কুড়িগ্রামে আইনজীবীর পুত্রসহ দুই শিক্ষার্থীকে অপহরণ

ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফকরুল ইসলামের ছেলেসহ দুই শিক্ষার্থী অপহরণের ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ২১ জানুয়ারি দুপুরে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। পরে তাদের অভিভাবকের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃত দুই শিক্ষার্থী দিবস ও ধ্রুবকে উদ্ধার করা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে নিরাপত্তাহীনতার কারণে তাদের অভিভাবকরা এ বিষয়ে কোন কথা বলছেন না।

অপহৃতদের পারিবারিক সূত্র জানায়, ধানমন্ডির ভিএইচ ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী তানজীব আল দিবস ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান ধ্রুব গত ২১ জানুয়ারি দুপুর ২টা ২৫ মিনিটে তাজমহল রোডের মিনার মসজিদ এলাকা থেকে অপহৃত হন। তারা দু’জন সম্পর্কে মামা ভাগ্নে। একদল অপহরণকারী অস্ত্রের মুখে তাদের অপহরণ করে একটি প্রাইভেট কারযোগে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের হাত-পা-মুখ বেঁধে গাড়ির ভেতর ফেলে রাখে। এ সময় গাড়িতে উচ্চস্বরে গান বাজানো হয়। এ নিয়ে কুড়িগ্রামে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার সর্বশেষ অবস্থা জানতে উদ্বিগ্ন বিভিন্ন পেশার মানুষ খোঁজ নিতে শুরু করে। একই সঙ্গে ঢাকায় পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিবসের অপহরণের ঘটনা জানার পর থেকে তার মা বার বার মূর্চ্ছা যাচ্ছে। কুড়িগ্রামের সিনিয়র আইনজীবী অ্যাডভোকট আমজাদ হোসেন ও অ্যাডভোকেট শামসুল হক সরকার জানান, অপহরণের ঘটনা শোনার পর থেকে ঢাকায় পড়া তাদের নিজ নিজ সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছেন।

এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি জিডি করেন অপহৃতদের অভিভাবকরা। (জিডি নং-১১৭৮-তারিখ ২১-০১-২০২০)। পরে শুক্রবার মোহাম্মদপুর থানায় একটি মামলায় (মামলা নম্বর-৮০-তারিখ ২৪-০১-২০২০) অজ্ঞাত পরিচয় আসামিদের অপহরণে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।

দিবসের পারিবারিক সূত্র জানায়, অপহরণের পর অমানুষিক নির্যাতন শুরু করে অপরহরণকারীরা। কয়েকটি টেলিটক নম্বরে দিবসের বাবা অ্যাডভোকেট ফকরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়া ‘থানা পুলিশ করলে কিংবা পত্রিকায় প্রকাশ করলে মেরে ফেলা হবে’ মর্মে হুমকিও দেয়া হয় কয়েক দফায়। সে কারণে পুরো পরিবার এখনও আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। তাই দিবসের সর্বশেষ অবস্থান সম্পর্কে তার পরিবার পরিস্কার কোন ধারণা না দিলেও একাধিক সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে অপহৃতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য পুলিশ এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহীন জানান, রংপুর মিঠাপুকুর এলাকার তার মক্কেল জনৈক দুলু (০১৩০৯৪১১৫৪৩) মোবাইলে জানান, ফকরুল স্যারের পূত্র দিবসকে অপহরণ করেছে মশিউর রহমান পাপ্পুর গ্রুপ। পাপ্পু অপহরণ, প্রতারণাসহ নানা অপকর্মের গডফাদার। তার নামে কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম আদালতে প্রতারণার অভিযোগে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার পিতার নাম মতিউর রহমান মন্ডল। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটায়। আর ঢাকায় ১/৪ ব্লক-এ, লালমাটিয়া, মোহাম্মদপুরে। কথিত দুলু আরও দাবি করেন পাপ্পুর লোকজন ঢাকায় তাকেও অপহরণ করে। ৩৩ দিন অবরুদ্ধ থাকবার পর গত ২০ জানুয়ারি কৌশলে পালিয়ে আসেন। জিম্মি থাকা অবস্থায় পাপ্পুসহ অন্যদের আলোচনা করতে শোনেন পরবর্তী টার্গেট অ্যাডভোকেট ফকরুল ইসলামের পুত্র দিবস।

কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সেতু জানান, মশিউর রহমান পাপ্পু ডাকাতি, প্রতারণাসহ ৪টি মামলায় কুড়িগ্রামে জেলহাজতে ছিল। সিনিয়র অ্যাডভোকেট ফকরুল ইসলাম তার জামিন করায়। এখনও কুড়িগ্রাম আদালতে জিআর-৩১০/১৮, সিআর-২১২/১৯, সিআর-২০৫/১৯ মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় মশিউরসহ তার বাবা পলাতক আসামি।

ঢাকায় কর্মরত আইনজীবী অ্যাডভোকেট তানজীমুল ইসলাম প্যারিস জানান, দিবস অপহৃত হওয়ার দিন সকাল ১০টার দিকে কুড়িগ্রামের উলিপুর এলাকার জনৈক নিশান ফোন করে জানান, দিবস যেন আজ বাড়ি থেকে বের না হয়। এরপর থেকে নিশানেরও ফোন বন্ধ রয়েছে।

এ ব্যাপারে অ্যাডভোকেট ফকরুল ইসলাম জানান, এখনও অপহৃতদের উদ্ধার করার কোন খবর তারা পাননি। মামলা হয়েছে এবং পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।

ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি মোবাইলে অপহরণ মামলার সত্যতার কথা স্বীকার করে বলেন দিবস ও ধ্রুবকে পুলিশ উদ্ধারে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও খবর
খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
অবশ্যই আন্তর্জাতিক আদালতের রায় মানতে হবে তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ আবার চ্যাম্পিয়ন প্যালেস্টাইন
ভারত থেকে আর পিয়াজ আনা হবে না টিপু মুনশি
অবৈধ ডিটিএইচ ও নিষিদ্ধ চ্যানেল সম্প্রচারে
আজ থেকে দুই রুটে ১০টি দ্বিতল বাস চলবে
বোমা হামলায় জড়িত ২ জঙ্গি গ্রেফতার
পর্দা নামল সৈকত সাংস্কৃতিক উৎসবের
ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু
প্রাঙ্গণেমোর’র নাটক ‘মাইকেল মধুসূদন’ মঞ্চায়ন
চীনের সেরা কবির পুরস্কার পেলেন কবি মুহম্মদ সামাদ
বাংলাদেশ-ভারতের ১৩ গুণীকে সম্মাননা
মাগুরায় দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা শুরু
কিশোরী গণধর্ষণ : ৪ জন গ্রেফতার
ঢাবি ছাত্রীর শোকজের নোটিশ ছাত্রলীগের হাতে
গুলিস্তানে সুন্দরবন মার্কেটে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা : পাঁচ ব্যবসায়ী আহত

রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ , ১২ মাঘ ১৪২৬, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

কুড়িগ্রামে আইনজীবীর পুত্রসহ দুই শিক্ষার্থীকে অপহরণ

ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি

প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফকরুল ইসলামের ছেলেসহ দুই শিক্ষার্থী অপহরণের ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ২১ জানুয়ারি দুপুরে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। পরে তাদের অভিভাবকের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃত দুই শিক্ষার্থী দিবস ও ধ্রুবকে উদ্ধার করা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে নিরাপত্তাহীনতার কারণে তাদের অভিভাবকরা এ বিষয়ে কোন কথা বলছেন না।

অপহৃতদের পারিবারিক সূত্র জানায়, ধানমন্ডির ভিএইচ ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী তানজীব আল দিবস ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান ধ্রুব গত ২১ জানুয়ারি দুপুর ২টা ২৫ মিনিটে তাজমহল রোডের মিনার মসজিদ এলাকা থেকে অপহৃত হন। তারা দু’জন সম্পর্কে মামা ভাগ্নে। একদল অপহরণকারী অস্ত্রের মুখে তাদের অপহরণ করে একটি প্রাইভেট কারযোগে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের হাত-পা-মুখ বেঁধে গাড়ির ভেতর ফেলে রাখে। এ সময় গাড়িতে উচ্চস্বরে গান বাজানো হয়। এ নিয়ে কুড়িগ্রামে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার সর্বশেষ অবস্থা জানতে উদ্বিগ্ন বিভিন্ন পেশার মানুষ খোঁজ নিতে শুরু করে। একই সঙ্গে ঢাকায় পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিবসের অপহরণের ঘটনা জানার পর থেকে তার মা বার বার মূর্চ্ছা যাচ্ছে। কুড়িগ্রামের সিনিয়র আইনজীবী অ্যাডভোকট আমজাদ হোসেন ও অ্যাডভোকেট শামসুল হক সরকার জানান, অপহরণের ঘটনা শোনার পর থেকে ঢাকায় পড়া তাদের নিজ নিজ সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছেন।

এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি জিডি করেন অপহৃতদের অভিভাবকরা। (জিডি নং-১১৭৮-তারিখ ২১-০১-২০২০)। পরে শুক্রবার মোহাম্মদপুর থানায় একটি মামলায় (মামলা নম্বর-৮০-তারিখ ২৪-০১-২০২০) অজ্ঞাত পরিচয় আসামিদের অপহরণে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।

দিবসের পারিবারিক সূত্র জানায়, অপহরণের পর অমানুষিক নির্যাতন শুরু করে অপরহরণকারীরা। কয়েকটি টেলিটক নম্বরে দিবসের বাবা অ্যাডভোকেট ফকরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়া ‘থানা পুলিশ করলে কিংবা পত্রিকায় প্রকাশ করলে মেরে ফেলা হবে’ মর্মে হুমকিও দেয়া হয় কয়েক দফায়। সে কারণে পুরো পরিবার এখনও আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। তাই দিবসের সর্বশেষ অবস্থান সম্পর্কে তার পরিবার পরিস্কার কোন ধারণা না দিলেও একাধিক সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে অপহৃতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য পুলিশ এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহীন জানান, রংপুর মিঠাপুকুর এলাকার তার মক্কেল জনৈক দুলু (০১৩০৯৪১১৫৪৩) মোবাইলে জানান, ফকরুল স্যারের পূত্র দিবসকে অপহরণ করেছে মশিউর রহমান পাপ্পুর গ্রুপ। পাপ্পু অপহরণ, প্রতারণাসহ নানা অপকর্মের গডফাদার। তার নামে কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম আদালতে প্রতারণার অভিযোগে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার পিতার নাম মতিউর রহমান মন্ডল। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটায়। আর ঢাকায় ১/৪ ব্লক-এ, লালমাটিয়া, মোহাম্মদপুরে। কথিত দুলু আরও দাবি করেন পাপ্পুর লোকজন ঢাকায় তাকেও অপহরণ করে। ৩৩ দিন অবরুদ্ধ থাকবার পর গত ২০ জানুয়ারি কৌশলে পালিয়ে আসেন। জিম্মি থাকা অবস্থায় পাপ্পুসহ অন্যদের আলোচনা করতে শোনেন পরবর্তী টার্গেট অ্যাডভোকেট ফকরুল ইসলামের পুত্র দিবস।

কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সেতু জানান, মশিউর রহমান পাপ্পু ডাকাতি, প্রতারণাসহ ৪টি মামলায় কুড়িগ্রামে জেলহাজতে ছিল। সিনিয়র অ্যাডভোকেট ফকরুল ইসলাম তার জামিন করায়। এখনও কুড়িগ্রাম আদালতে জিআর-৩১০/১৮, সিআর-২১২/১৯, সিআর-২০৫/১৯ মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় মশিউরসহ তার বাবা পলাতক আসামি।

ঢাকায় কর্মরত আইনজীবী অ্যাডভোকেট তানজীমুল ইসলাম প্যারিস জানান, দিবস অপহৃত হওয়ার দিন সকাল ১০টার দিকে কুড়িগ্রামের উলিপুর এলাকার জনৈক নিশান ফোন করে জানান, দিবস যেন আজ বাড়ি থেকে বের না হয়। এরপর থেকে নিশানেরও ফোন বন্ধ রয়েছে।

এ ব্যাপারে অ্যাডভোকেট ফকরুল ইসলাম জানান, এখনও অপহৃতদের উদ্ধার করার কোন খবর তারা পাননি। মামলা হয়েছে এবং পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।

ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি মোবাইলে অপহরণ মামলার সত্যতার কথা স্বীকার করে বলেন দিবস ও ধ্রুবকে পুলিশ উদ্ধারে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।