বাণিজ্যমেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত

নির্বাচন উপলক্ষে বন্ধ থাকবে দুই দিন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বন্ধ রেখে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয় বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে জানানো হয়। এর আগে গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘আজকেই মেয়াদ বড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেলার মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। এ কারণে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে। তিনি আরও বলেন, ‘এবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে তিন ফেব্রুয়ারি সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সংক্রান্ত চিঠিটি আমরা ইতোমধ্যে মেলা আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছে পাঠিয়েছি।

বাণিজ্যমেলার মেয়াদ বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় ইপিবি। ব্যবসায়ীদের দেয়া প্রস্তাব ছিল এক সপ্তাহ। ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলার সময় আট দিন বাড়ানোর আবেদন করা হয়েছিল।নিয়মানুযায়ী এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৫তম আসর। এ মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। মাসব্যাপী বাণিজ্যমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ , ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

বাণিজ্যমেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত

নির্বাচন উপলক্ষে বন্ধ থাকবে দুই দিন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বন্ধ রেখে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয় বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে জানানো হয়। এর আগে গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘আজকেই মেয়াদ বড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেলার মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। এ কারণে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে। তিনি আরও বলেন, ‘এবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে তিন ফেব্রুয়ারি সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সংক্রান্ত চিঠিটি আমরা ইতোমধ্যে মেলা আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছে পাঠিয়েছি।

বাণিজ্যমেলার মেয়াদ বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় ইপিবি। ব্যবসায়ীদের দেয়া প্রস্তাব ছিল এক সপ্তাহ। ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলার সময় আট দিন বাড়ানোর আবেদন করা হয়েছিল।নিয়মানুযায়ী এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৫তম আসর। এ মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। মাসব্যাপী বাণিজ্যমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।