স্থান নির্ধারণ না করে আমিনবাজার ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে সওজ’র নোটিশ

রাজধানীর প্রবেশ দ্বারেই অবস্থিত বৃহৎ আন্তঃজেলা আমিনবাজার ট্রাক টার্মিনাল। হঠাৎ এক মাসের ব্যবধানে বর্তমান ট্রাক টার্মিনালের স্থান ত্যাগের নোটিস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। তবে ট্রাক টার্মিনালটি কোথায় সড়িয়ে নেয়া হবে সেই স্থান নোটিসে উল্লেখ না করেই সময় বেঁধে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রাক মালিক-শ্রমিক ও ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীরা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর আমিনবাজারে ১০ একরের বেশি জায়গাজুড়ে স্থান করে নিয়েছে বৃহৎ ওই ট্রাক টার্মিনাল। প্রতিদিন প্রায় পাঁচ হাজারেও বেশি ট্রাক ওই টার্মিনালে আসা যাওয়া করে। রাজধানীতে পণ্য আনা-নেয়ার জন্য অপেক্ষা, ট্রাক মেরামত, চালকের বিশ্রাম এবং নিরাপত্তার জন্য ব্যবহার করেন অধিকাংশ ট্রাক চালকরা। দিনাজপুর থেকে ট্রাক নিয়ে আসা রফিক ক্ষোভ নিয়ে জানান, মাসে কয়েক বার বিভিন্ন পণ্য সামগ্রী ও ভোজ্য পণ্য নিয়ে রাজধানীর কাওরানবাজারে আসা যাওয়া করতে হয় তার। দিনে রাজধানীতে ট্রাক প্রবেশের নিষেধ থাকায় টার্মিনালেই অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা বলে জানান তিনি। এ সময় ক্ষোভ নিয়ে বলেন, টার্মিনালের স্থান নির্ধারণ না করে দিয়ে টার্মিনাল উচ্ছেদ করলে সড়কে ট্রাক থামিয়ে বসে থাকতে হবে বলে হতাশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে আমিন বাজারে স্থানীয় ট্রাক মালিক আনিস জানান, ট্রাক টার্মিনালের নির্ধারিত স্থান থাকলে নিরাপদে ও নিশ্চিতে ট্রাক রাখা যায়। কিন্তু সড়কের ওপর যেখানে-সেখানে ট্রাক রাখলে চুরি ডাকাতি হওয়ার সম্ভবনা থাকে বলে জানান তিনি । তবে আমিনবাজার আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি আ. জলিল জানান, দিন দিন ট্রাক টার্মিনামের সীমানা বেড়েছে। বেড়েছে ট্রাকের সংখ্যাও। যানবাহন রক্ষণাবেক্ষণ ও চালকদের বিশ্রাম এবং সড়ক দুর্ঘটনা রোধে টার্মিনালের বিকল্প নেই। তাই টার্মিনালের স্থান নির্ধারণ করে অন্য স্থানে সড়িয়ে নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ , ১৫ মাঘ ১৪২৬, ৩ জমাদিউস সানি ১৪৪১

স্থান নির্ধারণ না করে আমিনবাজার ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে সওজ’র নোটিশ

লোটন আচার্য্য, সাভার (ঢাকা)

image

সাভার (ঢাকা) : আমিনবাজার ট্রাক টার্মিনাল -সংবাদ

রাজধানীর প্রবেশ দ্বারেই অবস্থিত বৃহৎ আন্তঃজেলা আমিনবাজার ট্রাক টার্মিনাল। হঠাৎ এক মাসের ব্যবধানে বর্তমান ট্রাক টার্মিনালের স্থান ত্যাগের নোটিস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। তবে ট্রাক টার্মিনালটি কোথায় সড়িয়ে নেয়া হবে সেই স্থান নোটিসে উল্লেখ না করেই সময় বেঁধে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রাক মালিক-শ্রমিক ও ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীরা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর আমিনবাজারে ১০ একরের বেশি জায়গাজুড়ে স্থান করে নিয়েছে বৃহৎ ওই ট্রাক টার্মিনাল। প্রতিদিন প্রায় পাঁচ হাজারেও বেশি ট্রাক ওই টার্মিনালে আসা যাওয়া করে। রাজধানীতে পণ্য আনা-নেয়ার জন্য অপেক্ষা, ট্রাক মেরামত, চালকের বিশ্রাম এবং নিরাপত্তার জন্য ব্যবহার করেন অধিকাংশ ট্রাক চালকরা। দিনাজপুর থেকে ট্রাক নিয়ে আসা রফিক ক্ষোভ নিয়ে জানান, মাসে কয়েক বার বিভিন্ন পণ্য সামগ্রী ও ভোজ্য পণ্য নিয়ে রাজধানীর কাওরানবাজারে আসা যাওয়া করতে হয় তার। দিনে রাজধানীতে ট্রাক প্রবেশের নিষেধ থাকায় টার্মিনালেই অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা বলে জানান তিনি। এ সময় ক্ষোভ নিয়ে বলেন, টার্মিনালের স্থান নির্ধারণ না করে দিয়ে টার্মিনাল উচ্ছেদ করলে সড়কে ট্রাক থামিয়ে বসে থাকতে হবে বলে হতাশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে আমিন বাজারে স্থানীয় ট্রাক মালিক আনিস জানান, ট্রাক টার্মিনালের নির্ধারিত স্থান থাকলে নিরাপদে ও নিশ্চিতে ট্রাক রাখা যায়। কিন্তু সড়কের ওপর যেখানে-সেখানে ট্রাক রাখলে চুরি ডাকাতি হওয়ার সম্ভবনা থাকে বলে জানান তিনি । তবে আমিনবাজার আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি আ. জলিল জানান, দিন দিন ট্রাক টার্মিনামের সীমানা বেড়েছে। বেড়েছে ট্রাকের সংখ্যাও। যানবাহন রক্ষণাবেক্ষণ ও চালকদের বিশ্রাম এবং সড়ক দুর্ঘটনা রোধে টার্মিনালের বিকল্প নেই। তাই টার্মিনালের স্থান নির্ধারণ করে অন্য স্থানে সড়িয়ে নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।