গুলিস্তানে সুন্দরবন মার্কেটে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা : পাঁচ ব্যবসায়ী আহত

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে এক যুবলীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। হামলায় অন্তত পাঁচ ব্যবসায়ীআহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

ঢামেক সূত্র জানায়, আহতরা হলেনÑ মাঈনুল ইসলাম মামুন (৪৮), ফারুক হোসেন পলাশ (৩৫), সাকিব (৪০) কাউসার (৪৫) ও ওমর সানি (৪০)। তাদের মধ্যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মামুন ও পলাশের অবস্থা গুরুতর। দুজনই মাথায় আঘাত পেয়েছেন।

দোকান মালিক সমিতির সহসভাপতি ব্যবসায়ী আবু বক্কার সিদ্দিক সাংবাদিকদের অভিযোগে বলেন, গতকাল সহ-সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে সমিতির নেতারা মার্কেটে গেলে যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদের ক্যাডাররা হামলা চালায়। শাহাবুদ্দিনের নির্দেশে ৩৪ নম্বর ওয়ার্ডের রনি, ৩৪ নম্বর যুবলীগের সাধারণ সম্পাদক আহাদ বাপ্পিসহ ৬০-৭০ জন লোক লাঠিসোটা নিয়ে সমিতির অফিসে হামলা করে ভাংচুর করে।

তিনি আরও বলেন, ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সহায়তায় যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ কয়েক বছর আগে জোরপূর্বক সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতি দখল করে। এরপরই ওই মার্কেটে অবৈধভাবে ১ হাজার ২০০ দোকান বানিয়ে নিজেই বিক্রি করেন। এ নিয়ে সিটি করপোরেশনসহ বিভিন্ন দফতরে মার্কেটের নির্বাচিত কমিটিঅভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ক্যাসিনোকান্ডে জড়িত অভিযোগে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন শাহাবুদ্দিনের ব্যাংক হিসাব তলব করেছে বলেও তিনি অভিযোগ করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের কারো মাথা ফেটে গেছে আবার কারো বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

আরও খবর
খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
অবশ্যই আন্তর্জাতিক আদালতের রায় মানতে হবে তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ আবার চ্যাম্পিয়ন প্যালেস্টাইন
ভারত থেকে আর পিয়াজ আনা হবে না টিপু মুনশি
অবৈধ ডিটিএইচ ও নিষিদ্ধ চ্যানেল সম্প্রচারে
কুড়িগ্রামে আইনজীবীর পুত্রসহ দুই শিক্ষার্থীকে অপহরণ
আজ থেকে দুই রুটে ১০টি দ্বিতল বাস চলবে
বোমা হামলায় জড়িত ২ জঙ্গি গ্রেফতার
পর্দা নামল সৈকত সাংস্কৃতিক উৎসবের
ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু
প্রাঙ্গণেমোর’র নাটক ‘মাইকেল মধুসূদন’ মঞ্চায়ন
চীনের সেরা কবির পুরস্কার পেলেন কবি মুহম্মদ সামাদ
বাংলাদেশ-ভারতের ১৩ গুণীকে সম্মাননা
মাগুরায় দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা শুরু
কিশোরী গণধর্ষণ : ৪ জন গ্রেফতার
ঢাবি ছাত্রীর শোকজের নোটিশ ছাত্রলীগের হাতে

রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ , ১২ মাঘ ১৪২৬, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা : পাঁচ ব্যবসায়ী আহত

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে এক যুবলীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। হামলায় অন্তত পাঁচ ব্যবসায়ীআহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

ঢামেক সূত্র জানায়, আহতরা হলেনÑ মাঈনুল ইসলাম মামুন (৪৮), ফারুক হোসেন পলাশ (৩৫), সাকিব (৪০) কাউসার (৪৫) ও ওমর সানি (৪০)। তাদের মধ্যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মামুন ও পলাশের অবস্থা গুরুতর। দুজনই মাথায় আঘাত পেয়েছেন।

দোকান মালিক সমিতির সহসভাপতি ব্যবসায়ী আবু বক্কার সিদ্দিক সাংবাদিকদের অভিযোগে বলেন, গতকাল সহ-সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে সমিতির নেতারা মার্কেটে গেলে যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদের ক্যাডাররা হামলা চালায়। শাহাবুদ্দিনের নির্দেশে ৩৪ নম্বর ওয়ার্ডের রনি, ৩৪ নম্বর যুবলীগের সাধারণ সম্পাদক আহাদ বাপ্পিসহ ৬০-৭০ জন লোক লাঠিসোটা নিয়ে সমিতির অফিসে হামলা করে ভাংচুর করে।

তিনি আরও বলেন, ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সহায়তায় যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ কয়েক বছর আগে জোরপূর্বক সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতি দখল করে। এরপরই ওই মার্কেটে অবৈধভাবে ১ হাজার ২০০ দোকান বানিয়ে নিজেই বিক্রি করেন। এ নিয়ে সিটি করপোরেশনসহ বিভিন্ন দফতরে মার্কেটের নির্বাচিত কমিটিঅভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ক্যাসিনোকান্ডে জড়িত অভিযোগে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন শাহাবুদ্দিনের ব্যাংক হিসাব তলব করেছে বলেও তিনি অভিযোগ করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের কারো মাথা ফেটে গেছে আবার কারো বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।