কলাকেন্দ্রে শিল্পী হাবীবের একক চিত্র প্রদর্শনী

রাজধানীর মোহাম্মদপুরের কলাকেন্দ্রে চলছে ‘সময়ের গল্প’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। গত ১৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকছে প্রদর্শনীটি। শিল্পী হাবীবুর রহমানের আঁকা ৫০টিরও বেশি চিত্রকর্ম রয়েছে প্রদর্শনীতে। এটি মূলত ‘ড্রয়িং অ্যান্ড থিংকিং, থিংকিং অ্যান্ড ড্রয়িং’ শিরোনামে কলাকেন্দ্র আয়োজিত ধারাবাহিক শিল্পকর্ম প্রদর্শনীর বিশেষ আয়োজনের অংশ। হাবীবুর রহমানের ‘সময়ের গল্প’ প্রদর্শনীটি এ বিষয়ের নবম আয়োজন।

আয়োজকেরা জানান, শিল্পীর চিন্তা ও অবস্থানকে পড়ার, বোঝার ও জানার তাগিদেই নিয়মিত এ রকম প্রর্শনীর আয়োজন করছে কলাকেন্দ্র। প্রদর্শনীতে ঠাঁই পাওয়া চিত্রকর্মগুলোর বিশেষত্ব হলো, এর বেশির ভাগই কালি ও কলম দিয়ে এঁকেছেন শিল্পী হাবীবুর রহমান। এই বিষয়ে শিল্পী হাবীবুর রহমান বলেন, ‘লেখাপড়া শুরুর পর থেকে কলম আমার নিত্যসঙ্গী ছিল। বিশেষ করে কলমের কালো কালি আমার খুব পছন্দের একটা রঙ। কালো রঙের অনেক অর্থ ’।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি প্রদর্শনীর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন নবী ও শিল্পানুরাগী মাহমুদুল হেলাল।

image
আরও খবর
বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্র
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়
চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে কাজ করতে হবে শিক্ষামন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন আইন অনুমোদন
ডে কেয়ার সেন্টার স্থাপনে নিবন্ধন বাধ্যতামূলক
বিএনপি আচরণবিধি লংঘন করেছে তথ্যমন্ত্রী
একে আজাদের সম্পদের তথ্য চেয়ে নোটিশ
নোয়াখালীতে ৫ যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট
পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর আহত ১৫
উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি দুদক কমিশনার
জমে উঠেছে শিশু চলচ্চিত্র উৎসব
শরীয়ত বয়াতির মুক্তি দাবি উদীচীর সমাবেশ
শিল্পকলায় থিয়েটারের ‘বারামখানা’ মঞ্চায়ন আজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ , ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

কলাকেন্দ্রে শিল্পী হাবীবের একক চিত্র প্রদর্শনী

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

image

রাজধানীর মোহাম্মদপুরের কলাকেন্দ্রে চলছে ‘সময়ের গল্প’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। গত ১৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকছে প্রদর্শনীটি। শিল্পী হাবীবুর রহমানের আঁকা ৫০টিরও বেশি চিত্রকর্ম রয়েছে প্রদর্শনীতে। এটি মূলত ‘ড্রয়িং অ্যান্ড থিংকিং, থিংকিং অ্যান্ড ড্রয়িং’ শিরোনামে কলাকেন্দ্র আয়োজিত ধারাবাহিক শিল্পকর্ম প্রদর্শনীর বিশেষ আয়োজনের অংশ। হাবীবুর রহমানের ‘সময়ের গল্প’ প্রদর্শনীটি এ বিষয়ের নবম আয়োজন।

আয়োজকেরা জানান, শিল্পীর চিন্তা ও অবস্থানকে পড়ার, বোঝার ও জানার তাগিদেই নিয়মিত এ রকম প্রর্শনীর আয়োজন করছে কলাকেন্দ্র। প্রদর্শনীতে ঠাঁই পাওয়া চিত্রকর্মগুলোর বিশেষত্ব হলো, এর বেশির ভাগই কালি ও কলম দিয়ে এঁকেছেন শিল্পী হাবীবুর রহমান। এই বিষয়ে শিল্পী হাবীবুর রহমান বলেন, ‘লেখাপড়া শুরুর পর থেকে কলম আমার নিত্যসঙ্গী ছিল। বিশেষ করে কলমের কালো কালি আমার খুব পছন্দের একটা রঙ। কালো রঙের অনেক অর্থ ’।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি প্রদর্শনীর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন নবী ও শিল্পানুরাগী মাহমুদুল হেলাল।