আজ থেকে দুই রুটে ১০টি দ্বিতল বাস চলবে

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়তের সুবিধার্থে বিআরটিসির ১০টি দ্বিতল বাস উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতল বাসগুলো আজ থেকে মহানগরীর দুটি সড়কে দুই শিফটে যাতায়ত করার কথা রয়েছে। বাসগুলো আরও আগে পেলেও দোতলা বাসের চালক সংকট ও পরিবহন ব্যয়ের সংস্থান নিয়ে দীর্ঘ নয় মাস ঝুলে থাকে বাস চলাচলের বিষয়টি। বাস চালক- হেলপারের বেতন, জ্বালানি ও আনুষাঙ্গিক খরচ জেলা প্রশাসন, বিআরটিসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড ও সংশ্লিষ্ট শিক্ষা অফিসার সমন্বয় করতে আগ্রহী হওয়ায় অবশেষে আজ থেকে বাসগুলো চলাচল করবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। গতকাল সকালে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে স্কুল শিক্ষার্থীদের বাসগুলো সার্ভিস উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভাড়া আদায়ের জন্য সুপারভাইজারের বদলে বাসের সামনে ও পিছনের অংশে দুটি বক্স থাকবে তালাবদ্ধ। ‘সততা বক্স’ নামের এই বক্সগুলোতে নিজের উদ্যোগেই ফেলতে হবে ওই ৫ টাকা। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা শিখানোর জন্য এটি একটি মহৎ উদ্যোগ। প্রত্যেক বাসে কমপক্ষে ১০০ জন শিক্ষার্থী উঠতে পারবে। দ্বিতল বাসের প্রতি ফ্লোরে একাধিক সিসি ক্যামেরা থাকবে এবং শিক্ষার্থীরা বাসে উঠে কী করছে তা একটি নির্দিষ্ট সফট্ওয়ারে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেখা যাবে। প্রধানমন্ত্রী এ উদ্যোগ নেয়ার কারণে কার বা অন্যান্য প্রাইভেট গাড়ি করে সন্তানকে নিয়ে অভিভাবকদের স্কুলে আসা-যাওয়া করতে হবে না। এতে করে একদিকে যানজট কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে।

জানা গেছে, নগরীর দুটি সড়কে ১০টি বাস মর্নিং ও ইভিনিং শিফটে চলবে। যেখানেই নামুক না কেন, শিক্ষক্ষার্থীদের ভাড়া গুণতে হবে মাত্র ৫ টাকা। দ্বিতল বাসগুলো দুই সড়কে মর্নিং ও ইভিনিং শিফটে চলাচল করবে। শিক্ষার্থীদের জন্য ভাড়া পাঁচ টাকা করে রুট নির্ধারণ করে ওই বাবদ সাড়ে চার লাখ টাকা আয় হলেও ব্যয় হবে সাড়ে নয় লাখ টাকা।

ঘাটতি পূরণের জন্য বেসরকারি প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সঙ্গে মাসিক পাঁচ লাখ টাকা হারে বছরে এক কোটি ২০ লাখ টাকায় ২ বছরের জন্য একটি বিজ্ঞাপনের মাসিক চুক্তি করা হয়েছে। বিআরটিসি চট্টগ্রাম ডিপোর ম্যানেজার (অপারেশনস) এমজে রহমান এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুলের মধ্যে সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চুক্তি সম্পাদিত হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক জানান, ১নং রুটের বাসগুলো বহদ্দারহাট থেকে ছেড়ে বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, কোতোয়ালি হয়ে নিউমার্কেট যাবে। একইভাবে নিউমার্কেট থেকে ছেড়ে কোতোয়ালি, আন্দরকিল্লা, জামালখান, চকবাজার, বাদুরতলা হয়ে বহদ্দারহাট যাবে।

অন্যদিকে ২নং রুটের বাসগুলো অক্সিজেন, মুরাদপুর, ২নং গেট, জিইসি মোড়, ওয়াসা, টাইগারপাস হয়ে আগ্রাবাদ যাবে। একইভাবে আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, জিইসি মোড়, ২নং গেট, মুরাদপুর হয়ে অক্সিজেন যাবে।

আরও খবর
খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
অবশ্যই আন্তর্জাতিক আদালতের রায় মানতে হবে তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ আবার চ্যাম্পিয়ন প্যালেস্টাইন
ভারত থেকে আর পিয়াজ আনা হবে না টিপু মুনশি
অবৈধ ডিটিএইচ ও নিষিদ্ধ চ্যানেল সম্প্রচারে
কুড়িগ্রামে আইনজীবীর পুত্রসহ দুই শিক্ষার্থীকে অপহরণ
বোমা হামলায় জড়িত ২ জঙ্গি গ্রেফতার
পর্দা নামল সৈকত সাংস্কৃতিক উৎসবের
ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু
প্রাঙ্গণেমোর’র নাটক ‘মাইকেল মধুসূদন’ মঞ্চায়ন
চীনের সেরা কবির পুরস্কার পেলেন কবি মুহম্মদ সামাদ
বাংলাদেশ-ভারতের ১৩ গুণীকে সম্মাননা
মাগুরায় দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা শুরু
কিশোরী গণধর্ষণ : ৪ জন গ্রেফতার
ঢাবি ছাত্রীর শোকজের নোটিশ ছাত্রলীগের হাতে
গুলিস্তানে সুন্দরবন মার্কেটে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা : পাঁচ ব্যবসায়ী আহত

রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ , ১২ মাঘ ১৪২৬, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

চট্টগ্রাম মহানগরীতে

আজ থেকে দুই রুটে ১০টি দ্বিতল বাস চলবে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়তের সুবিধার্থে বিআরটিসির ১০টি দ্বিতল বাস উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতল বাসগুলো আজ থেকে মহানগরীর দুটি সড়কে দুই শিফটে যাতায়ত করার কথা রয়েছে। বাসগুলো আরও আগে পেলেও দোতলা বাসের চালক সংকট ও পরিবহন ব্যয়ের সংস্থান নিয়ে দীর্ঘ নয় মাস ঝুলে থাকে বাস চলাচলের বিষয়টি। বাস চালক- হেলপারের বেতন, জ্বালানি ও আনুষাঙ্গিক খরচ জেলা প্রশাসন, বিআরটিসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড ও সংশ্লিষ্ট শিক্ষা অফিসার সমন্বয় করতে আগ্রহী হওয়ায় অবশেষে আজ থেকে বাসগুলো চলাচল করবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। গতকাল সকালে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে স্কুল শিক্ষার্থীদের বাসগুলো সার্ভিস উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভাড়া আদায়ের জন্য সুপারভাইজারের বদলে বাসের সামনে ও পিছনের অংশে দুটি বক্স থাকবে তালাবদ্ধ। ‘সততা বক্স’ নামের এই বক্সগুলোতে নিজের উদ্যোগেই ফেলতে হবে ওই ৫ টাকা। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা শিখানোর জন্য এটি একটি মহৎ উদ্যোগ। প্রত্যেক বাসে কমপক্ষে ১০০ জন শিক্ষার্থী উঠতে পারবে। দ্বিতল বাসের প্রতি ফ্লোরে একাধিক সিসি ক্যামেরা থাকবে এবং শিক্ষার্থীরা বাসে উঠে কী করছে তা একটি নির্দিষ্ট সফট্ওয়ারে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেখা যাবে। প্রধানমন্ত্রী এ উদ্যোগ নেয়ার কারণে কার বা অন্যান্য প্রাইভেট গাড়ি করে সন্তানকে নিয়ে অভিভাবকদের স্কুলে আসা-যাওয়া করতে হবে না। এতে করে একদিকে যানজট কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে।

জানা গেছে, নগরীর দুটি সড়কে ১০টি বাস মর্নিং ও ইভিনিং শিফটে চলবে। যেখানেই নামুক না কেন, শিক্ষক্ষার্থীদের ভাড়া গুণতে হবে মাত্র ৫ টাকা। দ্বিতল বাসগুলো দুই সড়কে মর্নিং ও ইভিনিং শিফটে চলাচল করবে। শিক্ষার্থীদের জন্য ভাড়া পাঁচ টাকা করে রুট নির্ধারণ করে ওই বাবদ সাড়ে চার লাখ টাকা আয় হলেও ব্যয় হবে সাড়ে নয় লাখ টাকা।

ঘাটতি পূরণের জন্য বেসরকারি প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সঙ্গে মাসিক পাঁচ লাখ টাকা হারে বছরে এক কোটি ২০ লাখ টাকায় ২ বছরের জন্য একটি বিজ্ঞাপনের মাসিক চুক্তি করা হয়েছে। বিআরটিসি চট্টগ্রাম ডিপোর ম্যানেজার (অপারেশনস) এমজে রহমান এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুলের মধ্যে সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চুক্তি সম্পাদিত হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক জানান, ১নং রুটের বাসগুলো বহদ্দারহাট থেকে ছেড়ে বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, কোতোয়ালি হয়ে নিউমার্কেট যাবে। একইভাবে নিউমার্কেট থেকে ছেড়ে কোতোয়ালি, আন্দরকিল্লা, জামালখান, চকবাজার, বাদুরতলা হয়ে বহদ্দারহাট যাবে।

অন্যদিকে ২নং রুটের বাসগুলো অক্সিজেন, মুরাদপুর, ২নং গেট, জিইসি মোড়, ওয়াসা, টাইগারপাস হয়ে আগ্রাবাদ যাবে। একইভাবে আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, জিইসি মোড়, ২নং গেট, মুরাদপুর হয়ে অক্সিজেন যাবে।