বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ আবার চ্যাম্পিয়ন প্যালেস্টাইন

বঙ্গবন্ধু গোল্ডকাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ফিলিস্তিন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্যালেস্টাইন ৩-১ গোলে আফ্রিকার দেশ বুরুন্ডিকে হারায়। ফাইনাল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন।

প্যালেস্টাইনের আগে মালয়েশিয়া দুই বার এই ট্রফি নিতে পেরেছিল। এরমধ্যে অবশ্য একবার মালয়েশিয়ার ক্লাব দল ছিল। জাতীয় দল হিসেবে প্যালেস্টাইনই প্রথম এবং টানা দুই বার ট্রফি জয়ের কৃতিত্ব দেখাল।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে স্বাগতিক বাংলাদেশ নেই। তাই এই ম্যাচ নিয়ে এ দেশের ফুটবল ভক্তদের আগ্রহ ছিল কম। ষষ্ঠ আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি গত আসরের চ্যাম্পিয়ন প্যালেস্টাইন ও বুরুন্ডি। গোল স্কোরিং দক্ষতায় এবারের আসরে সবাইকে ছাড়িয়ে গেছে বুরুন্ডি। কিন্তু ফাইনাল ম্যাচে ভিন্ন চিত্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিন মিনিটেই এগিয়ে যায় প্যালেস্টাইন। মোহাম্মদ দারবিশের পাস থেকে বল জালে জড়ান খালেদ সালেম। প্যালেস্টাইনের গোল উদযাপনও ছিল একেবারেই অন্যরকম।

আট মিনিটে অবশ্য এটা হাফ চান্স পেয়েছিল বুরুন্ডি। কিন্তু সেটাকে ফুল চান্স বানাতে পারেননি বুরুন্ডির অধিনায়ক আমিসি। ১০ মিনিটে ব্যবধান বাড়ায় প্যালেস্টাইন। জটলা থেকে গোল করেন প্যালেস্টাইনের অধিনায়ক সামেহ মারাবা। তিনি যে আলতো করে শট নিয়েছিলেন তা গোললাইন অতিক্রম করায় ম্যাচে ২-০ গোলের লিড নেয় প্যালেস্টাইন। ২৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করে প্যালেস্টাইন। দারবিশ আস্তে করে বল বাড়িয়ে দেন খালেদ সালেমকে। সালেম শট নিলে তা সাইড বারে লেগে ফিরে আসে। তবে ফিরতি শটে বল জালে জড়ান খারোব। বুরুন্ডির ফুটবলাররা অফ সাইডের দাবি তুললেও তা টেকেনি। এই ম্যাচের বাঁশি বাজিয়েছেন বাংলাদেশের রেফারি মিজানুর রহমান। সহকারী রেফারিও ছিলেন বাংলাদেশের একজন।

বুরুন্ডির ডিফেন্স ছিল অনেকটা অগোছালো। প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচ থেকেই যেন ছিটকে পড়ে তারা। বিরতি থেকে ফিরে গোল পরিশোধের চেষ্টা বুরুন্ডির। ৬০ মিনিটে সফল হয় তারা। ডিফেন্ডার এনডিকুমানার গোলে ব্যবধান কমায় বুরুন্ডি। কিন্তু ম্যাচের বাকিটা সময় আর পেরে ওঠেনি বুরুন্ডি। এর ফলে ৩-১ গোলের জয় দিয়েই বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা উদযাপন করে প্যালেস্টাইন।

আরও খবর
খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
অবশ্যই আন্তর্জাতিক আদালতের রায় মানতে হবে তথ্যমন্ত্রী
ভারত থেকে আর পিয়াজ আনা হবে না টিপু মুনশি
অবৈধ ডিটিএইচ ও নিষিদ্ধ চ্যানেল সম্প্রচারে
কুড়িগ্রামে আইনজীবীর পুত্রসহ দুই শিক্ষার্থীকে অপহরণ
আজ থেকে দুই রুটে ১০টি দ্বিতল বাস চলবে
বোমা হামলায় জড়িত ২ জঙ্গি গ্রেফতার
পর্দা নামল সৈকত সাংস্কৃতিক উৎসবের
ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু
প্রাঙ্গণেমোর’র নাটক ‘মাইকেল মধুসূদন’ মঞ্চায়ন
চীনের সেরা কবির পুরস্কার পেলেন কবি মুহম্মদ সামাদ
বাংলাদেশ-ভারতের ১৩ গুণীকে সম্মাননা
মাগুরায় দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা শুরু
কিশোরী গণধর্ষণ : ৪ জন গ্রেফতার
ঢাবি ছাত্রীর শোকজের নোটিশ ছাত্রলীগের হাতে
গুলিস্তানে সুন্দরবন মার্কেটে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা : পাঁচ ব্যবসায়ী আহত

রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ , ১২ মাঘ ১৪২৬, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ আবার চ্যাম্পিয়ন প্যালেস্টাইন

ক্রীড়া বার্তা পরিবেশক

বঙ্গবন্ধু গোল্ডকাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ফিলিস্তিন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্যালেস্টাইন ৩-১ গোলে আফ্রিকার দেশ বুরুন্ডিকে হারায়। ফাইনাল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন।

প্যালেস্টাইনের আগে মালয়েশিয়া দুই বার এই ট্রফি নিতে পেরেছিল। এরমধ্যে অবশ্য একবার মালয়েশিয়ার ক্লাব দল ছিল। জাতীয় দল হিসেবে প্যালেস্টাইনই প্রথম এবং টানা দুই বার ট্রফি জয়ের কৃতিত্ব দেখাল।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে স্বাগতিক বাংলাদেশ নেই। তাই এই ম্যাচ নিয়ে এ দেশের ফুটবল ভক্তদের আগ্রহ ছিল কম। ষষ্ঠ আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি গত আসরের চ্যাম্পিয়ন প্যালেস্টাইন ও বুরুন্ডি। গোল স্কোরিং দক্ষতায় এবারের আসরে সবাইকে ছাড়িয়ে গেছে বুরুন্ডি। কিন্তু ফাইনাল ম্যাচে ভিন্ন চিত্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিন মিনিটেই এগিয়ে যায় প্যালেস্টাইন। মোহাম্মদ দারবিশের পাস থেকে বল জালে জড়ান খালেদ সালেম। প্যালেস্টাইনের গোল উদযাপনও ছিল একেবারেই অন্যরকম।

আট মিনিটে অবশ্য এটা হাফ চান্স পেয়েছিল বুরুন্ডি। কিন্তু সেটাকে ফুল চান্স বানাতে পারেননি বুরুন্ডির অধিনায়ক আমিসি। ১০ মিনিটে ব্যবধান বাড়ায় প্যালেস্টাইন। জটলা থেকে গোল করেন প্যালেস্টাইনের অধিনায়ক সামেহ মারাবা। তিনি যে আলতো করে শট নিয়েছিলেন তা গোললাইন অতিক্রম করায় ম্যাচে ২-০ গোলের লিড নেয় প্যালেস্টাইন। ২৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করে প্যালেস্টাইন। দারবিশ আস্তে করে বল বাড়িয়ে দেন খালেদ সালেমকে। সালেম শট নিলে তা সাইড বারে লেগে ফিরে আসে। তবে ফিরতি শটে বল জালে জড়ান খারোব। বুরুন্ডির ফুটবলাররা অফ সাইডের দাবি তুললেও তা টেকেনি। এই ম্যাচের বাঁশি বাজিয়েছেন বাংলাদেশের রেফারি মিজানুর রহমান। সহকারী রেফারিও ছিলেন বাংলাদেশের একজন।

বুরুন্ডির ডিফেন্স ছিল অনেকটা অগোছালো। প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচ থেকেই যেন ছিটকে পড়ে তারা। বিরতি থেকে ফিরে গোল পরিশোধের চেষ্টা বুরুন্ডির। ৬০ মিনিটে সফল হয় তারা। ডিফেন্ডার এনডিকুমানার গোলে ব্যবধান কমায় বুরুন্ডি। কিন্তু ম্যাচের বাকিটা সময় আর পেরে ওঠেনি বুরুন্ডি। এর ফলে ৩-১ গোলের জয় দিয়েই বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা উদযাপন করে প্যালেস্টাইন।