জমে উঠেছে শিশু চলচ্চিত্র উৎসব

শিশু-কিশোর, অভিভাবক ও চলচ্চিত্র দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গন। অন্য ভেন্যুগুলোতেও বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। চলমান উৎসবের আজ ৪র্থ দিন। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ প্রতিপাদ্যে বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব গত ২৫ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ বাংলাদেশের শিশু-কিশোরদের নির্মিত সর্বাধিক ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো মোট পাঁচটি ভেনু্যুতে প্রদর্শিত হবে। সাত দিনব্যাপী চলমান উৎসবে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা হিসেবে চারটি প্রদর্শনী হবে। ২টি বয়সভিত্তিক ক্যাটাগরির মাধ্যমে নির্বাচিত শিশুতোষ চলচ্চিত্র রাখা হয়েছে এবারের উৎসবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সের নির্মাতারা উন্মুক্ত ক্যাটাগরিতে এবং ১৮ থেকে ২৫ বছর বয়সের নির্মাতারা আন্তর্জাতিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আজ ‘স্টোরি টেলিং’-এর ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালাটি পরিচালনা করবেন বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা। অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়স ফ্রঁসেস, গ্যোয়েটে ইনস্টিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি-এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব । আজ উৎসবের ৪র্থ দিনে প্রদর্শিত হবে-

জাতীয় গণগ্রন্থাগার, শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১১টায় বাংলাদেশের ‘চাঁপুদি’ ও ভারতের ‘হ্যাল্কা’। দুপুর ২টায় ব্রাজিলের ‘ব্রিফ চেইঞ্জ’, জার্মানির ‘ডে এক্স’ ও নেদারল্যান্ডের ‘রোমিস স্যালোন’। বিকেল ৪টায় আমেরিকার ‘ট্রফি হান্টার’ ও ভারতের ‘স্ম্যাশ’। সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ‘সর্বোচ্চ গতিসীমা’ ও ফ্রান্সের ‘বিগ অ্যাডভেঞ্চার’।

জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল মিলনায়তন :

বিকেল ৩টায় বাংলাদেশের ‘দ্যা অ্যান্ট’, ‘স্টোরি অব এ ব্ল্যাক রিভার’, ‘আলতা’, ‘নীলাম্বর’, ‘দ্যা স্মোকার’, ‘নয়েজ’, ‘বাঘবন্দী’, ‘¯স্নেহ’, ‘আমার নাম শরিফুল’, ‘দরজা’, ‘দ্যা টাইপিস্ট’, ‘এ নাইট ইন দ্যা ক্যাপিটাল’ ও ‘রাইটার’।

জাতীয় শিল্পকলা একাডেমি, চিত্রশালা মিলনায়তন :

বেলা ১১টায় ইরানের ‘দুল্লী’ ও জার্মানির ‘রোক্কা চেইঞ্জ দ্যা ওয়ার্ল্ড’। দুপুর ২টায় চীনের ‘গ্যালারি এক্সপেরিয়েন্স’, নেপালের ‘রাইজিং’ ও নেদারল্যান্ডসের ‘রোমিস স্যালোন’। বিকেল ৪টায় জর্জিয়ার ‘দ্যা ডগি’, আর্জেন্টিনার ‘এ ফুল মুন নাইট’, ক্রোয়েশিয়ার ‘বল্লাদ অব পাইপ অ্যান্ড নেকলেস’ ও নরওয়ের ‘ইন দ্যা ফরেস্ট অব হুকিবুকি’।

অলিয়স ফ্রঁসেস মিলনায়তন :

বেলা ১১টায় ফ্রান্সের ‘ইটস কলড আপ দেয়ার’, আর্জেন্টিনার ‘আইলাইন অন দ্যা মুন’, ভারতের ‘নোরাহ’ ও কানাডার ‘ডিনো ডানা দ্যা মুভি’। দুপুর ২টায় মিসরের ‘এ লেটার টু মাই ফ্রেন্ড ইন ফ্রান্স’, ফিলিপাইনের ‘প্যানাগো’ ও ইরানের ‘বিলিভ’। বিকেল ৪টায় আমেরিকার ‘নট ওয়ান অব আস’, অস্ট্রেলিয়ার ‘দ্যা কোয়াইট’, কানাডার ‘দ্যা মিউজিক বক্স’ ও ফিনল্যান্ডের ‘এ রেইন্ডারস জার্নি’।

গ্যোয়েটে ইনস্টিটিউট মিলনায়তন :

দুপুর ২টায় চীনের ‘গ্যালারি এক্সপেরিয়েন্স’, আর্জেন্টিনার ‘মুন’ ও জার্মানির ‘কাউন্টডাউন টু চোজ’। বিকেল ৪টায় মরক্কোর ‘আয়াম’ ও জার্মানির ‘দ্যা বিগিনিং’।

আরও খবর
বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্র
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়
চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে কাজ করতে হবে শিক্ষামন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন আইন অনুমোদন
ডে কেয়ার সেন্টার স্থাপনে নিবন্ধন বাধ্যতামূলক
বিএনপি আচরণবিধি লংঘন করেছে তথ্যমন্ত্রী
একে আজাদের সম্পদের তথ্য চেয়ে নোটিশ
নোয়াখালীতে ৫ যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট
পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর আহত ১৫
উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি দুদক কমিশনার
শরীয়ত বয়াতির মুক্তি দাবি উদীচীর সমাবেশ
কলাকেন্দ্রে শিল্পী হাবীবের একক চিত্র প্রদর্শনী
শিল্পকলায় থিয়েটারের ‘বারামখানা’ মঞ্চায়ন আজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ , ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

জমে উঠেছে শিশু চলচ্চিত্র উৎসব

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

শিশু-কিশোর, অভিভাবক ও চলচ্চিত্র দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গন। অন্য ভেন্যুগুলোতেও বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। চলমান উৎসবের আজ ৪র্থ দিন। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ প্রতিপাদ্যে বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব গত ২৫ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ বাংলাদেশের শিশু-কিশোরদের নির্মিত সর্বাধিক ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো মোট পাঁচটি ভেনু্যুতে প্রদর্শিত হবে। সাত দিনব্যাপী চলমান উৎসবে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা হিসেবে চারটি প্রদর্শনী হবে। ২টি বয়সভিত্তিক ক্যাটাগরির মাধ্যমে নির্বাচিত শিশুতোষ চলচ্চিত্র রাখা হয়েছে এবারের উৎসবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সের নির্মাতারা উন্মুক্ত ক্যাটাগরিতে এবং ১৮ থেকে ২৫ বছর বয়সের নির্মাতারা আন্তর্জাতিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আজ ‘স্টোরি টেলিং’-এর ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালাটি পরিচালনা করবেন বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা। অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়স ফ্রঁসেস, গ্যোয়েটে ইনস্টিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি-এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব । আজ উৎসবের ৪র্থ দিনে প্রদর্শিত হবে-

জাতীয় গণগ্রন্থাগার, শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১১টায় বাংলাদেশের ‘চাঁপুদি’ ও ভারতের ‘হ্যাল্কা’। দুপুর ২টায় ব্রাজিলের ‘ব্রিফ চেইঞ্জ’, জার্মানির ‘ডে এক্স’ ও নেদারল্যান্ডের ‘রোমিস স্যালোন’। বিকেল ৪টায় আমেরিকার ‘ট্রফি হান্টার’ ও ভারতের ‘স্ম্যাশ’। সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ‘সর্বোচ্চ গতিসীমা’ ও ফ্রান্সের ‘বিগ অ্যাডভেঞ্চার’।

জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল মিলনায়তন :

বিকেল ৩টায় বাংলাদেশের ‘দ্যা অ্যান্ট’, ‘স্টোরি অব এ ব্ল্যাক রিভার’, ‘আলতা’, ‘নীলাম্বর’, ‘দ্যা স্মোকার’, ‘নয়েজ’, ‘বাঘবন্দী’, ‘¯স্নেহ’, ‘আমার নাম শরিফুল’, ‘দরজা’, ‘দ্যা টাইপিস্ট’, ‘এ নাইট ইন দ্যা ক্যাপিটাল’ ও ‘রাইটার’।

জাতীয় শিল্পকলা একাডেমি, চিত্রশালা মিলনায়তন :

বেলা ১১টায় ইরানের ‘দুল্লী’ ও জার্মানির ‘রোক্কা চেইঞ্জ দ্যা ওয়ার্ল্ড’। দুপুর ২টায় চীনের ‘গ্যালারি এক্সপেরিয়েন্স’, নেপালের ‘রাইজিং’ ও নেদারল্যান্ডসের ‘রোমিস স্যালোন’। বিকেল ৪টায় জর্জিয়ার ‘দ্যা ডগি’, আর্জেন্টিনার ‘এ ফুল মুন নাইট’, ক্রোয়েশিয়ার ‘বল্লাদ অব পাইপ অ্যান্ড নেকলেস’ ও নরওয়ের ‘ইন দ্যা ফরেস্ট অব হুকিবুকি’।

অলিয়স ফ্রঁসেস মিলনায়তন :

বেলা ১১টায় ফ্রান্সের ‘ইটস কলড আপ দেয়ার’, আর্জেন্টিনার ‘আইলাইন অন দ্যা মুন’, ভারতের ‘নোরাহ’ ও কানাডার ‘ডিনো ডানা দ্যা মুভি’। দুপুর ২টায় মিসরের ‘এ লেটার টু মাই ফ্রেন্ড ইন ফ্রান্স’, ফিলিপাইনের ‘প্যানাগো’ ও ইরানের ‘বিলিভ’। বিকেল ৪টায় আমেরিকার ‘নট ওয়ান অব আস’, অস্ট্রেলিয়ার ‘দ্যা কোয়াইট’, কানাডার ‘দ্যা মিউজিক বক্স’ ও ফিনল্যান্ডের ‘এ রেইন্ডারস জার্নি’।

গ্যোয়েটে ইনস্টিটিউট মিলনায়তন :

দুপুর ২টায় চীনের ‘গ্যালারি এক্সপেরিয়েন্স’, আর্জেন্টিনার ‘মুন’ ও জার্মানির ‘কাউন্টডাউন টু চোজ’। বিকেল ৪টায় মরক্কোর ‘আয়াম’ ও জার্মানির ‘দ্যা বিগিনিং’।