উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি দুদক কমিশনার

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন কাউকে দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ ভোগ করতে দেয়া হবে না। গতকাল ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলা মিলনায়তনে কমিশন কর্তৃক আয়োজিত এক গণশুনানিতে দুদক কমিশনার এ কথা বলেন।

ভোলা জেলা প্রশাসক-এর সভাপতিত্বে গণশুনানিতে দুদক কমিশনার বলেন, দুর্নীতিপরায়নদের বিরুদ্ধে অব্যাহত আইন প্রয়োগের মাধ্যমে এমন ব্যবস্থা করা হবে যাতে কেউ দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ ভোগ করার সুযোগ না পায়। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ করা এবং দুর্নীতিগ্রস্থদের শাস্তি দেয়া দুদকের আইনি ম্যান্ডেট। এ দায়িত্ব পালনে কমিশন দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

দুদক কমিশনার বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নে দুদক দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, সরকারি পরিসেবা প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করার অধিকার সরকারি কর্মকর্তাদের নেই। তাই হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে সরকারি পরিসেবা নিশ্চিত করতে হবে। জনগণ কাক্সিক্ষত সেবা পাচ্ছে কি-না তা অনুধাবন এবং তা নিশ্চিত করার জন্যই দেশব্যাপী কমিশন এ জাতীয় গণশুনানি করছে।

কমিশনার আক্ষেপ করে বলেন সীমাহীন লোভই মানুষকে দুর্নীতিগ্রস্থ করে তোলে। এই লোভ একটি কঠিন মানসিক রোগ। আমি সবাইকে অনুরোধ জানাই আসুন, নিজে দুর্নীতিমুক্ত থাকি এবং অন্যের দুর্নীতিকে দৃঢ়ভাবে ‘না’ বলি।

গণশুনানিতে উত্থাপিত অধিকাংশ অভিযোগই তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করেন দুদক কমিশনার। স্থানীয় জেলা প্রশাসকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়েশ বোরহানউদ্দীন উপজেলা চেয়ারম্যান প্রমুখ।

আরও খবর
বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্র
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়
চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে কাজ করতে হবে শিক্ষামন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন আইন অনুমোদন
ডে কেয়ার সেন্টার স্থাপনে নিবন্ধন বাধ্যতামূলক
বিএনপি আচরণবিধি লংঘন করেছে তথ্যমন্ত্রী
একে আজাদের সম্পদের তথ্য চেয়ে নোটিশ
নোয়াখালীতে ৫ যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট
পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর আহত ১৫
জমে উঠেছে শিশু চলচ্চিত্র উৎসব
শরীয়ত বয়াতির মুক্তি দাবি উদীচীর সমাবেশ
কলাকেন্দ্রে শিল্পী হাবীবের একক চিত্র প্রদর্শনী
শিল্পকলায় থিয়েটারের ‘বারামখানা’ মঞ্চায়ন আজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ , ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি দুদক কমিশনার

নিজস্ব বার্তা পরিবেশক |

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন কাউকে দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ ভোগ করতে দেয়া হবে না। গতকাল ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলা মিলনায়তনে কমিশন কর্তৃক আয়োজিত এক গণশুনানিতে দুদক কমিশনার এ কথা বলেন।

ভোলা জেলা প্রশাসক-এর সভাপতিত্বে গণশুনানিতে দুদক কমিশনার বলেন, দুর্নীতিপরায়নদের বিরুদ্ধে অব্যাহত আইন প্রয়োগের মাধ্যমে এমন ব্যবস্থা করা হবে যাতে কেউ দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ ভোগ করার সুযোগ না পায়। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ করা এবং দুর্নীতিগ্রস্থদের শাস্তি দেয়া দুদকের আইনি ম্যান্ডেট। এ দায়িত্ব পালনে কমিশন দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

দুদক কমিশনার বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নে দুদক দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, সরকারি পরিসেবা প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করার অধিকার সরকারি কর্মকর্তাদের নেই। তাই হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে সরকারি পরিসেবা নিশ্চিত করতে হবে। জনগণ কাক্সিক্ষত সেবা পাচ্ছে কি-না তা অনুধাবন এবং তা নিশ্চিত করার জন্যই দেশব্যাপী কমিশন এ জাতীয় গণশুনানি করছে।

কমিশনার আক্ষেপ করে বলেন সীমাহীন লোভই মানুষকে দুর্নীতিগ্রস্থ করে তোলে। এই লোভ একটি কঠিন মানসিক রোগ। আমি সবাইকে অনুরোধ জানাই আসুন, নিজে দুর্নীতিমুক্ত থাকি এবং অন্যের দুর্নীতিকে দৃঢ়ভাবে ‘না’ বলি।

গণশুনানিতে উত্থাপিত অধিকাংশ অভিযোগই তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করেন দুদক কমিশনার। স্থানীয় জেলা প্রশাসকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়েশ বোরহানউদ্দীন উপজেলা চেয়ারম্যান প্রমুখ।