চৌগাছায় নারীর চুল কর্তন : ধৃত ৭

যশোরের চৌগাছায় জোরপূর্বক এক নারীর (২৮) মাথার চুল কেটে দেয়ার অভিযোগে ৫ নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মাসখানেক আগে ওই নারীর সঙ্গে তার স্বামীর পারিবারিক দ্বন্দ্ব হয়। গ্রাম্য সালিশ বিচারে তা মীমাংসা হয়ে যায়। সে ঘটনার সূত্র ধরে প্রতিবেশী কয়েক নারী ও পুরুষ রোববার সকালে ওই নারীকে মারধর করে এবং তার চুল কেটে নেয়। এ ঘটনায় ওই নারী চৌগাছা হাসপাতালে ভর্তি হয় এবং তার স্বামী রোববার বেলা ১১টার দিকে চৌগাছা থানায় ৫ নারীসহ ৯ ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযান রোববারই ৫ নারীসহ অভিযুক্ত ৭ ব্যক্তিকে আটক করে। চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন থাকা রফিকুলের স্ত্রী জানান, তিনি নকশিকাঁথা, বিছানা চাদরসহ বিভিন্ন প্রকার হাতের কাজ করেন। এতে তিনি বেশ আয় করেন এবং সচ্ছলভাবে জীবনযাপন করেন। এ কারণে তার প্রতিবেশীদের ধারণা আমার চরিত্র ভাল না তাই তারা আমাকে বেদম মারপিট করেছে এবং মাথার চুল কেটে দিয়েছে।

আরও খবর
করাইল সেতুর সংযোগ সড়ক নির্মাণ হয়নি এক বছরেও!
চান্দিনায় মাইক্রোবাসে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা
শেবাচিমের জমিতে ঘর তুলে দৈনিক অর্ধলক্ষ ভাড়া বাণিজ্য
মনোহরদীতে মহিলা চোর চক্রের সাত সদস্য আটক
সিসিটিভির আওতায় মৌলভীবাজার শহর
মায়ানমার থেকে ফিরলেন ৩২ বাংলাদেশি জেলে
লক্ষ্মীপুরে ব্যাংক কর্তার ঝুলন্ত দেহ উদ্ধার
রাবিতে সাবেক প্রশাসনের দুর্নীতির বিচার দাবি
৩ স্বজন হারিয়েও শহীদ পরিবারের স্বীকৃতি বঞ্চিত অতুল : মানবেতর জীবনে
যমুনা তীর আবর্জনার ভাগাড় হুমকিতে পরিবেশ জনস্বাস্থ্য
চট্টগ্রামে অভিজাত রেস্টেুরেন্টে পচা-বাসি খাবার : জরিমানা
পেটের ব্যথায় কাতর বৃদ্ধের আত্মহত্যা

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ , ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

চৌগাছায় নারীর চুল কর্তন : ধৃত ৭

প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় জোরপূর্বক এক নারীর (২৮) মাথার চুল কেটে দেয়ার অভিযোগে ৫ নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মাসখানেক আগে ওই নারীর সঙ্গে তার স্বামীর পারিবারিক দ্বন্দ্ব হয়। গ্রাম্য সালিশ বিচারে তা মীমাংসা হয়ে যায়। সে ঘটনার সূত্র ধরে প্রতিবেশী কয়েক নারী ও পুরুষ রোববার সকালে ওই নারীকে মারধর করে এবং তার চুল কেটে নেয়। এ ঘটনায় ওই নারী চৌগাছা হাসপাতালে ভর্তি হয় এবং তার স্বামী রোববার বেলা ১১টার দিকে চৌগাছা থানায় ৫ নারীসহ ৯ ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযান রোববারই ৫ নারীসহ অভিযুক্ত ৭ ব্যক্তিকে আটক করে। চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন থাকা রফিকুলের স্ত্রী জানান, তিনি নকশিকাঁথা, বিছানা চাদরসহ বিভিন্ন প্রকার হাতের কাজ করেন। এতে তিনি বেশ আয় করেন এবং সচ্ছলভাবে জীবনযাপন করেন। এ কারণে তার প্রতিবেশীদের ধারণা আমার চরিত্র ভাল না তাই তারা আমাকে বেদম মারপিট করেছে এবং মাথার চুল কেটে দিয়েছে।