপুরের বিভিন্ন রাস্তায় ব্যাটারিচালিত রিক্সা, অটোরিকশা, ইজিবাইকের দৌরাত্ম্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের চোখের সামনে দিয়েই চলাচল করছে এইসব যানবাহন। এসব গাড়ির ব্যাটারিতে বিদ্যুৎ রিচার্জকালে প্রায়ই ঘটছে দুর্ঘটনা । এসবের চালক অধিকাংশই শিশু-কিশোর ও অদক্ষ। তন্মধ্যে অনেকে চালকই মাদকাসক্ত। ফরে দুর্ঘটনা বেশি ঘটছে। স্থানীয় প্রশাসনের নজরদারি কম থাকায়, অবাধে বেড়েই চলছে এই সমস্ত রেজিস্ট্রশনবিহীন অবৈধ যানবাহনের সংখ্যা।

সদরপুর-কৃষ্ঞপুর,তালমা,-সদরপুর-চন্দ্রপাড়া,-সদরপুর-মনিকোঠা, বালিয়াহাটি,পাচ্চর,চরভদ্রাশনসহ প্রধান সড়ক, শাখা সড়কে অবাদে চলাচল করছে এসব অবেধ যানবাহন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এগুলো বন্ধ করা নিয়ে আলোচনা হলেও বন্ধের কোন পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

জানা গেছে, এসব সড়ক দিয়ে প্রতিদিন সহস্র্রাধিক ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা-ভটভটি চলাচল করে। এছাড়া এসব যানবাহনগুলোর সামনে যে হেডলাইট ব্যবহার করা হয় তা চোখের জন্য খুবই ক্ষতিকর। তাছাড়া এরা এতোই বেপরোয়াভাবে গাড়ি চালায় যে, সাধারণ পথচারীরাও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাফেরা করে। সদরপুর-পিয়াজখালী,সদরপুর-ভাঙা,সদরপুর-চরভদ্রাশন সড়কে এবং কলেজ মোড়সহ বিভিন্ন সড়কের উপরই গড়ে উঠেছে অবৈধ ইজিবাইক,অটোরিক্সা ভটভটির স্ট্যান্ড। এ সমস্ত অবৈধ গাড়িগুলো রাস্তার ওপরই সারিবদ্ধভাবে পার্ক করে রাখে যাত্রী উঠানোর জন্যে, এতে রাস্তা সারাক্ষণই আটকে থাকে।

রাস্তা দিয়ে চলাফেরা করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। স্থানীয় নেতারা এগুলো নিয়ন্ত্রণ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, অধিকাংশ অটোরিক্সা, অটোবাইক,ভটভটি, হ্যালোবাইকের কোন বৈধ কাগজপত্র নেই। এমনকি কোন চালকের ও লাইসেন্স নেই। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কয়েক দফায় আলাপ আলোচনা হয়েছে। তবে এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। থানা অফিসার ইনচার্জ জানান, খুব দ্রুতই এসব ব্যাটারিচালিত রিকশা ও অটোবাইকসহ সকল প্রকার অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাহী অফিসার জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ , ১২ মাঘ ১৪২৬, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

সদরপুরে অটোরিকশার স্টিয়ারিং কিশোরদের হাতে! নিত্য দুর্ঘটনা

প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরের বিভিন্ন রাস্তায় ব্যাটারিচালিত রিক্সা, অটোরিকশা, ইজিবাইকের দৌরাত্ম্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের চোখের সামনে দিয়েই চলাচল করছে এইসব যানবাহন। এসব গাড়ির ব্যাটারিতে বিদ্যুৎ রিচার্জকালে প্রায়ই ঘটছে দুর্ঘটনা । এসবের চালক অধিকাংশই শিশু-কিশোর ও অদক্ষ। তন্মধ্যে অনেকে চালকই মাদকাসক্ত। ফরে দুর্ঘটনা বেশি ঘটছে। স্থানীয় প্রশাসনের নজরদারি কম থাকায়, অবাধে বেড়েই চলছে এই সমস্ত রেজিস্ট্রশনবিহীন অবৈধ যানবাহনের সংখ্যা।

সদরপুর-কৃষ্ঞপুর,তালমা,-সদরপুর-চন্দ্রপাড়া,-সদরপুর-মনিকোঠা, বালিয়াহাটি,পাচ্চর,চরভদ্রাশনসহ প্রধান সড়ক, শাখা সড়কে অবাদে চলাচল করছে এসব অবেধ যানবাহন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এগুলো বন্ধ করা নিয়ে আলোচনা হলেও বন্ধের কোন পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

জানা গেছে, এসব সড়ক দিয়ে প্রতিদিন সহস্র্রাধিক ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা-ভটভটি চলাচল করে। এছাড়া এসব যানবাহনগুলোর সামনে যে হেডলাইট ব্যবহার করা হয় তা চোখের জন্য খুবই ক্ষতিকর। তাছাড়া এরা এতোই বেপরোয়াভাবে গাড়ি চালায় যে, সাধারণ পথচারীরাও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাফেরা করে। সদরপুর-পিয়াজখালী,সদরপুর-ভাঙা,সদরপুর-চরভদ্রাশন সড়কে এবং কলেজ মোড়সহ বিভিন্ন সড়কের উপরই গড়ে উঠেছে অবৈধ ইজিবাইক,অটোরিক্সা ভটভটির স্ট্যান্ড। এ সমস্ত অবৈধ গাড়িগুলো রাস্তার ওপরই সারিবদ্ধভাবে পার্ক করে রাখে যাত্রী উঠানোর জন্যে, এতে রাস্তা সারাক্ষণই আটকে থাকে।

রাস্তা দিয়ে চলাফেরা করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। স্থানীয় নেতারা এগুলো নিয়ন্ত্রণ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, অধিকাংশ অটোরিক্সা, অটোবাইক,ভটভটি, হ্যালোবাইকের কোন বৈধ কাগজপত্র নেই। এমনকি কোন চালকের ও লাইসেন্স নেই। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কয়েক দফায় আলাপ আলোচনা হয়েছে। তবে এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। থানা অফিসার ইনচার্জ জানান, খুব দ্রুতই এসব ব্যাটারিচালিত রিকশা ও অটোবাইকসহ সকল প্রকার অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাহী অফিসার জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।