আজ সিনেমাটোগ্রাফির ওপর কর্মশালা

১৩তম ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আজ ৫ম দিন। উৎসবের মূল ভেন্যু শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গনে প্রতিদিনই বাড়ছে চলচ্চিত্র প্রেমীদের আনাগোনা। অন্য ভেন্যুগুলোতেও দর্শনার্থীদের ভীড় পরিলক্ষিত হচ্ছে। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ প্রতিপাদ্যে বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব গত ২৫ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গতকাল বাংলাদেশের শিশু-কিশোরদের নির্মিত সর্বাধিক ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হলেও আজ প্রদর্শিত হবে মাত্র একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম ‘দ্যা ব্র্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’। বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো মোট পাঁচটি ভেন্যুতে প্রদর্শিত হয়েছে গত ৪ দিন। আজকের প্রদর্শনীগুলো হবে ৪টি ভেন্যুতে। ভেন্যুগুলো হচ্ছে-শাহবাগের শওকত ওসমান মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, অলিয়স ফ্রঁসেস মিলনায়তন ও গ্যোয়েটে ইন্সটিটিউট মিলনায়তন। সাত দিনব্যাপী চলমান উৎসবে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা হিসেবে চারটি প্রদর্শনী হচ্ছে, কিন্তু আজ সব ভেন্যুতেই সন্ধ্যা ৬টার প্রদর্শনী বন্ধ থাকবে। ২টি বয়স ভিত্তিক ক্যাটাগরির মাধ্যমে নিবার্চিত শিশুতোষ চলচ্চিত্র রাখা হয়েছে এবারের উৎসবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সের নির্মাতারা উন্মুক্ত ক্যাটাগরিতে এবং ১৮ থেকে ২৫ বছর বয়সের নিমার্তারা আন্তর্জাতিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আজ ‘সিনেমাটোগ্রাফি’ এর ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালাটি পরিচালনা করবেন খ্যাতিমান চিত্রগ্রাহক নিহাল কোরাইশী। অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়স ফ্রঁসেস, গ্যোয়েটে ইন্সটিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আজ উৎসবের ৫ম দিনে প্রদর্শিত হবে-

জাতীয় গণগ্রন্থাগার, শওকত ওসমান মিলনায়তন :

বেলা ১১টায় চীনের ‘গ্যালারি এক্সপেরিয়েন্স’, নেপালের ‘রাইজিং’, ফ্রান্সের ‘কিলিং টাইম’, ভারতের ‘এ ফ্লাওয়ারিং ট্রি’ ও জার্মানির টিকেকেজি ডিটেকটিভ অ্যাজেন্সি’। দুপুর ২টায় ইটালির ‘লা স্কিনটিলা’, ভারতের ‘দবৈ’, নেপালের ‘মা’ ও কাজাকিস্থানের ‘কাল্টেজিন’। বিকেল ৪টায় বাংলাদেশের ‘দ্যা ব্র্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’ ও ইরানের ‘হেরি মাই ভিলেজ’।

জাতীয় শিল্পকলা একাডেমি, চিত্রশালা মিলনায়তন :

বেলা ১১টায় কানাডার ‘ব্লু অ্যান্ড কার্ট’ ও ‘ডিনো ডানা দ্যা মুভি’, ইরানের ‘ইস নট ওয়াটার’, ভারতের ‘বাইতুল্লাহ’, ফ্রান্সের ‘গ্লাস সেলিং’, চীনের ‘সুইট ড্রিমস’। দুপুর ২টায় ব্রাজিলের ‘ব্রিফ চেইঞ্জ’, জার্মানির ‘ব্রজি’, কাতারের ‘ফ্রাজিল’, ফ্রান্সের ‘কিলিং টাইম’ ও আর্মেনিযার ‘দ্যা স্নো মেইডেন’।

অলিয়স ফ্রঁসেস মিলনায়তন :

বেলা ১১টায় ইরানের ‘গেইম উইথ আউট জিরো’, মরক্কোর ‘সালিমা’, ইটালির ‘গ্লোবাল ডব্লিউ’, আমেরিকার ‘দ্যা গ্ল্যাস ক্যাস্টল’ ও আর্মেনিয়ার ‘দ্যা ¯স্নো মেইডেন’। দুপুর ২টায় ইরানের ‘দ্যা মাইথ অব হাফভাদ ওয়ার্ম’ ও ‘ফ্রিডম’, স্পেনের ‘দ্যা সেভেন চাইনিজ ব্রাদারস’, ভারতের ‘ফাইট অব ফ্রিডম’ ও সার্বিয়ার ‘স্টোরি অব মিকা দ্যা অ্যান্ট’।

গ্যোয়েটে ইন্সটিটিউট মিলনায়তন :

দুপুর ২টায় জার্মানির ‘বজি’, আর্জেন্টিনার ‘এ ফুল মুন নাইট’, ইরানের ‘ক্যাম্পনিল’, ইউক্রেনের ‘হাউ টু চিয়ার আপ লনলিলেস’, ইন্দোনেশিয়ার ‘ইস্তিকলাল’, সিঙ্গাপুরের ‘অ্যাডাম’ ও ব্রাজিলের ‘ইউলিয়া’।

আরও খবর
একনেকে ৪ হাজার ৩২৪ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন
আগামী জুনে পদ্মা সেতু ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন
চার জেলায় প্রাণ গেল ৭ জনের
ভোট সংশ্লিষ্ট তথ্য জানা যাবে এসএমএসে
আ’লীগ এমপি আফজাল হোসেনের সম্পদ অনুসন্ধানে দুদক
অ্যাসকড সম্মেলন শুরু
চার শিল্পপতির বিরুদ্ধে দুদকের মামলা
ক্যানসার আক্রান্ত শিশুর অস্থিমজ্জা প্রতিস্থাপন
শিল্পকলায় বহুবচনের ‘প্রেম বড় কবিরাজ’ মঞ্চায়ন আজ
মুক্তিপণ নিয়ে ৪ পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ
আড়ং কর্মীর কাছে চেঞ্জরুমের ৩৭টি গোপন ভিডিও
না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ আজ
কাপ্তাই ভাইস চেয়ারম্যানের ৩ বছর কারাদণ্ড

বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ , ১৫ মাঘ ১৪২৬, ৩ জমাদিউস সানি ১৪৪১

ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

আজ সিনেমাটোগ্রাফির ওপর কর্মশালা

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

১৩তম ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আজ ৫ম দিন। উৎসবের মূল ভেন্যু শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গনে প্রতিদিনই বাড়ছে চলচ্চিত্র প্রেমীদের আনাগোনা। অন্য ভেন্যুগুলোতেও দর্শনার্থীদের ভীড় পরিলক্ষিত হচ্ছে। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ প্রতিপাদ্যে বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব গত ২৫ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গতকাল বাংলাদেশের শিশু-কিশোরদের নির্মিত সর্বাধিক ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হলেও আজ প্রদর্শিত হবে মাত্র একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম ‘দ্যা ব্র্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’। বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো মোট পাঁচটি ভেন্যুতে প্রদর্শিত হয়েছে গত ৪ দিন। আজকের প্রদর্শনীগুলো হবে ৪টি ভেন্যুতে। ভেন্যুগুলো হচ্ছে-শাহবাগের শওকত ওসমান মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, অলিয়স ফ্রঁসেস মিলনায়তন ও গ্যোয়েটে ইন্সটিটিউট মিলনায়তন। সাত দিনব্যাপী চলমান উৎসবে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা হিসেবে চারটি প্রদর্শনী হচ্ছে, কিন্তু আজ সব ভেন্যুতেই সন্ধ্যা ৬টার প্রদর্শনী বন্ধ থাকবে। ২টি বয়স ভিত্তিক ক্যাটাগরির মাধ্যমে নিবার্চিত শিশুতোষ চলচ্চিত্র রাখা হয়েছে এবারের উৎসবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সের নির্মাতারা উন্মুক্ত ক্যাটাগরিতে এবং ১৮ থেকে ২৫ বছর বয়সের নিমার্তারা আন্তর্জাতিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আজ ‘সিনেমাটোগ্রাফি’ এর ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালাটি পরিচালনা করবেন খ্যাতিমান চিত্রগ্রাহক নিহাল কোরাইশী। অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়স ফ্রঁসেস, গ্যোয়েটে ইন্সটিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আজ উৎসবের ৫ম দিনে প্রদর্শিত হবে-

জাতীয় গণগ্রন্থাগার, শওকত ওসমান মিলনায়তন :

বেলা ১১টায় চীনের ‘গ্যালারি এক্সপেরিয়েন্স’, নেপালের ‘রাইজিং’, ফ্রান্সের ‘কিলিং টাইম’, ভারতের ‘এ ফ্লাওয়ারিং ট্রি’ ও জার্মানির টিকেকেজি ডিটেকটিভ অ্যাজেন্সি’। দুপুর ২টায় ইটালির ‘লা স্কিনটিলা’, ভারতের ‘দবৈ’, নেপালের ‘মা’ ও কাজাকিস্থানের ‘কাল্টেজিন’। বিকেল ৪টায় বাংলাদেশের ‘দ্যা ব্র্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’ ও ইরানের ‘হেরি মাই ভিলেজ’।

জাতীয় শিল্পকলা একাডেমি, চিত্রশালা মিলনায়তন :

বেলা ১১টায় কানাডার ‘ব্লু অ্যান্ড কার্ট’ ও ‘ডিনো ডানা দ্যা মুভি’, ইরানের ‘ইস নট ওয়াটার’, ভারতের ‘বাইতুল্লাহ’, ফ্রান্সের ‘গ্লাস সেলিং’, চীনের ‘সুইট ড্রিমস’। দুপুর ২টায় ব্রাজিলের ‘ব্রিফ চেইঞ্জ’, জার্মানির ‘ব্রজি’, কাতারের ‘ফ্রাজিল’, ফ্রান্সের ‘কিলিং টাইম’ ও আর্মেনিযার ‘দ্যা স্নো মেইডেন’।

অলিয়স ফ্রঁসেস মিলনায়তন :

বেলা ১১টায় ইরানের ‘গেইম উইথ আউট জিরো’, মরক্কোর ‘সালিমা’, ইটালির ‘গ্লোবাল ডব্লিউ’, আমেরিকার ‘দ্যা গ্ল্যাস ক্যাস্টল’ ও আর্মেনিয়ার ‘দ্যা ¯স্নো মেইডেন’। দুপুর ২টায় ইরানের ‘দ্যা মাইথ অব হাফভাদ ওয়ার্ম’ ও ‘ফ্রিডম’, স্পেনের ‘দ্যা সেভেন চাইনিজ ব্রাদারস’, ভারতের ‘ফাইট অব ফ্রিডম’ ও সার্বিয়ার ‘স্টোরি অব মিকা দ্যা অ্যান্ট’।

গ্যোয়েটে ইন্সটিটিউট মিলনায়তন :

দুপুর ২টায় জার্মানির ‘বজি’, আর্জেন্টিনার ‘এ ফুল মুন নাইট’, ইরানের ‘ক্যাম্পনিল’, ইউক্রেনের ‘হাউ টু চিয়ার আপ লনলিলেস’, ইন্দোনেশিয়ার ‘ইস্তিকলাল’, সিঙ্গাপুরের ‘অ্যাডাম’ ও ব্রাজিলের ‘ইউলিয়া’।