বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী

কুমিল্লার চান্দিনায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল মরিয়ম আক্তার তিশা (১৪)। সে ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণির ছাত্রী।

গত সোমবার দুপুরে চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের বেপারী বাড়িতে স্কুলছাত্রী তিশার বিয়ের আয়োজন করা হয় একই উপজেলার শালিকা গ্রামের একজন মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, স্কুলছাত্রীর বিয়ের আয়োজনের খবর পাওয়ার পর বিয়ে বাড়িতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াহিদ ও পিএসআই নাজমুল হোসেনসহ একটি টিম পাঠিয়েছি। পরে কনের পিতা মেয়েকে বাল্যবিয়ে দিবে না মর্মে মুচলেকা দেয়ার পর বিয়ের সকল আনুষ্ঠানিকতা ভেঙে দেওয়া হয়। তিশার মতো কিশোরীদের বাল্যবিয়ে থেকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ , ১৬ মাঘ ১৪২৬, ৪ জমাদিউস সানি ১৪৪১

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী

প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল মরিয়ম আক্তার তিশা (১৪)। সে ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণির ছাত্রী।

গত সোমবার দুপুরে চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের বেপারী বাড়িতে স্কুলছাত্রী তিশার বিয়ের আয়োজন করা হয় একই উপজেলার শালিকা গ্রামের একজন মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, স্কুলছাত্রীর বিয়ের আয়োজনের খবর পাওয়ার পর বিয়ে বাড়িতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াহিদ ও পিএসআই নাজমুল হোসেনসহ একটি টিম পাঠিয়েছি। পরে কনের পিতা মেয়েকে বাল্যবিয়ে দিবে না মর্মে মুচলেকা দেয়ার পর বিয়ের সকল আনুষ্ঠানিকতা ভেঙে দেওয়া হয়। তিশার মতো কিশোরীদের বাল্যবিয়ে থেকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।