ঢাকা সিটি নির্র্বাচন : আর ৫ দিন

দু’এক দিনের মধ্যেই নির্বাচনী ইশতেহার

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গতকালও পথসভা, গণসংযোগ করেছেন তারা। বিশেষ করে বড় দুই দলের চার মেয়র প্রার্থী নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন। একে অন্যের বিরুদ্ধে নানা বক্তব্যও দিচ্ছেন। প্রচারণায় নির্বাচনী ইশতেহারের বিষয়টি তুলে ধরছেন। দু’একদিনের মধ্যেই ইশতেহার প্রকাশ করার কথা জানিয়েছেন। আধুনিক ও উন্নত ঢাকা গড়তে নিজেদের পরিকল্পনার বিবরণ দিয়েই ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রচারণা শেষ হবে ৩০ জানুয়ারি রাত ১২টায়। নির্বাচনের মাঠে ১৩ জন মেয়র প্রার্থী থাকলেও সবার আগ্রহ নৌকা ও ধানের শীষের চার প্রার্থীকে নিয়েই। তারা ইশতেহারে কি দেবেন, তা নিয়ে এখন আলোচনা চলছে। তথ্যমতে, আজ উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ইশতেহার ঘোষণা করবেন। তাবিথ ইতোমধ্যেই করেছেন। শেখ ফজলে নূর তাপস ২৮ জানুয়ারি করবেন। ইশরাক হোসেন আগামীকাল ঘোষণা করবেন। এছাড়াও আজ কাস্তে ও হাতপাখা প্রতীকের দুই মেয়র প্রার্থী তাদের ইশতেহার প্রকাশ করবেন আতিকুল : ঢাকা উত্তর সিটি করপোরেশনে নৌকার প্রার্থী আতিকুল ইসলাম গতকাল ১৮নং ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিন তিনি যমুনা ফিউচার পার্ক, গুলশান স্বাস্থ্য ক্লাব পার্ক, কালাচাঁদপুরসহ আশেপাশের এলাকায় প্রচারণা চালান। প্রচারণার সময় তিনি বলেন, রোববার নির্বাচনী ইশতেহার দেব। সেখানে চমক থাকবে। এতে সচল, সুস্থ ও মানবিক ঢাকা গড়ার অঙ্গীকার থাকবে। আর বেশি দিন বাকি নেই।

ভোটারদের গিয়ে বলতে হবে একটি আধুনিক ও যানজটমুক্ত শহর গড়তে নৌকায় ভোট দিতে। আমি চাই না কোন আচরণবিধি লঙ্ঘন হোক। এ জন্য স্কুলের মাঠের সমাবেশ বাতিল করেছি। এ কাজে কাউকে উৎসাহ দেব না। আমি চাই না নির্বাচনী প্রচারণায় কোন শিশু বা ছাত্রছাত্রী থাকুক। আমি চাই আগামী প্রজন্ম বেড়ে উঠুক সুস্থতায়।

তাবিথ : উত্তরে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গতকাল মিরপুর ৬ নম্বর সেকশন কাঁচাবাজার এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এদিন তিনি মিরপুরের কয়েকটি এলাকা ও ইসিবি চত্বর এলাকায় প্রচারণা চালান। প্রচারণার সময় তিনি বলেন, রাজধানীর বস্তিবাসীদের উচ্ছেদ করতে বার বার পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে। বস্তিবাসীরা অনেক কষ্টে আছেন। আমরা নির্বাচিত হতে পারলে তাদের পুনর্বাসন করব। মিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে। আমরা বিজয়ী হলে এসব নির্মূলে কাজ করব। কাউকে অন্যায় করতে দেয়া হবে না। মিরপুর গার্মেন্ট শিল্প এলাকা। কিন্তু এখানে কর্মীদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তায় আমরা কাজ করব। বিএনপি চেয়ারপারসন দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কখনও আপস করেন না বলেই মিথ্যা মামলায় তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে তা খালেদা জিয়ার পক্ষে যাবে। তাকে আটক রাখা যাবে না।

তাপস : দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস গতকাল বাবুবাজার ব্রিজের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। এদিন তিনি ৩২, ৩৫, ৩৬ ও ৩৭নং ওয়ার্ডে প্রচারণা চালান। প্রচারণার সময় তিনি বলেন, আমাদের পাঁচটি রূপরেখা- আমাদের ঐতিহ্যের ঢাকা, আমাদের সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা, আমাদের সচল ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ১ ফেব্রুয়ারির নির্বাচন ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি বিশ্বাস করি, ঢাকাবাসী নৌকায় তাদের রায় দিয়ে আমাকে সেবক হিসেবে নির্বাচিত করবে। স্ব-স্ব ওয়ার্ডে কাউন্সিলরদের নির্বাচিত করে আমাদের পথচলাকে বেগবান করবে। উন্নয়নের বিস্তারিত রূপরেখা তুলে ধরে ২৮ অথবা ২৯ জানুয়ারি নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। আমরা নগরের সব আধুনিক সেবা ও সুবিধা নিশ্চিত করতে চাই। ৩০ বছরের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা আমরা নেব। ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

ইশরাক : দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন গতকাল পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। গতকাল তিনি গোপীবাগ থেকে প্রচারণা শুরু করেন। প্রচারণার সময় তিনি বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে ভোটাররা ভরসা পাচ্ছেন। ভোটাররা এবার ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন বলে মনস্থির করেছেন। তারা এবার ভয় পাচ্ছেন না। প্রতিপক্ষ প্রার্থীর কাছে অনুরোধ, তিনিও যেন প্রভাব বিস্তার না করেন। হামলা করবে করুক, এটা আমাদেরও দেশ। কারও জমিদারি নয়, কারও দখলদারিত্ব চলবে না। আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাব। ২৭ জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা জানিয়ে ইশরাক বলেন, আমরা অনেকগুলো সমস্যা চিহ্নিত করেছি। নারী ও শিশুদের বিষয়ে বিশেষ নজর দিচ্ছি। নারী ও শিশুদের জন্য অনিরাপদ শহর হিসেবে ঢাকা এখন এক নম্বরে। আমি পরিবেশের দিকেও নজর দেবো। আমরা রাস্তাঘাটের বিষয়ে যে ধারণা দিতে চাচ্ছি সেটা হলো-কমন ইউটিলিটি টানেল। আগে কেউ এটা তাদের ইশতেহারে দিয়েছে বলে আমার জানা নেই। সেটা হলো আমরা রাস্তার নিচ দিয়ে একটা কমন টানেল করব। সেখানে সব সার্ভিসগুলো থাকবে। কতগুলো পয়েন্ট থাকবে যেখান থেকে কর্মীরা প্রবেশ করে কাজ করে বেরিয়ে আসবে। এতে প্রতি বছর রাস্তা খোঁড়াখুড়ি দরকার হবে না।

রুবেল : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল আজ নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ইশতেহার প্রকাশ করবেন। পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কাস্তে প্রতীকের এই প্রার্থী ইশতেহার প্রকাশ করবেন।

মিলন : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নগরবাসী প্রাপ্ত অধিকার পান না। বিভিন্ন কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ঢাকাবাসী লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে ঢাকাকে আধুনিক শহর উপহার দিব। ঢাকার মূল সমস্যা যানজট ও ড্রেনেজ সমস্যা। অল্প বৃষ্টি হলেই শহরের অলি-গলি পানিতে ডুবে যায়। পৃথিবীর অন্যতম বায়ু দূষণ শহর ঢাকা। ঢাকা শহরকে পরিষ্কার পরিছন্ন রেখে সে কলঙ্ক থেকে ঢাকাবাসীকে রক্ষা করব ইনশাল্লাহ। লাঙ্গল প্রতীকের এই প্রার্থী গতকাল লালবাগ মোড়, আতশখানা, চকমোগলতলী, ছোট কাটরা, বড়কাটরা, রহমতগঞ্জ, দেবীদাস রোড, পোস্তা, কিল্লার মোড়, পলাশীর মোড় এলাকায় প্রচারণা চালান।

মাসউদ : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আজ নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইশতেহার প্রকাশ করবেন তিনি।

রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ , ১২ মাঘ ১৪২৬, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

ঢাকা সিটি নির্র্বাচন : আর ৫ দিন

দু’এক দিনের মধ্যেই নির্বাচনী ইশতেহার

নিজস্ব বার্তা পরিবেশক |

image

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গতকালও পথসভা, গণসংযোগ করেছেন তারা। বিশেষ করে বড় দুই দলের চার মেয়র প্রার্থী নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন। একে অন্যের বিরুদ্ধে নানা বক্তব্যও দিচ্ছেন। প্রচারণায় নির্বাচনী ইশতেহারের বিষয়টি তুলে ধরছেন। দু’একদিনের মধ্যেই ইশতেহার প্রকাশ করার কথা জানিয়েছেন। আধুনিক ও উন্নত ঢাকা গড়তে নিজেদের পরিকল্পনার বিবরণ দিয়েই ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রচারণা শেষ হবে ৩০ জানুয়ারি রাত ১২টায়। নির্বাচনের মাঠে ১৩ জন মেয়র প্রার্থী থাকলেও সবার আগ্রহ নৌকা ও ধানের শীষের চার প্রার্থীকে নিয়েই। তারা ইশতেহারে কি দেবেন, তা নিয়ে এখন আলোচনা চলছে। তথ্যমতে, আজ উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ইশতেহার ঘোষণা করবেন। তাবিথ ইতোমধ্যেই করেছেন। শেখ ফজলে নূর তাপস ২৮ জানুয়ারি করবেন। ইশরাক হোসেন আগামীকাল ঘোষণা করবেন। এছাড়াও আজ কাস্তে ও হাতপাখা প্রতীকের দুই মেয়র প্রার্থী তাদের ইশতেহার প্রকাশ করবেন আতিকুল : ঢাকা উত্তর সিটি করপোরেশনে নৌকার প্রার্থী আতিকুল ইসলাম গতকাল ১৮নং ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিন তিনি যমুনা ফিউচার পার্ক, গুলশান স্বাস্থ্য ক্লাব পার্ক, কালাচাঁদপুরসহ আশেপাশের এলাকায় প্রচারণা চালান। প্রচারণার সময় তিনি বলেন, রোববার নির্বাচনী ইশতেহার দেব। সেখানে চমক থাকবে। এতে সচল, সুস্থ ও মানবিক ঢাকা গড়ার অঙ্গীকার থাকবে। আর বেশি দিন বাকি নেই।

ভোটারদের গিয়ে বলতে হবে একটি আধুনিক ও যানজটমুক্ত শহর গড়তে নৌকায় ভোট দিতে। আমি চাই না কোন আচরণবিধি লঙ্ঘন হোক। এ জন্য স্কুলের মাঠের সমাবেশ বাতিল করেছি। এ কাজে কাউকে উৎসাহ দেব না। আমি চাই না নির্বাচনী প্রচারণায় কোন শিশু বা ছাত্রছাত্রী থাকুক। আমি চাই আগামী প্রজন্ম বেড়ে উঠুক সুস্থতায়।

তাবিথ : উত্তরে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গতকাল মিরপুর ৬ নম্বর সেকশন কাঁচাবাজার এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এদিন তিনি মিরপুরের কয়েকটি এলাকা ও ইসিবি চত্বর এলাকায় প্রচারণা চালান। প্রচারণার সময় তিনি বলেন, রাজধানীর বস্তিবাসীদের উচ্ছেদ করতে বার বার পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে। বস্তিবাসীরা অনেক কষ্টে আছেন। আমরা নির্বাচিত হতে পারলে তাদের পুনর্বাসন করব। মিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে। আমরা বিজয়ী হলে এসব নির্মূলে কাজ করব। কাউকে অন্যায় করতে দেয়া হবে না। মিরপুর গার্মেন্ট শিল্প এলাকা। কিন্তু এখানে কর্মীদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তায় আমরা কাজ করব। বিএনপি চেয়ারপারসন দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কখনও আপস করেন না বলেই মিথ্যা মামলায় তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে তা খালেদা জিয়ার পক্ষে যাবে। তাকে আটক রাখা যাবে না।

তাপস : দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস গতকাল বাবুবাজার ব্রিজের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। এদিন তিনি ৩২, ৩৫, ৩৬ ও ৩৭নং ওয়ার্ডে প্রচারণা চালান। প্রচারণার সময় তিনি বলেন, আমাদের পাঁচটি রূপরেখা- আমাদের ঐতিহ্যের ঢাকা, আমাদের সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা, আমাদের সচল ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ১ ফেব্রুয়ারির নির্বাচন ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি বিশ্বাস করি, ঢাকাবাসী নৌকায় তাদের রায় দিয়ে আমাকে সেবক হিসেবে নির্বাচিত করবে। স্ব-স্ব ওয়ার্ডে কাউন্সিলরদের নির্বাচিত করে আমাদের পথচলাকে বেগবান করবে। উন্নয়নের বিস্তারিত রূপরেখা তুলে ধরে ২৮ অথবা ২৯ জানুয়ারি নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। আমরা নগরের সব আধুনিক সেবা ও সুবিধা নিশ্চিত করতে চাই। ৩০ বছরের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা আমরা নেব। ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

ইশরাক : দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন গতকাল পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। গতকাল তিনি গোপীবাগ থেকে প্রচারণা শুরু করেন। প্রচারণার সময় তিনি বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে ভোটাররা ভরসা পাচ্ছেন। ভোটাররা এবার ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন বলে মনস্থির করেছেন। তারা এবার ভয় পাচ্ছেন না। প্রতিপক্ষ প্রার্থীর কাছে অনুরোধ, তিনিও যেন প্রভাব বিস্তার না করেন। হামলা করবে করুক, এটা আমাদেরও দেশ। কারও জমিদারি নয়, কারও দখলদারিত্ব চলবে না। আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাব। ২৭ জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা জানিয়ে ইশরাক বলেন, আমরা অনেকগুলো সমস্যা চিহ্নিত করেছি। নারী ও শিশুদের বিষয়ে বিশেষ নজর দিচ্ছি। নারী ও শিশুদের জন্য অনিরাপদ শহর হিসেবে ঢাকা এখন এক নম্বরে। আমি পরিবেশের দিকেও নজর দেবো। আমরা রাস্তাঘাটের বিষয়ে যে ধারণা দিতে চাচ্ছি সেটা হলো-কমন ইউটিলিটি টানেল। আগে কেউ এটা তাদের ইশতেহারে দিয়েছে বলে আমার জানা নেই। সেটা হলো আমরা রাস্তার নিচ দিয়ে একটা কমন টানেল করব। সেখানে সব সার্ভিসগুলো থাকবে। কতগুলো পয়েন্ট থাকবে যেখান থেকে কর্মীরা প্রবেশ করে কাজ করে বেরিয়ে আসবে। এতে প্রতি বছর রাস্তা খোঁড়াখুড়ি দরকার হবে না।

রুবেল : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল আজ নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ইশতেহার প্রকাশ করবেন। পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কাস্তে প্রতীকের এই প্রার্থী ইশতেহার প্রকাশ করবেন।

মিলন : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নগরবাসী প্রাপ্ত অধিকার পান না। বিভিন্ন কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ঢাকাবাসী লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে ঢাকাকে আধুনিক শহর উপহার দিব। ঢাকার মূল সমস্যা যানজট ও ড্রেনেজ সমস্যা। অল্প বৃষ্টি হলেই শহরের অলি-গলি পানিতে ডুবে যায়। পৃথিবীর অন্যতম বায়ু দূষণ শহর ঢাকা। ঢাকা শহরকে পরিষ্কার পরিছন্ন রেখে সে কলঙ্ক থেকে ঢাকাবাসীকে রক্ষা করব ইনশাল্লাহ। লাঙ্গল প্রতীকের এই প্রার্থী গতকাল লালবাগ মোড়, আতশখানা, চকমোগলতলী, ছোট কাটরা, বড়কাটরা, রহমতগঞ্জ, দেবীদাস রোড, পোস্তা, কিল্লার মোড়, পলাশীর মোড় এলাকায় প্রচারণা চালান।

মাসউদ : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আজ নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইশতেহার প্রকাশ করবেন তিনি।